পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—arপমাত্ৰ-রাশের খ্যান=কোমলাঙ্গ বিশালাক্ষামন্দ্ৰনীলসমপ্রভয় কথা হৈতে আসিয়াছ কোন মহাজন । সভ্য করি কহ ৰাছ মোর নিবেদন ॥ নলিনীর বিনয় শুনিয়া নৃপমণি । এহিতে লাগিল রাজা আপন কাহিনী ॥ <ণিজ্যে আইনু আমি করিতে ব্যাপার। চেঙ্গ; ছবি হয়ে দুঃখ হইল আমার ॥ e"গ্য হেতু প্রাণ পাই তেঁই আসি কূল । আমার ভাবনা মিথ্যা ভবিতব্য মূল ॥ শুনিয়; মালিনী কহে শুন মহাশয় । থকেহ আমার ঘরে নাহি কিছু ভয় ॥ শুভ গ্ৰহ হৈল তব দুঃখ অবসান । নহে কেহ নৌকা ডুবি পাইয়াছে প্রাণ ॥ আর কেহ নাহি বাপু বঞ্চি একাকিনী । মঃ গুহে ভাগিনেয় ভাবে থাক তুমি ॥ এমনে রহিল তথা শ্ৰীবৎস নৃপতি । শুন অপূৰ্ব্ব কথা ধৰ্ম্ম নরপতি ৷ i নেপর্বে ষ্ট্রবংসের পুণ্য উপাখ্যান । *“রাম দাস কহে শুনে পুণ্যবান ॥

  • 'র মালিনী আলয়ে স্থিা ও । গল'র কথা শুনি, আনন্দিত নৃপমণি, .

হুন্ট হৈয়া গেল সেই বাসে । ধ ন সনি দিল, নৃপতি রন্ধন কৈল, বঞ্চে রায় কৌতুক বিশেষে ॥ রুপে নৃপবর, রহিল মালিনী ঘর, আছে রায় কেহ নাহি জানে । গুণ ধৰ্ম্ম মহাশয়, শুভকাল ঘবে হয়, শুভ তার হয় দিনে দিনে ॥ * * বিধির কৰ্ম্ম, কেবা তার বুপে মৰ্ম্ম, . স্থজন পালন তার হাত । এর হয় অংশ, আরবার করে ধ্বংস, , কৰ্ম্মযোগে করে যাতায়াত ॥ * জন্মে পুনঃ মরে, এইরূপে ফিরে ঘুরে, . তথাচ না বুঝে মূঢ় জন । * ° করে অপহরে, কুকৰ্ম্ম কতেক করে, । iস্থর কৰ্ম্ম নছে এতক্ষণ ॥ জন্মাবধি কৰ্ম্ম তার, বর পেয়ে লুপস্থত, S)ను és আশ্চৰ্য্য শুনহ রাজা, সেই দেশে মহাতেজা, বাহুদেব নামে নৃপবর । ভদ্র নামে তার কন্যা, রূপে গুণে মহীধন্য, সৌজন্তেতে দ্রৌপদী দোসর ॥ - শুন বলি গুণাধার, হরগৌরী করে আরাধন । কঠোর করিল যত, বিস্তারিয়া কব কত আরাধয়ে করি প্রাণপণ ॥ স্তবে তুষ্ট হৈমবতা, বলিলেন ভদ্রাবতা, বর মাগ চিত্তে সাহ লয় । শুনিয়া রাজার স্থত, হইল আনন্দযুত, প্ৰণমিয়া করয়োড়ে কয় ॥ " শুন মাত ব্ৰহ্মময়, গতি নাই তোমা বঙ্গ, তরাইতে হবে এ দাসীরে । বর যদি দিবে তুমি, শ্ৰীবৎস নৃপতি স্বামী, এই বর দেহ স; আমারে ॥ তুষ্ট হয়ে হরিপ্রিয়, কছিলেন আশ্বাসিয়, তব ভাগ্যে হবে নৃপবর । তত্ত্ব কথা কহি শুন, আসিয়াছে সেই জন, রম্ভাবতী মালিনীর ঘর ॥ তারে বরমাল্য দিয়া, হুগে ঘর কর নিয়া, বর দেই গ্লিমত তব । হইয়া আনন্দৰ্যত, দেবী পুজে করিয়া উৎসবে ; শ্ৰীবৎস চিন্তার কথা, অরণ্যপৰ্ব্বতে গাথা, শুনিলে স্পৰ্ম্ম হয় মাশ । কমলfকit স্তর স্ত্র ৩, স্থজনের মনঃপূত, কাশীরাম দাস ॥ ৰূল : , S SJSJSJSBB KJSB SBBDD S শুন শুন মহরিজ সরহ শ্রবণ । মালিনী ভবনে পূপে 21:খস রাজন ॥ ম!ল গাথি করে রাজ। কালের হরণ । ফুল ফল জলে রাজ পুঞ্জে নারায়ণ ॥ কায়মনোবাক্যে রাজা নাছি ধৰ্ম্ম ত্যক্তে । আপনা গোপন করি রহে ধৰ্ম্মরাক্তে ॥