পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հե যে কিছু কহিলে প্রভু সব জানি আমি । কেবা কার ভাই বন্ধু কেবা কার স্বামী ॥ সহজে সংসার মিথ্যা বিশেষ আমার । মায়াপাশে কি হেতু যাইব পুনৰ্ব্বার ॥ কালপুর্ণে মরে পতি দুঃখ নাহি ভাবি । সকলে মরিবে, নহে কেহ চিরজীবী । এইমত ব্ৰহ্মাণ্ড মধ্যেতে যত জন । জনম লভিলে হয় অবশু মরণ ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম অনুসারে কুখ-দুঃখ ভোগ । নিজ ইচ্ছা নহে, করে বিধির সংযোগ ॥ আপনার স্বকৰ্ম্ম ভুঞ্জিবে মোর পতি । আমার কি সাধ্য করি তার উৰ্দ্ধগতি ॥ আপনি আপন বন্ধু যদি রাখে ধৰ্ম্ম । আপনি আপন শক্ৰ করিলে কুকৰ্ম্ম ॥ সুখ দুঃখ ধৰ্ম্মাধৰ্ম্ম সদা অনুগত । পুৰ্ব্বাপর নিয়মিত আছে শাস্ত্রমত ॥ সে কারণে প্রাণপণে করিবেক ধৰ্ম্ম । সতের সঙ্গতি হৈলে করে নানা কৰ্ম্ম ॥ সংসারের সার সঙ্গ বলে মুনিগণে । সঙ্গদোষে চোর হয়, সাধু সঙ্গগুণে ॥ সাবিত্রীর মুখে শুনি এতেক ভারতী । পরম সস্তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি ॥ ৭ পৃথিবীতে সাধবী তুমি নৃপতির স্থত । তোমার জননী ধন্য, ধন্য তব পিতা ৷ শ্রবণে শুনিমু তব বাক্য স্বধারস + বর লহু সাবিত্ৰী হইমু তব বশ ॥ সত্যবানে ছাড়ি তুমি মাগ অন্য বর । যাহা ইচ্ছা মাগি লও আমার গোচর ॥ সাবিত্ৰী কছিল যদি হৈলে কৃপাবান । অপুত্ৰ আছেন পিতা দেহ পুত্ৰদান ॥ যম বলে তারে আমি দিনু পুত্রবর। ষাও শীঘ্ৰগতি তুমি আপনার ঘর ॥ সাবিত্রী কহিল' শুন মম নিবেদন । তব সঙ্গ ছাড়িতে তিলেক নাহি মন ॥ সতের সঙ্গতি যেন কাশীর নিবাস । আমারে করিতে চাহ ইহাতে নিরাশ ॥ " রখাঙ্গশখাঞ্চিত বাহুযুগং জামুৰ্যন্তস্তকরং ভজামঃ। [ মহাভারত পূর্ব-পিতৃ পুণ্যবলে নিজ ভাগ্যবশে। তোমা হেন গুণনিধি পাই অনায়াসে ॥ ইহা হৈতে কৰ্ম্মবন্ধ ন হইবে ক্ষয় । জানিলু আমারে বাম বিধাতা নিশ্চয় ॥ এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি। অমৃত অধিক শুনি তোমার ভারতী ॥ পুনঃ পুনঃ আনন্দ জন্মাও মম মনে । বর মাগ বিনা সত্যবানের জীবনে ॥ সাবিত্ৰী কহিল যদি কৃপা কৈলে মোরে । শ্বশুর আছেন অন্ধ চক্ষু দেহ তারে ॥ শমন কহেন চক্ষু হইবে তাহার । রজনী অধিক হয় যাও নিজাগার ॥ রাজার নন্দিনী কহে সব জীন তুমি । সংসার-বাসনা কভু নাহি করি আমি ॥ ন চাহি তনয় বন্ধু নাহি চাহি পতি আজ্ঞা কর সতত ধৰ্ম্মেতে রহে মতি ॥ এত শুনি তুষ্ট হয়ে কহে দণ্ডপাণি । পরম স্থলীলা তুমি রাজার নন্দিনী ॥ তব বাক্যে আনন্দ হইল মম মন । বর মাগ বিনা সত্যবানের জীবন ৷ সাবিত্ৰী কহিল আর না করিব লোভ । লোভে পাপ পাপে মৃত্যু পাছে হয় ক্ষোভ। সে কারণে বর নিতে ভয় বালি মনে । শুনিয়া কৌতুকে যম কহে সেইক্ষণে ॥ সত্যবানের জীবন ছাড়িয়া অন্য বর । যাহা ইচ্ছা মাগ তুমি আমার গোচর ॥ সাবিত্রী কহিল বর মাগি যে শমন । রাজ্যহীন আছে রাজা দেহ রাজ্যধন ৷ যম বলে পুনঃ রাজ্য পাবে নৃপবর । বিলম্ব নাহিক কার্য্য যাহ নিজ ঘর ॥ সাবিত্ৰী কহিল শুন মম নিবেদন । অবশ্য হইবে যাহা বিধির স্বজন ॥ মায়াতে মোহিত সবে সভ্যপথ ত্যজে । ঘর ঘোর বিপদ-সাগরে মাত্ৰ মজে | আমার আমার করি বলে সৰ্ব্বজন । মিথ্যা ঘর পরিবার মজাইয়া মন ।