পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় উচ্চ - শব্দময় হাস্ত করি দেবী কৃপাণে তখন, নিষ্ক্রান্ত সে বীর পুরুষের শির ছেদিলা—হল সে ভূতলে পতন। ৩৬ ছিন্ন করি গ্রাবা তীক্ষ দন্তে তবে ভক্ষিল কেশরী দানব - সংহতি ; কালী-শিবদূতী গ্রাসিলা এরূপে অপর মুরারি। ৩৭ হয়ে ছিন্ন ভিন্ন কৌমারী-শক্তিতে, কন্ত মহামুর পলাইল দলে ; মন্ত্রপূত জলে, করিলা ব্ৰহ্মাণী অন্ত দৈত্যে দূর। ৩৮ পড়ে ছিন্ন হয়ে অসুর অপরে মাহেশ্বরী-শূলে ; কেহ বা চুৰ্ণীত, হইয়া আহভ বারাহীর তুণ্ডে—পড়িল ভূতলে। ৩৯ বৈষ্ণবী- চক্রেতে খণ্ড খণ্ড হল কত বা অসুর ; ঐন্দ্রী-হস্ত হতে মুক্ত-বজ্রাঘাতে, হল দৈত্য কত সেইরূপে চুর । ৪০