পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--سستیی. বিরাটপর্ব ] বক্তের সমান তব চরণ প্রহর । বড় ভাগ্যে প্রাণ রক্ষ হইল আমার ॥ কমল অধিক মম কোমল শরীর । বেদনায় প্রাণ মম হতেছে বাহির ॥ মনোদুঃখে কিমতে পাইবা রতিস্থখ । এ শুনি কহে তবে কীচক দু-মুখ ॥ ক্ষমহ সে সব দোষ ত্যজ দুঃখমন । প্রসন্ন হইয়া মোরে করহ বরণ ॥ পদাঘাতে দুঃখ যুদি আছয়ে অন্তরে । সেইমত পদাঘাত করহ আমারে ॥ এ ন বলি কীচক মস্তক দিল পাতি । হস্তরে হাসিয়া উঠে ভীম মহামতি ॥ ংজ্যদাত প্রায় ঘাড়ে প্রহারিল লাথি । থাপিও নাহি জানে কীচক দুৰ্ম্মতি ॥ চরণাঘাতে ভীম গিরি চুর্ণ কৈল । চিড়িম্ব কিৰ্ম্মী ও বক প্রভৃতি মারিল ॥ • একে একে তিনবার করিল প্রহর । তথাপি ও নাহি জানে কীচক গোয়ার } ভীম বলে আরে দুষ্ট গন্ধৰ্ব্বে বিবাদ । স্১াইব সৈরিন্ধীর রমণের সাধ ॥ স্বাক্য শুনিয়া কীচকে হৈল জ্ঞান । ল’ দিয়; উঠি ধরে ব্যাস্ত্রের সমান ॥ মৃগপর্যক্রম হয় কীচক দুৰ্জ্জয় । * ভীম হৈলে তার সম যুদ্ধে নয় ॥ ঠুপার বরিয়া কেশ আয়ু হৈল ক্ষণ । ** ম চরণাঘাতে বল ভৈল হীন ॥ *"প ও বিক্রমে ভীমের নহে উন ৷ ” * পদাতে দৃঢ়মৃষ্টি হানে পুনঃ পুনঃ ॥ * >ড় কামড় মুণ্ডে মুণ্ডে তাড়াতাড়ি । *'ধর করি ভুমে যায় গড়াগড়ি ॥ " * উপরে ভীম কখন কচকে । *"ণতে জর্জর তাঙ্গ পদাঘাতে নখে ॥ ་རྒོཐ་ཐོ༩༤ দোহে যুদ্ধ ঘরের ভিতর । gジ。 ই যুদ্ধ হৈল তৃতীয় প্রহর । 豆 e ধৃতজটাজুটেন্দুখণ্ডোজজলং । 8《속 পুনঃ পুনঃ উঠে দোহে করয়ে প্রহর । চরণের ঘাতে ক্ষিতি হইল বিদার ॥ বসন্ত সময় যেন হস্তিনী কারণ । পৰ্ব্বত উপরে দুই হস্তী করে রণ ॥ ক্রোধে অগ্নিৰৎ জ্বলে বায়ুর নন্দন । কীচকে ফেলিয়া বুকে করিল আসন ॥ দ্রৌপদীর অপমান হৃদয়েতে জাগে । সিংহ যেন চাপিয়া ধরিল মত্ত মৃগে ॥ আরে দুষ্ট দুরাচার কীচক ছৰ্ম্মতি । এই মুখে ইচিছলি সৈরেন্ধী সহ রতি ॥ এত বলি-বদলে প্রহারে বজমুষ্টি । ভাঙ্গিয় ফেলিল তার দন্ত দুই পাটি ॥ এই চক্ষে সৈরিন্ধী করিলি নিরাক্ষণ । বজনখে উপাড়িয়া ফেলিল নয়ন ॥ । অণ্ডকোষ ধরিয়া মারিল তাহে লাথি : সেই ঘাতে প্রাণ ছাড়ে কীচক ভূক্ষ্মতি । হস্ত পদ শির তার সব চূৰ্ণ কৈল । কচ্ছপের প্রায় করি অঙ্গে পুরাইল ॥ মাংসপিণ্ডবৎ করি, কুষ্মাণ্ড আকার । কৃষ্ণারে ডাকিয় বলে পবনকুমার ॥ অগ্নি জালি দেখ এবে যাজ্ঞসেনী সতী । তোম। হিংসি কাচকের এতেক দুৰ্গতি ৷ অপরাধ মত দণ্ড পাইল দুৰ্ম্মতি । যে তোমার অপরাধা তার এই গতি ॥ এত বলি বৃকোদর করিল গমন । রন্ধনশালায় যথ। শয়ন আসিল ! স্নান করি আঙ্গে দিল হুগন্ধি চন্দন । যুদ্ধশ্রান্ত হয়ে বার করিল শয়ন ॥ মহাভারতের কথ। তনু ল লঙ্গরা । কাশীরাম দাস কহে ভবভকু • fর । কীচকের - . eে - হ র উলশ : গু:র মৃত্যু কাচক মরণে কৃষ্ণ নিন্দিত হৈল । সভাপাল প্রতি তলে ডাকিয় কহিল ॥ মোরে হেন দুঃখ দিল কীচক দুৰ্ম্মতি । _ } ফল দিল উচিত গন্ধৰ্ব্ব মম পতি ॥