পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬৮ মতান্তরে গুরুর ধ্যান—শুদ্ধ স্ফটিকসঙ্কাশং শুদ্ধ ক্ষেীমবিরাজিতং । [ মহাভারত । শ্যেন কপোত উপাখ্যান । লোমশ বলেন ডাকি ধৰ্ম্মের নন্দনে । শ্যেন-কপোতের কথা করহ শ্রেবণে ॥ এই বিতস্তা নদী শিবিরাজ্য দেশে । সারস সারসী ক্রীড়া করিছে উল্লাসে ॥ উশনীর নামে নৃপ আছিল তথায় । ৰঞ্জ অনুষ্ঠানে ইন্দ্র পরাভব পায় ॥ অগ্নি সনে যুক্তি করি অতি সঙ্গোপনে । শ্যেল ও কপোত রূপে ছলিতে রাজনে ॥ ধরিল কপোতরূপ দেব হুভাশন । দেবরাজ শ্যেন রূপ করিল ধারণ ॥ সভাতলে যজ্ঞে ব্র ঠী আছিল রাজন । শ্যেন ভয়ে কপোতক লইল শরণ ॥ ছদ্মবেশী কপোতক কহিল রাজায় । লইনু শরণ প্রভু রাথ ঘোর দায় ॥ কপোতে ব্যাকুল হেরি কহে উশীনর । তোমারে রক্ষিতে প্রাণ দিব কলেবর ॥ শ্যেন আপি কহে নৃপ একি আচরণ। মোর ভক্ষে রক্ষ তুমি কিসের কারণ ॥ রাজা বলে পক্ষীরাজ কি করিব আমি । অনর্থক ন বুঝিয় নিন্দ মোরে তুমি ॥ কপোত প্রণের ভয়ে ল’য়ে ছ শরণ ! কেমনে কালের করে করিব আপণ ॥ শ্যেন বলে মহারাজ করই অগ্রবণ । ক্ষুধায় আকুল আমি না স্বরে বচন ॥ ক্ষণেক বিলম্ব হুঙ্গলে যাবে মম প্রাণ । এত শুনি সকাতরে কহিল রাজন ॥ অস্ত খাদ্য খাও তুমি রহিব জীবন । বৃষ মৃগ ছাগ মেয় গাহ অকিঞ্চন । শ্যেন বলে অন্য মাংস নাহি মোরা খাই । কপোত মোদের গাদ্য দেহ মোরে তাই ॥ কপোত যদ্যপি তব স্নেহের ভাজন । নিজ মাংস দাও মোরে কপোত সমান । তব মাংস কপোতে ; তুল্য যদি হয় । সেই মাংসে তৃপ্ত হব শুন মহাশয় ॥ উশনারের মাংস দান ও স্বর্গে গমন । উশীনর নৃপমণি, আশ্রিতে রক্ষিনু জানি, তুলাযন্ত্ৰ আনিয়া সত্বরে । উরুদেশ খণ্ড করি, মাংস দেয় তুল্য করি, কপোতের তুল্য করিবারে । | দেয় মাংস রাশি রাশি, তবু হয় ভার বেশি, হুতাশন কপোতের ভারে । ক্ষণকাল চিন্তা করি, উশনীর হরি স্মরি, তুলে বৈসে নিজে ত্বর করে ॥ হেরি হেন নৃপ মতি, শোনরূপী সুরপতি, কহিলেন শুনহে রাজন । স্বরপতি মম নাম, রাজ্য করি স্বরধাম, i কপোত বেশেতে হুতাশন । ধাৰ্ম্মিকতা দেখিবারে,মোর দাহে ছল ক’রে, আসিয়াtছ তোমার সদন । হেরি তব ধন্ম নিষ্ঠ, হইলাম বড় তুষ্ট, কহি শুন মোদের বচন ॥ নর জ্বালা হৈল নাশ, স্বশরীরে স্বৰ্গবাস, হৈল তব শুন নরপতি । ত্যজিয়া সংসার মায়, ধরিয়া দেবের কার. চল চল মোদের সংহতি ॥ শূন্য হতে রথ আসে, চলিল অমর বাদে যজ্ঞের প্রভাবে উশনের । অপলরী যোগিনা কত, দেবাদি কিন্নরা যত পুষ্প বৃষ্টি করেন অমর ॥ ভীমের পদ্মান্বেষণে গমন ও হনুমানের সহিত সাগst২ জন্মেজয় জিজ্ঞাসিল কহ মুনিবর। চারি ভাই কি কৰ্ম্ম করিল অতঃপর ॥ স্বগেতে রহিয়া কি করিল ধনঞ্জয় । কত দিনে একত্র সবার মিল হয় ॥ বলেন বৈশম্পায়ন শুন কুরুবর । কৃষ্ণাসহ কাম্যবনে চারি সহোদর ॥