পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶ> Հ তোমা বিন রক্ষা করে নাহি হেন জন । আমার ভরসা মাত্র প্রভুর চরণ ॥ গোবিন্দ গোপাল গিরিধারী গদাধর । ত্ৰাণ কর এই বার হয়েছি কাতর ॥ এইরূপ বলি রাজা স্মরি চক্রপাণি । ভকস্মাৎ তথ। এই হৈল দৈববাণী ॥ যতদিন নৃপ তুমি থাকিবে কাননে। থাকিব তোমার সঙ্গে রক্ষার কারণে ॥ শুনিয়। আনন্দ বড় হইল রাজার । বন মধ্যে ভ্ৰমে সদা নির্ভয় আকার ॥ একদিন বনমধ্যে করে দরশন মংস্যঘাতী ধীবর আসিছে কতজন ॥ পাবর দেখিয় মৎস্য করেন যাচন । কিছু মংস্য দেহ আজি করিব ভোজন ॥ জেলে বলে কুক্ষণে ল’য়েছি জাল করে । * কিছুই না পাইলাম ফিরে যাই ঘরে ॥ রাজা বলে শুন সবে অfমীর বচন । পুনৰ্ব্বার ফেল জাল পাইবে এখন ॥ ত{ল বতালের স্তুতি করেন শ্ৰীবৎস । সকলে ফেলিয়। জাল পায় বহু মৎস্ত ॥ চতুর পবির জাল করিয়। বিস্তার । পুনৰ্ব্বার ফেলে জাল করিয়া স্বীকার ॥ পাইয় অনেক মীন কৈবর্তের গণ । জানিল সাধক বটে এই দুইজন ॥ সাদয়ে শলুক মৎস্য দিল নৃপতিরে । মৎস্য পেয়ে নৃপবর কহিল রাণীরে ॥ ক্ষুধার্ত হয়েছি রাণী কাতর জীবন । মৎস্য পোড়াইয়৷ দেহ করিব ভোজন ॥ শুনিয় কহেন রাণী যে আজ্ঞ তোমার । মীন পোড়। খেলে হয় শনি প্রতীক (র ॥ ইতিমধ্যে যুধিষ্ঠির করহ শ্রবণ । মায়; করি শনি মৎস্য করিল হরণ ॥ হরিম বিষাদে রাণী অনল জ্বলিল । যতন পূর্বক সেই মৎস্য পোড়াইল ॥ মীনদগ্ধ করি চিন্ত৷ চিন্তিলেন মনে । মৎস্তপোড় রাজহস্তে দিব বা কেমনে ॥ " Af বৃষভানুস্থতাং দেবীং বন্দে রাধাং জগৎ প্রসূৎ ॥ কপট চাতুরি করি, [ মহাভারত , حمص--- ক্ষীর ছান নবনীত যে করে ভোজন । বনে আলি মীনদগ্ধ খাবে সেইজন ॥ কিরূপেতে এই ছাই পেতে দিব তারে শতেক ব্যঞ্জন হয় যাহার আহারে ॥ এতেক চিন্তিয়া চিন্ত মান ল’য়ে করে । ধুইয়া আনিব বলি গেল সরোবরে ॥ জলেতে ধুইতে পোড়া মৎস্য পলাইল । ইহ দেখি চিন্তাদেবী কান্দিতে লাগিল । হাহাকার করি রাণী কন্দে বিনাইয়৷ ৷ কি বলিবে মহারাজ এ কথা শুনিয়া । ংক দেখেছে কে শুনেছে পোড়। মৎস্য বাঃে কি হইবে মম ভাগ্যে ন জানি কি আছে । শুনিয়া বিশ্বাস নাহি করবে ভূপতি । একে ত ক্ষুধাৰ্ত্ত রাজ হবে ক্রুদ্ধ অতি । বলিবেক তুমি মৎস্ত করেছ ভক্ষণ । পলাইল বলিয়া করহ প্রতারণ ॥ হায় বিধি এত দুঃখ ঘটালে আমায় । এখলে রয়েছে প্রাণ নাহি কেন যায় । শুনিয়া হাসিয় রাজ রাণীকে কহিল এ বড় আশ্চর্য্য কথা শুনিতে হইল ।

  • ,৭ংলর প্রতি শনিপ & 3 দেশ । অন্তর ক্ষে থাকি শনি, কহিল আকাশব প। শুন শুন শ্ৰীবৃংস নৃপতি ।

• আমি ছোট লক্ষী বড়, তুমি কহিয়াছ পড়. তার শাস্তি করিব সম্প্রতি ॥ সম্পত্তিতে করিগর্বব, আমারে দেখিলে পদ, আমি তব কি করিতে পারি যেই লজ্জ দিলে মারে,সে কথা কহিবক রে, শুন দুষ্টমতি মনকারী ॥ পণ্ডিত ধাৰ্ম্মিক জ্ঞানে, আইলাম তব স্থানে তুমি ত করিবে স্ববিচার । মম গুণ পরিই বঁ, তুমি দুঃখ দিয়াছ অপার ॥ কি ক’ব দুঃখের কথা, স্মরণে মরণ ব্যথা, | রহিবেক হৃদয়ে আমার ।