পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] রোগং শোকং পাপং তাপং । হরমে ভগবতি কুমতি কলাপং ॥ ৩৯৯ --سـے لیے লের বিনা অন্য জন ইথে নহে শক্য । সহায় সম্পদ তুমি, তুমি সে সপক্ষ ॥ চিন্তায় কিছুই আর নাহি প্রয়োজন । নমূল্যে কিনিলে তুমি রাজা দুৰ্য্যোধন ॥ মূল পুনঃ কহে রাজা গদগদভাষ। কুমদথ কহে শুনি বচন প্রকাশ ॥ *ঞ্চ কারণে এত কথা বল নরপতি । আবশ্ব পালিব যে তোমার অনুমতি ॥ এই আমি চলিলাম কাম্যক কানন । প্রাণপণে সাধিব তোমার প্রয়োজন ॥ এত শুনি তুষ্ট হৈল প্রধান কৌরব । সঞ্জাইয়া দিল রথ করিয়া গৌরব ॥ সবারে সম্ভাধি বীর চড়ে গিয়া রথে । সলাইয়া দিল কামাকাননের পথে ॥ লাইতে যাইতে রথে করিল বিচার । রাজার সাহসে আমি কৈলু অঙ্গীকার ॥ পড়িলে ভীমের হাতে না হবে নিস্তার । ঈশ্বর করেন যদি হবে প্রতাকার ॥ এইরূপে জয়দ্ৰথ চিন্তাকুল মনে । উপনীত হল গিয়া মহাঘোর বনে ॥ ছুদিকে কানন শোভা মধ্য দিয়া পথ । নানা বর্ণ হবাপিত পুষ্প কত শত ॥ বিবিধ কুস্থমে দেখ শোভিয়াছে বন । যকরন্দ পান করে মুখে অলিগণ ॥ বিবিধ অনেক শোভা দেখিয়া কাননে । 5fমjবন নিকটে আইল কতদিনে ॥ গগন কানন হেন দেখি কাম্যবন । পণিক আশ্রম তথা দেখে মুনিগণ । হণে স্থানে দেখিলেন দেবের আশ্রম । ইবিধ বিহঙ্গম করে নানা ক্রম ৷ **ণ কৌতুক মনে কারতে ভ্রমণ । *হরিল কতক্ষণে যথা পঞ্চজন ॥ iধর নিকটে লুকাহল জয়দ্ৰথ । "এ চাই থাকে বার নিরাধয়৷ পথ ॥ **ণ সমান জানি ভাম ধনঞ্জয় । **টে বাইতে নাৱে পরাণের ভয় । হেনমতে তথা রহে করিয়া গোপন । একদিন শুন রাজা দৈবের ঘটন ॥ দ্রৌপর্দাহরণ ও ভীমহস্তে জয়দ্রথের অপমান । শুন জন্মেজয় রাজা দৈবের ঘটন। জয়দ্ৰথ গোপনে রহিল কাম্যবন । উঠিয়া প্রভাতকালে ভাই দুহজন । রাজার নিকটে রাখি মন্দ্রিীর নন্দন ॥ মৃগয়া করিতে যায় ভীম ধনঞ্জয় । | স্নান হেতু যান ক্রমে বিপ্র সমুদয় । পরে চলিলেন স্নানে ভাই তিনজন । বসিয়া দ্রৌপদী এক করেন রন্ধন ॥ জয়দ্ৰথ দেখিলেন শূন্য মে মন্দির । জানিয়া সময় তথা গেল মহাপার ॥ কুড়ের দুয়ারে গিয়। রাখিলেক রথ । যাজ্ঞসেনী দেখিলেন আসে জয়দ্ৰথ | রথ হ’তে ভুমিতে নামিল মহাবীর । কুটুম্ব জানিয়া কৃষ্ণ হইল বাহির । মনেতে জানিল এই অপুৰ্ব্ব অতিথি । পুজা হেতু চিন্তা তার করে গুণবতী ॥ শূন্যালয় মন্দির, না ছিল কোন জন । আপনি আনিয়া দিল দিব্য কুশাসন ॥ পাদ প্রক্ষালন হেতু আনি দিল জল । জিজ্ঞাসা করিল কহু ঘরের কুশল ॥ কোথা হৈতে আইলে ঘাইবে কোন দেশে । এ বনে আঙ্গলে কোন প্রয়োজন বশে ॥ জয়দ্ৰথ বলিল নাহিক কোন কায । ভেটিবারে আসিলাম ধৰ্ম্ম মহারাজ ॥ একমাত্র দেখি তুমি করিছ রন্ধন । কহ দেখি কোথা গেল ধ“েমৰ্ম মন্দন ॥ কোন কথ্য হেতু গেল ভাম ধনঞ্চয় । ব্রাহ্মণমণ্ডলা কোথ। মাদ্রর তনয় ॥ কৃষ্ণ বলে মানে গেল ব্রাহ্মণ-সমাজ । সহদেব নকুল সহিত ধৰ্ম্মরাজ ॥ ! ভামার্জন বনে গেল মৃগয়া কারণ। মুহূর্তেকে এখনি আসিবে সৰ্ব্বজন ॥