পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] ভে ভুবনেশ্বরি পুণ্যে ধন্যে। দেবি দ্রবময়ি মুনিবর-কন্থে। 82 (t রসূল হতভাগ্য মোরা পঞ্চজনে । সুরকাল দুঃখেতে অfজন্ম গেল বনে ॥ aম সবাকার দুঃখ নাছি করি মনে । saব কৰ্ম্মের ফলে বিধির ঘটন। রrড়পত্নী হয়ে কৃষ্ণ! সমান দুঃখিত । reারণ্যে ভ্ৰমে যেন সামান্য বনিত ॥ arর মধ্যে এমন নাহিক স্বশিক্ষিতা । .qপদ্ম শিল্পকৰ্ম্ম করণে দীক্ষিত ॥ সন রূপ তন গুণ একই সমান । কতবার কন্টেতে করিল পরিত্রাণ ॥ মজ দুঃপে দুঃখী নাহি হই তপোধন । দেীপদার দুঃখেতে কাতর অতি মন ॥ বশেষ অপূর্ব শুন আজিকার কথা । s্যালয় দেখিয়া আইল জয়দ্রথt ॥ রন্ধনে আছিল কৃষ্ণা দেখি শূন্তঘরে । চরিয়ু লইতেছিল হস্তিনানগরে ৷ সেহেতু ধাই পথে পঞ্চ সহোদর। চক্র নিমিষে তবে ধরি বৃকোদর ॥ ধরয় তাহার চুলে করিল লাঞ্ছনা । পরীণ রাখিল মাত্ৰ শুনি মম মান ॥ কেবল তোমার মুনি চরণ-প্রসাদে । নিমিসেতে উদ্ধার করিমু অপ্রমাদে ॥ এঈক্ষণে আশ্রমে আইনু পঞ্চজনে । নে কারণে বসে আছি নিরানন্দ মনে । REপ অসহ্য বজ নারীর হরণ । kর হইতে শ্রেষ্ঠ শতাংশে মরণ ॥ Fজি যে পাইনু দুঃখ নাছি পরিণাম । "ক না হবে দুঃখী আমার সমান ॥ পষ্টর রাজার এতেক বাক্য শুনি ।

তবে কহে মহামুনি ॥ "ইল যতেক কথা ধৰ্ম্মের নন্দন । * ইন বলিয়া ন লয় মম মন ॥ * 2;থ তোমার রাজ অরণ্য ভিতর ।

গ্ৰ চন্দ্র তুল্য সঙ্গে চারি সহোদর ॥ কুশন সংহতি যার যাজ্ঞসেনী নারী । ইমা কহিতে যার আমি নাহি পারি ॥ এতেক ব্রাহ্মপ নিত্য করা ও ভোজন । তুমি যদি বনবাসী গৃহী কোন জন ॥ দয়া সত্য ক্ষমা শান্তি নিত্য দান কৰ্ম্ম । পৃথিবী ভরিয়া-রাজা তোমার স্থকৰ্ম্ম ॥ নিশ্চয় কহিনু এই মম লয় মন । বহুমতী-পতিযোগ্য তুমি সে ভাজন ॥ আর যে কহিলা তুমি দুষ্ট জয়দ্ৰথ । দ্রৌপদী লইয়াছিল হস্তীনার পথ ॥ নারীতে এতেক কষ্ট কেহ নাহি পায় । কিন্তু দুঃখ নাহি মনে আমার তাঁহায় ॥ পর নয় জয়দ্ৰথ বন্ধু যারে বলি । হস্তিন আপন রাজ্য কুটুম্ব সকলি ॥ সবে গিয়া উদ্ধারিল হস্তিন না যায় । এ কোন কৃষ্ণার দুঃখ মম অভিপ্রায়ু ॥ দ্রৌপদী হইতে শত গুণেতে দুঃখিত। । , লক্ষীরূপ জনক-নন্দিনী নাম সীতা ॥ অনাদি পুরুষ র্যার পতি নারায়ণ । হরিয়া লইল তারে লঙ্কার রাবণ ॥ দশমাস ছিল বন্দী অশোক-কাননে । নিত্য নিত্য প্রহার করিত চেড়ীগণে ॥ তবে রাম মারিয়া রক্ষিস দুরাচীর । মহাক্লেশে করিলেন সাতার উদ্ধার ॥ দ্ৰৌপদী হইতে সাত দুঃখিত বিখ্যাত । যারে তারে জিজ্ঞাসহ কে না আছে জ্ঞাত ॥ চতুর্দশ বৎসর বনেতে মহাক্লেশে । জট বন্ধ পরিধান তপস্বীর বেশে ॥ দশমাস মহাকটি রামের বিচ্ছেদ । কি দুঃখ কৃষ্ণার রাজা কেন কর খেদ ॥ মর্কেণ্ডেয় মুখে এত শুনিয়া বচন । জিজ্ঞাসা করেন তবে ধর্মের নন্দন ॥ নিবেদন করি মুনি কর অবধান । শুনিবারে ইচ্ছ। বড় ইহার বিপণন ॥ জন্মিলেন কি হেতু মৰ্ত্তেতে নারায়ণ । কিমতে র্তাহীর সীতা হরিল রাবণ ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥