পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিচলৰ্ব্ব দোভ্যাং হৈরঙ্গবীনং দধতিবিমল পায়সংবিশ্ববন্দ্যো। 86 X কন্দ্রনীনে ধরে যেন গ্রাস করে নক্র । লকাশে ঘুরায় যেন কুমারের চক্ৰ ৷ রাতে ঘুরাতে মল্ল ত্যজিল পরাণ । কেলছিয়া দিল ভুমে যেন লতাখান ॥ দেখিয়া অদ্ভুত সবে মানে চমৎকার । বিরাট নৃপতি হয় আনন্দ অপার ॥ অনেক প্রসাদ তারে দিল নরপতি । -rর নিবন্তিয় গেল যে যার বসতি ॥ zrর্ব পেয়ে রাজ্যে যত ছিল মল্লগণ । সকদের সহিত করিল আসি রণ ॥ সনক সরিল শুনি কেহ না আইল । ৫.ভের বিক্রমে বিরাট বশ হৈল ॥ বড় বড় সিংহ ব্যাঘ্ৰ মত্ত হস্তীগণ । কৗতুকে ভীমের সঙ্গে করাইল রণ ॥ নমিযেতে অনায়াসে মারে বৃকোদর । কৗতুক দেখেন রাজা স্ত্রীবৃন্দ ভিতর } এই রূপে স্থ। একাদশ মাস গেল । নন পণ্ডিব পঞ্চ অজ্ঞা ত রহিল ॥ হাভারতের কথা অমৃত-লচর । ৫ হার শকতি তাহা বর্ণিবারে পারি | শ্রু তম: কহি আমি রচির পয়fর । সবসেল শুনে তাহা সকল সংসার | শ্ৰবণে ভারত সর্বব পাপের বিনাশ । • *:ণরাম দাস কহে কহিলেন ব্যাস ॥

- সঃি ত কচকের সাক্ষাং ও মিলন বাঞ্ছা । ঙ্গিীসেন জন্মেজয় কহ মুমিবর } মতঃপর কি করেন পঞ্চ সহোদর ॥ সুমি বল অবধান কর কুরুনাথ । একদি৭ মাস গত হইল অজ্ঞাত ॥ ইন্ধেগর সেবা কৃষ্ণ করে অনুক্ষণ । মতে দেখ তথা দৈবের ঘটন ॥ পাঠক নামেতে ছিল রাজ সেনাপতি । একদিন দ্রৌপদীরে দেখিল দুৰ্ম্মতি ॥ দুষ্টমাত্ৰ কামবাণে হইল পীড়িত । ত্ৰৌপদীর নিকটে হইল উপনীত ॥
  • %- _

i i বলিতে লাগিল অতি মধুর বচনে । হের অবধান কর পূর্ণ চন্দ্রাননে ॥ অনিন্দিত তব অঙ্গ অনঙ্গমোহিনী । . নিরূপম রূপ তব প্রথম যৌবনী ॥ হেথায় আছহ কৰ্ভু আমি নাহি জানি । এ রূপ-যৌবন কেন নষ্ট কর ধনি ॥ তোমার অঙ্গের শোভ হরমনোলোভা । এ সব ভূষণ কি তোমার অঙ্গে শোভা ॥ দেখিয়া তোমারে মন মজিল আমার । কামবাণে দহে প্রাণ করহ উদ্ধার ॥ গৃহ দারা পুত্র মম যত ধন জন । সব ত্যজি লইলাম তোমার শরণ ॥ সহস্ৰ সহস্র মম আছে নারীগণ । দাসী হ’য়ে সেলিবেক তোমার চরণ ॥ রত্ন-অলঙ্কার যত লোকে মনোহর । যথা ইচ্ছ। ভূষণ করহ কলেবর ॥ রতন মন্দিরে শয্যা রত্নসিংহাসন । রত্ন-আভরণ পর শুনহ বচন ॥ সকলের উপর হইবা ঠাকুরাণী । যদি না করিব না রাগিব| মম বাণী ॥ এখনি ত্যজিব প্রাণ তোমা বিদ্যমান । এই দেখ হইয়াছে কণ্ঠগিত প্রাণ ॥ কৗচকের বাক্য শুনি কম্পে কলেবর । ধৰ্ম্মেরে স্মরিয়া দেবী করিল উত্তর ॥ সৈরিন্ধী অfমার জাতি বীভৎসরূপিণী । আমীরে এমত কছু না শোভে কাহিনী ॥ এ সকল কহ নিজ কুলভাৰ্য্যাগণে । বংশবৃদ্ধি হবে যাতে থাকিবা কল্যাণে ॥ পরদারে মন কৈলে না হয় মঙ্গল । জীয়ন্তে অখ্যাশি ঘোষে পৃথিবীমণ্ডল ॥ যতেক স্রুতি তার সব নষ্ট হয় । পরশ করিতে মাত্র হয় আয়ুঃক্ষয় ॥ পুত্র দীর শোকে কষ্ট দরিদ্রলক্ষণ । অল্প কালে দণ্ড তারে করয়ে শমন ॥ সকল বিনাশ হয় পরদার প্রীতে । কতু ত্রাণ নাহি তার নরক হইতে ॥