পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○ケ চণ্ডী চণ্ডী-পাঠের ফলও অসীম। চণ্ডীতে উক্ত হইয়াছে— “না রবে তাদের পাপ কিছু,— পাপ-হেতু আর বিপদ না রবে, না হইবে দরিদ্রতা কভু, বান্ধব-বিয়োগ কিম্বা নাহি হবে। বৈরী-ভয় নাহি রবে তার, নাহি রবে ভয় রাজা দম্য হতে, না রহিবে ভয় কদাচিৎ, সলিল- অনল - আয়ুধ হইতে।” এই চণ্ডী-পাঠের ফল “ বারাহী-তন্ত্রেও ” বর্ণিত আছে তাহার শেষে আছে— “চগু্যাঃ শতাবৃত্তি পাঠাৎ সৰ্ব্বা:সিদ্ধান্ত সিদ্ধয়ঃ।” দেখানে চণ্ডী-পাঠ হয়, কথিত আছে—জগন্মাতা চওঁী সেখানে স্বয়ং উপস্থিত থাকেন। ইহাও চওঁীতে উক্ত হইয়াছে— “ এ সব মাহাত্ম্য মম পাঠে, পারে সন্নিকটে রাথিতে আমায়।” শাক্ত সম্প্রদায় চণ্ডী-পাঠের এইরূপ অসীম ফলের কথা বিশ্বাস করেন। এইজন্ত প্রত্যেক শক্তের গৃহে পূজা পাৰ্ব্বণে—সক ধৰ্ম্ম-কৰ্ম্মেই চণ্ডী-পাঠ হইয়া থাকে। ইহা ব্যতীত, চণ্ডীর শ্লোক ময়ু-রূপে উচ্চারিত হয় । তন্ত্রে আছে— “ তস্মিন দেব্য স্তবে পুণ্যে মন্ত্রাঃ সপ্তশতং শিবে।" বেদ যেমন মন্ত্র-রূপে উচ্চারিত হইত, চণ্ডীও সেইরূপ মন্ত্র রূপে পাঠ করিতে হয়। বেদ-পাঠে এক্ষণে অল্প লোকেই সমর্থ। এখন