পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 о о দ্রৌপদীর মুখে শুনি এ সব বচন । তুষ্ট জয়দ্রথের চঞ্চল ভৈল মন ॥ চতুর্দিকে চাহে কেহ নাহিক কোথায় । চঞ্চল হইয়৷ বার ঘন ঘন চায় ॥ নিকটে আছিল কৃষ্ণ তুলি নিল রথে । শীঘ্ৰগতি চলাইল হস্তিনার পথে ॥ কৃষ্ণ বলে দুষ্ট কৰ্ম্ম কর কুলাঙ্গার । বুঝিলাম কাল পূণশহুইল তোমার ॥ বড় বংশে জন্মিয় করহ নীচ কৰ্ম্ম । মুহূর্তে এখনি তার ফলিবেক ধৰ্ম্ম ॥ যাবৎ পুরুষ সিংহ ভাম নাহি দেখে । প্রাণ ল’য়ে নাও শীঘ্র ছাড়য়। আমাকে ॥ আরে দুষ্ট কি হেতু হুইল মতিচ্ছন্ন । নিশ্চয় তোমার কাল হইল সম্পূর্ণ ॥ ভ{ারে অন্ধ ভাল মন্দ জ1={হ লক ল । হেন কৰ্ম্ম কর যাতে ফ- য়ে সুফল ৷ পরপক্ষ জনে মাদ তালি করে রণ । সাহায্য করিয়া তাকে রাগে বন্ধুগণ ॥ তোর ক্রিয় শুনি লোক কর্ণে দেয় কর । হেল ইরাচীর তুই অধম পামর । হেনমতে অনেক কহিল যাওড্রসেনী । চোর। নাহি শুনে কণ্ডু ধৰ্ম্মের কাহিনী । ভাল মন্দ জয়দ্ৰথ কিছু নাহি কহে । চালাইঞ্চ দিল রথ তিলেক না রহে ॥ দ্রৌপদী দেখিল তবে পড়িলু বিপাকে । গোবিন্দ গোবিন্দ বলি পরিত্রাই ডাকে ॥ কি জানি কৃষ্ণের পায় কৈন্তু অপরাধ ! Lস কারণে হৈল মম এতেক প্রমাদ ॥ (কাথ। গেল মহারাজ ধৰ্ম্ম-অধিকারী । কোথা গেল মাদ্রীপুত্র বিক্রম কেশরী ॥ ভুবনবিজয়ী কোথা পার্থ মহামতি । তোমার রক্ষিত জনে হৈল হেন গতি ॥ পরিত্রাহি ডাকে কোথা ভীম মহাবল । দুষ্টজনে আসি দেহ সমুচিত ফল ॥ তোমরা যে পঞ্চ ভাই রছিলে কোথায় । জয়দ্ৰথ মন্দমতি বলে ল’য়ে যায় ॥ ত্রিভুবনসারে বম্বধাহারে। ত্বমসি গতিমম খলু সংসারে । [ মহাভারত । | শূন্যালয়ে আছি দুষ্ট জানিয়া ধরিল । সিংহের বনিতা নিতে শৃগালে ইচ্ছিল । সকল লোকের সাক্ষী দেব বিকৰ্ত্তন । আজন্ম জানহ তুমি সবাকার মন ॥ কায়মনোবাক্যে যদি আমি হই সতী ! ইহার উচিত ফল পাউক দুৰ্ম্মতি ॥ এইমত ঘাঞ্জসেনী পাড়িছে দোহাই । হেনকালে আশ্রমে আইল তিন ভাই । শূন্যালয় দেখিয় সনেতে হৈল স্তব্ধ । শুনিলেক দ্রৌপদীর ক্ৰন্দনের শব্দ ॥ ব্যগ্ৰ হ’য়ে তিন ভাই ধনু ল’য়ে হাতে । শব্দ অনুসারে ধায় শীঘ্ৰ সেই পথে ॥ চিন্তাকুল ধায় সবে না দেখেন পথ ; দূর হৈতে দেখিল পলায় জয়দ্ৰথ ॥ ভয় নাই বলিয়৷ ডাকয়ে তিনজন । হেনকালে দেখ তথ। দৈবের ঘটন । মৃগঞ্জ করিয়া আইদে ভাই দুইজন ৷ সেই পথে জয়দ্ৰথ করিছে গমন ॥ দূর হৈতে শুনিলেন ক্ৰন্দমের রোল । উদ্ধার করহ ভাম শব্দ এই বোল ॥ অৰ্জ্জুনে কহেন ভ:ম শুনি বিপরীত । হেথ যাজ্ঞসেনী কেন ডাকে আচাম্বত । কি হেতু আইলা কৃষ্ণ নির্জন কানণে । ন জানি হিংসিল আসি কোন দুষ্টগণে । কিম্ব কেবা বিরোধিল ধৰ্ম্মের তনয় । আকুল আমার মন গণিয়া প্রলয় ॥ ভীম বলিলেন কথা নাহি লয় মনে । কে যাইতে ইচ্ছা করে শমন-সদনে ॥ চল শীঘ্র ভাল নহে এ সব কারণ । সমুচিত ফল দিব জানি নিরূপণ ॥ এত বলি ছুই বীর যান বায়ুপ্রায় । শব্দ অনুসারে যান দ্রৌপদীর রায় ॥ হেনকালে দেখিলেন দূরে এক রথ । ধ্বজা দেখি জানিলেক যায় জয়দ্ৰথ ॥ তবে পার্থ মহারথ করেন স্মরণ । চিন্তামাত্রে_রখবর আইল তখন ॥