পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাম্বোক্ষশক্তি-সংযুক্তং শুক্লাভরণভূষিতং ॥ দেখিয়া নিৰ্ম্মল জল । बनच्र्र"। ] । צרס উচ্চ সব শাখ, বিস্তারে অলেখা, | স্নান করি হৃষ্ট, পূজা কৈল ইষ্ট নব জলধর অভিt ॥ কৌতুকে তুলে কমল । দপ্ত শৃঙ্গ তথা, শোভ করে যথা, দেখি পরস্পর, কহে অনুচর, তাহে নানা তরুগণ । | কুবের কিঙ্কর যত । পবন-নন্দন, আনন্দিত মন, দেবের উদ্যানে, ভয় নাছি মনে, হুখে কৈল আরোহণ ॥ দেখি যে অজ্ঞানবত ॥ প্রতি শৃঙ্গে পক্ষ, মৃগ লক্ষ লক্ষ, কেহ বলে উঠ, না করিহ হঠ পশুগণ অগণিত । | কমল কনক ফুল । নানা পুষ্প বনে, মধুকরগণে, অল্পতর প্রাণ, মানুষ অজ্ঞান মধুপানে আনন্দিত ॥ | কি জানে ইহার মুল ৷ কোকিল কাকুলি, গুঞ্জরিছে অলি, কেহ সাধুজন, মধুর বচন বিবিধ বিহঙ্গ রব । | কহে ভীমসেন প্রতি । দেখে নানা স্থানে, সকল সোপানে, কহ মহামতি, কাহার সন্ততি দেবের আশ্রম সব t | কি হেতু হেথা আগতি ॥ . তাহার উত্তৰ, রম্য সরোবর, ! এই সরোবর, যক্ষের ঈশ্বর সুবৰ্ণ পঙ্কজ বন । ঈশ্বর ইহার হয় । # দক্ষিণ পবন, বহে অনুক্ষণ, দেখি সাধু হেন, ভাল মন্দ জানঃ আমোদে মোহিত মন ॥ কারে নাহি কর ভয় ॥ ; গন্ধ অনুসারে, চলিল উত্তরে, ভীম বলে মোর, নাম বৃকোদর, পুষ্প হেতু মহাবুদ্ধি । পাণ্ডুর নন্দন আমি । o দেখি সরোবর, বীর বৃকোদর, ভয় নাহি মনে, এ তিন ভুবনে জানিল যে কাৰ্য্যসিদ্ধি ॥ স্বচ্ছন্দে সৰ্ববত্র ভ্ৰমি ॥ ; সুবাসিত জলে, কনক কমলে, ক্ষিতিপাল শ্রেষ্ঠ, মম ভাই জ্যেষ্ঠ, মধুপান করে ভূঙ্গ । যুধিষ্ঠির মহারাজা । o তথ৷ লাখে লাথ হংস চক্ৰবাক, । পুষ্প অনুসারে, পাঠান আমারে বিহরে রমণী সঙ্গ । করিবেন দেবপুজা ॥ § কারগুব বৃন্দ, পরম আনন্দ, । পুষ্প লৈয়া আমি, যাব শীঘ্র সবাই সানন্দ হ’য়ে । করিতে ঈশ্বর-সেবা । মঞ্জি মনো ভবে, কেলি করে সবে, অন্য কৰ্ম্ম নয়, কি কারণে নিজ পরিবার ল’য়ে ॥ - এমত দুর্ববল কেবা ॥ তথা লক্ষ লক্ষ, যক্ষরাজ পক্ষ, অনুচর কয়, _ хује зу আছয়ে রক্ষক লক্ষ । যক্ষরাজে গিয়া বল । মানিয়া বিস্ময়, ভীমসেন কয়, নহিলে বলহ, করিবে ক কখন এ•নহে লক্ষ্য । তবে কি হইবে ভাল ৷ নির্ভস্থ শরীর, বৃকোদর বীর, হাসি বৃকোদর, কছে ওছে কি হেতু বাইবে তথা ।