পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Չ 8 হস্তাজগভ্যাং কনককলসং ఆళాలెHiఆミ I [ মহাভারত । কন্যা দেখি নৃপতিরে কহে তবে মুনি চক্ষুৰীন শিশুপুত্ৰ নাহি অন্য জন। _ পরম হুন্দরী এই কাহার নন্দিনী ॥ অশ্বপতি বলে মুনি কি কহিব আর । জ্ঞাপত্য আমার এই কন্যা মাত্র সার ॥ মুনি বলে সৰ্ব্ব সুলক্ষণ তব স্থত । * বিবাহ দিয়াছ, কি আছে অবিবাহিত ॥ রাজা বলে শিশুমতি অত্যল বয়েস । যোগ্যালোগ্য ভালমন্দ না জানে বিশেষ ॥ বরিয়াছে কহিয়ে মুনির তপোবনে । নিরূপণ না জানি সন্দেহ আছে মনে ॥ ভাল হৈল ভাগ্যবশে আইল আপনি । চিরদিনে ঘুচিল মনের ধন্ধ মুনি ॥ নারদ কহিল তবে সাবিত্রীর প্রতি । কোন বংশে জন্ম-তরি কাহার সন্ততি ॥ সাবিত্ৰী কহিল দেব মুনির আশ্রমে । জু্যমৎসেনের পুত্র সত্যবান নামে ॥ নারদ কহিল আমি জানি সব বার্তা ; ভtহ ছাড়ি সাবিত্রী করহ অন্য ভর্ত ॥ সাবিত্ৰী কহিল পুৰ্ব্বে বরিয়াছি মনে । অন্যে বরি ভ্ৰষ্ট হৈব কিসের কারণে ॥ মুনি বলে দোষ নাই শুন মম কথা । সাবিত্ৰী কহিল মুনি না হবে অন্যথা ॥ পুনঃ পুনঃ দোহাকার এই বাক্য শুনি । ব্যস্ত হয়ে ভারে জিজ্ঞাসিল নৃপমণি ॥ তাহার বৃত্তান্ত শুনি কহ মুনিবর । কি কারণে বরিতে কহিলে অন্য বর ॥ কোন বংশে জন্ম তার, কাহার নন্দন । কহ শুনি মুনিবর ব্যস্ত মম মন ॥ নৃপতির মুখে শুনি এতেক বচন । কৃপাবশে কহিতে লাগিল তপোধন । সূৰ্য্যবংশে স্বরসেন রাজার সন্ততি । দু্যমৎসেন নামে রাজা অবস্তীর পতি ॥ মহিম। সাগর-মহারাজ গুণবান । পৃথিবীতে নাহি শুনি তাহার সমান ॥ খণ্ডন না যায় রাজা দৈবের নির্ববন্ধ । - কতদিনে নৃপতির চক্ষু হৈল অন্ধ ॥ সময় পাইয় রাজ্য নিল চক্রীগণ । ভাৰ্য্যা পুত্র সহিত করিল বনবাস । মহাক্লেশে আছে সৰ্ব্ব স্বখেতে নিরাশ ॥ বিচার করিয়া দেখ দৈবের সংযোগ । শরীর ধরিলে হয় দুঃখ-স্থখ-ভোগ ॥ রাজা বলে কৃতাৰ্থ করিলে তপোধন । এই চিন্তা করি সদা নিরানন্দ-মন ৷ ঃখ সুখ শরীরের সহযোগে জন্ম । সময়ে প্রবল হয় আপনার কৰ্ম্ম ॥ ভাল মন্দ আপন ইচ্ছায় কিছু নয় । দৈবের সংযোগ সেই যখন যে হয় ॥ বরযোগ্য বটে যদি সেই সত্যবান । অজ্ঞা কর সাবিত্ৰী কন্যারে করি দান ॥ মুনি বলিলেন এতে বাধা করি আমি। পুনঃ পুনঃ আমারে জিজ্ঞাসা কর ভূমি। কুলে শীলে রূপে গুণে তোমা হৈতে শ্রেষ্ঠ। সকল সুন্দর বটে একমাত্র কষ্ট ॥ আজি হৈতে যাবৎ বৎসর পূর্ণ হয় । সেই দিনে সত্যবান মরিবে নিশ্চয় ॥ কহিনু ভবিষ্য কথ। যদি লয় মনে : যোগ্য দেখি কস্তাদান কর অন্য জনে ॥ শুনিয়া মুনির মুখে এতেক ভারতী । কহিতে লাগিল অশ্বপতি মহামতি ॥ কদাচ কর্তব্য মম নহে এই কৰ্ম্ম । বালকের ক্রীড়ায় নাহিক ধৰ্ম্মাধৰ্ম্ম ॥ ধনে মানে কুলে শীলে হবে গুণবান । বিচার করিয়৷ তারে দিব কন্যাদান ॥ দোষ না থাকিবে তার হবে রাজ্যেশ্বর । এমত পাত্ৰেতে কন্যা দিব মুনিবর ॥ কন্যাদানকর্তা পিতা আছে পূৰ্ব্বাপর । তাহে যদি মন নছে হবে স্বয়ম্বর ॥ আনাইব পৃথিবীর যত নৃপচয় । দেখিয়া বরিবে কন্যা যারে মন লয় ॥ অল্প আয়ু কি হেতু বরিবে সত্যবান । বিশেষ বৈধৱ্য-দুঃখ মরণ সমান ॥