পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৮ দক্ষিণাধস্তথা মাল৷ বামাধশচ তথা ক্ৰচ । মূৰ্ত্তিমতী হইয়া তথায় আছে সবে । তড়াগ পুকুর আদি বরুণেরে সেবে ॥ চারি মেঘ বৈসে তথা সহ পরিবার । কহিতে না পারি কত যত বৈসে আর ॥ কুবেরের সভা রাজা কর অবধান । কৈলাস শিখরে বিশ্বকৰ্ম্মার নিৰ্ম্মাণ ॥ শতেক যোজন দীর্ঘ বিস্তার সত্তরি। নিবসে গুহক যক্ষ কিন্নর কিন্নরী ॥ চিত্রসেনা রঞ্জ ইর। ঘৃতাচী মেনকা । চারুনেত্ৰ উৰ্ব্বশী বুদবুদী চিত্ররেখা ॥ মিশ্রকেশী অলম্বষ৷ এই মহাদেবী । নৃত্য গীত বাদ্যে সদা কুবেরেরে সেবি ॥ গন্ধৰ্ব্ব কিন্নর যক্ষ আছে লক্ষ লক্ষ । প্রেত ভূত পিশাচ রাক্ষস দিব্য রক্ষ ॥ ফলকক্ষ ফলোদক তুম্বুরু প্রভূতি । হাহা হুহু বিশ্বাবস্থ বিস্ব চিত্ৰসেন"কৃতী ॥ চিত্ররথ মহেন্দ্র মাতঙ্গ বিদ্যাধর । বিভীষণ স্থিতি সদা সহ সহোদর ॥ ফণা ধরে নাগগণ মূৰ্ত্তিমন্ত হৈয়া । হিমাদ্রি মৈনাক গন্ধমাদন মলয় ॥ আমিও থাকি যে, আম তুল্য বহু আছে । উমা সহ সদানন্দ সদা তার কাছে ॥ নন্দী ভূঙ্গী গণপতি কাৰ্ত্তিক বৃষভ । পিশাচ খেচর দানা শিবাগণ সব ॥ আর যত আছে তাহা কহিতে কে পারে । কহিব ব্ৰহ্মার সভা শুন অতঃপরে ॥ পূৰ্ব্বে দেবযুগে দিবা নামে দিবাকর । ভ্ৰমেন মনুষ্যলোকে হ’য়ে দেহধর ॥ আচম্বিতে অামারে দেখিয়া মহাশয় । দিব্যচক্ষে জানিয়া নিলেন পরিচয় ॥ ব্ৰহ্মার সভার গুণ কহিলে আমারে । শুনিয়া হইল ইচ্ছা সভা দেখিবারে ॥ র্তারে জিজ্ঞাসিলাম করিয়া সবিনয় । কিমতে ব্ৰহ্মার সভা মম দৃশ্য হয় ॥ বলিলেন সহস্ৰ বৎসর ব্ৰতী হৈয়া । করহ কঠোর তপ হিমালয়ে গিয়া । [ মহাভারত । -= শুনি করিলাম তপ সহস্ৰ বৎসর। পুনৰ্ব্বার আইলেন দেব দিবাকর ॥ আমা সঙ্গে করিয়া গেলেন ব্ৰহ্মপুরী । দেখিলাম যাহা, তাহা কহিতে না পারি। তার অন্ত নাহিক, নাহিক পরিমাণ । মানসিক সেই সভা ব্ৰহ্মার নিৰ্ম্মণি ॥ চন্দ্র সূৰ্য্য জিনিয়া সে সভার কিরণ । শূন্তেতে শোভিছে সভা না যায় নয়ন ॥ তথায় থাকিয় বিধি করেন বিধান । প্রজাপতিগণ থাকে তার সন্নিধান ॥ প্রচেতা মরীচি দক্ষ পুলহ গৌতম । আঙ্গিরা বশিষ্ঠ ভৃগু সনক কর্দম ॥ কশ্যপ বশিষ্ঠ ক্রতু পুলস্ত্য প্ৰহলাদ । বালখিল্য অগস্ত্য মাণ্ডব্য ভরদ্বাজ ॥ গন্ধৰ্ব্ব সকল আছে মূৰ্ত্তিমন্ত হৈয় । আয়ুৰ্ব্বেদ চন্দ্র তারা সূৰ্য্য সন্ধ্য ছায়া ॥ ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ কান্তি শান্তি ক্ষম অষ্টবস্থ নবগ্রহ শিব সহ উম ॥ চতুৰ্ব্বেদ ছয় শাস্ত্র তন্ত্র স্মৃতি শ্ৰুতি । চারিযুগ বর্ষ মাস দিব সহ রাতি । সাবিত্রী ভারতী লক্ষী অদিতি বিনত । ভদ্র ষষ্ঠি অরুন্ধতা কদ্র নাগমাত ॥ মূৰ্ত্তিমন্ত হইয়া আছেন নারায়ণ । ইন্দ্র যম কুবের বরুণ হুতাশন ॥ আমার কি শক্তি তাহ বর্ণিবারে পারি। নিত্য নিত্য আসি সেবে স্থষ্টি অধিকারী এত সভা দেখিয়াছি আমি এ নয়নে । তব সভা তুল্য নাহি মনুষ্য ভুবনে ॥ যুধিষ্ঠির বলিলেন তুমি মনোজব । শুনিলাম তোমার প্রসাদে এই সব ॥ এক বাক্যে বিস্ময় হইল মম মনে । যতেক নৃপতি সব যমের ভবনে ॥ এক হরিশ্চন্দ্র কেন যমের আলয় । কোন পুণ্য তপ দানে কহ মহাশয় ॥ যমালয়ে যবে দেখিলেন মম পিতা । আমার কারণ কিছু কহিলেন কথা ।