পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । নানা-রূপ রূপ ধরি— বহুভাগে ভিন্ন করি, দেবি ! আজি নিজ মূৰ্ত্তি করিয়া গ্রহণ, ধৰ্ম্ম-বৈরী দৈত্যদলে, হে অম্বিকে ! বিনাশিলে ; —অন্তে কেবা পারে তাহা করিতে সাধন ? ৩০ কেবা আছে তোমা বিনা- বিদ্যাতে শাস্ত্রেতে নানা, —বিবেক-বিকাশী আদ্য-বাক্য-মাঝে আর ? মমত্ব-মোহ-গহবরে, কিম্বা মহা অন্ধকারে, ঘুরায় বিষম কেবা এ বিশ্ব-সংসার ? ৩১ মেথা সর্প বিষধর, যেথা রাক্ষস - নিকর, অরাতি-সংহতি যেথা—যেথা দম্য-দল, ঘেথা ঘোর দাবানল, অথবা জলধি - তল, —রহি সেথা রক্ষ তুমি এ বিশ্ব-মণ্ডল। ৩২ বিশ্বেশ্বরী হও তুমি, পালিছ বিশ্ব আপনি, তুমি বিশ্বায়িকা—বিশ্ব করিছ ধারণ ; বিশ্বপতি বন্দ্যা তুমি, বিশ্বের আশ্রয় - ভূমি হয়—তোমা ভক্তি-ভরে বিনত যে জন। ৩৩ মোরা ভীত শক্ৰ-ভয়ে— রক্ষহ প্রসন্ন হযে, —এবে দেবি ! দৈত্যে বধি রক্ষিলে যেমন ; মহা উপসর্গ যত— উৎপাত • বাধা-জনিত, বিশ্ব - পাপ ত্বরা আর করহ দমন ॥ ৩৪ )3