পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব । ] কর্ণাবতং সময়ের শেল তার কদাচ না টুটে । নপশোক পুত্ৰশোক অবিলম্বে ঘটে ৷ sধৰ্ম্মির পক্ষ হ’য়ে কহে যেইজন ৷ নর দুই পাদ পাপ সে করে গ্রহণ ॥ arন হয়ে যেইক্ষণ পক্ষ হয়ে কয় । শতেক পুরুষ সহ নরকে পড়য় ॥ arাপের স্থানে পেয়ে এতেক বিধান । শুক্রমুখ চাহি বলে দৈত্যের প্রধান ॥ গরে শ্রেষ্ঠ বলি যারে করি যে বন্দন । তই তোমা হৈতে শ্রেষ্ঠ স্থধস্ব ব্রাহ্মণ ॥ *মার হইতে শ্রেষ্ঠ অঙ্গিরারে গণি । তার মাতা হৈতে শ্রেষ্ঠ ইহার জননী ॥ ফুন্ত্রে এত বলিয়া সুধম্বা প্রতি কয় । ক্রমীর অধীন আজি বিরোচন হয় ॥ xfরই রাখহ তুমি যেই তব মন । #হ ইচ্ছা কর নাহি করি নিবারণ ॥ sত শুনি হৃষ্ট হ’য়ে বলে তপোধন । দ্বগুণ পাউক আয়ু তোমার নন্দন ॥ কখনই তাপ নহে সত্যবাদী জনে । ন কারণে তব পুত্র বাড়কে কল্যাণে ॥ খত ব’ল পেম্বা আপন গৃহে গেল । ন ভজিনে চাহি ক্ষত্ত। এতেক বলিল । %থাপি উত্তর নাহি দিল কোনজন । ৪-“সিলে বলে তবে সূর্য্যের নন্দন ॥ মান ধরিয়া দাসা করি মুখ চাহ । প5মধ্যে আনিয়া গৃহে ল’য়ে যাহ ॥ শুনিয় দ্রৗপদী দেবী কাপে থর থরে । স্বামীগণ পানে চাহি কান্দে উচ্চৈঃস্বরে ॥ স্বামীগণ অধোমুখে দেখি যজ্ঞসেনী । * উজিন চাহি বলে শিরে কর হানি ॥ :বিতে উত্তম কৰ্ম্ম আমার না ছিল । এই হেতু বিধাতা আমারে দুঃখ দিল ॥ পূর্বে পিতৃগৃহ মম স্বয়ুস্বর কালে । আধারে দেখিয়াছিল নৃপতি সকলে ॥ আর কতু আমারে না দেখে অন্যজনে । আজি পুনঃ সেই সব দেখিকু নয়নে ॥ ত-শবযুগ্ম-ভয়ানকাং । २b-9 চন্দ্র সূৰ্য্য দেখিলে যাহার ক্রোধ করে। আমার এ দুর্গতি সে সবার গোচরে ॥ যত গুরুজনে আমি করি নমস্কার । এক বাক্য বল সবে করিয়া বিচার ॥ দ্রুপদনন্দিনী আমি পাণ্ডব গৃহিণী । সখা মম যাদবেন্দ্র গদা চক্রপাণি ॥ কুরুকুলে শ্রেষ্ঠ ধৰ্ম্ম সবৰ্ণ মহিষী । কহিতেছ তোমরা হইব আমি দাস ॥ তা{জ্ঞা কর অামারে ইহার যে বিধান । আর ক্লেশ নাহি সহে আমার পরাণ ॥ শুনিয়া উত্তর দেন গঙ্গার নন্দন । পুনঃ পুনঃ কল্যাণী জিজ্ঞাস কি কারণ ॥ দ্রোণ আদি বুদ্ধ যত আছেন সভায় । কাহার জীবন নাহি সবে মৃতপ্রায় ॥ মৃতজনে জিজ্ঞাসিলে কি পাবে উত্তর । ধৰ্ম্ম বিনা সখা নাহি ধৰ্ম্মাশয় কর । বহু কষ্টযুত নহে ধাৰ্ম্মিক যে জন । ধৰ্ম্মবলে কর সব শত্রুর নিধন ॥ দাসী যোগ্য অযোগ্য যে কহিল। বিধান । কহি আমি শুনহ আমার অনুমান ॥ তুমি দাসা হৈতে যুধিষ্ঠিরের স্বীকার । যুধিষ্ঠিরে জিজ্ঞাসহ ইহার বিচার ॥ ঙ্কিত; কি অজিত তুমি কহিবা আপনে । নির্ণয় করিতে ইহ নারে অন্যজনে ॥ সভাপর্ব সুধীরস পাশার নিণয় । ব্যাস বিরচিত গীত কাশীদাস গায়ু ॥ সভায় নে ঘiজ্ঞসেনী করয়ে ক্ৰন্দন । কেশে ধরি দুঃশাসন টানে ঘনে ঘন ॥ হাসিয়৷ দ্রৌপদী প্রতি বলে দুৰ্য্যোধন । কেন অকারণে কুঞ্চ করই রোদন ॥ তোর স্বামী যুধিষ্ঠির হরিয়াছে তোরে । পুনঃ পুনঃ কিব। আর জিজ্ঞাস সবারে ॥ অনুমানে বুঝি তোর এই মনে লয় । এক যুধিষ্ঠির তোর অধিকারী নয় ॥ জিজ্ঞাসহ চারি স্বামী সম্মুখে সবার ।

তোর পরে নাহি কি ধৰ্ম্মের অধিকার