পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भांशंज्रा । ᎼᏔ%☾ “নিমেষ-মাঝারে নিঃশেষিত করে সমুদয় সেই সেনাগণ ।” শুম্ভ সে সংবাদ পাইয়। অপর দুই সেনানী চণ্ড ও"মুণ্ডকে পাঠাইলেন। চণ্ড-মুণ্ড সসৈন্তে যাইয়া দেবীকে আক্রমণ করিল। তখন দেবী অধিকার মহা ক্রোধ জন্মিল।-ক্রোধে তাহার বদন । মসীবর্ণ হইয়া গেল। এবং— “ফ্রকুট কুটিল আর ললাট-ফলক তার হইতে তখনি, - কৃপাণ-পাশ-ধারিণী, বহিরিলাকালীযিনি করাল বদনী ।” এইরূপে অধিকার ললাট হইতে কালীর আবির্ভাব হইল। পূৰ্ব্বে পাৰ্ব্বতীর দেহকোষ হইতে অম্বিকনিষ্ক্রান্ত হইলে, পাৰ্ব্বতী কালী হইয়া গিয়—কালিকা নামে হিমালয়ে অবস্থিতি করিতে ছিলেন। এক্ষণে অধিকার দেহ হইতে আর এক কালী নিক্রান্ত হইলেন। এই কালীই চণ্ড-মুণ্ডের সহিত ঘোর যুদ্ধ করিলেন; সমুদয় সেনাবল ধ্বংস করিয়া, পরেচওওমুণ্ডের শিরচ্ছেদ করিলেন। এবংসেই চওমুণ্ডের ছিন্ন শিরলইয়া গিয়া, দেবী অম্বিকাকে উপহার দিলেন – “কালিকা তখন তারে, ঘোর আর্টহাস্ত-ভরে, কহিলা বচন ;– এই মহাপণ্ড হুই— চণ্ড-মুণ্ডে আমি দিই, তোমা উপহার এই যুদ্ধ-যজ্ঞ তরে, নিজে গুম্ভ-নিশুম্ভরে করছ সংহার "