পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- বিরাটপৰ্ব্ব । ] কোটরেন্দুগলৎস্থধাপ্ল-ততমুং হারাদিভুষোত্তম্বলং। 8ե-Գ লক্ষীন্দ্রষ্ট রাজ্যভ্রষ্ট শক্র হয় বলী । রানামত কষ্ট লোক পায় পাশা খেলি ? cনিয়াছ পাণ্ডবের তুমি বিবরণ । এই পাশা হেতু তার হারে রাজ্যধন ॥ বিরাট কহিল কঙ্ক কহ না বুঝিয়া । লুকবা শত্ৰু আছে মম বিরোধে আসিয় ॥ রাক্তচক্রবর্তী কুরু রাজা দুর্য্যোধন । হেন জনে জিনিলেক আমার মন্দন ॥ এই শব্দ ভুবনমণ্ডলে প্রচারিল । পৃথিবীর রাজা শুনি ভয়ে স্তব্ধ হৈল ॥ যুধিষ্ঠির বলিলেন উত্তম কহিলা । কি ভয় কৌরবে যার রথী বৃহন্নলা ॥ এত শুনি কহিল বিরাট নরপতি । দুই চক্ষু রক্তবর্ণ কহে কঙ্ক প্রতি ॥ কুলের দীপক মম কুমার উত্তর । সংগ্রামে জিনিল যেই এক কুরুবর ॥ একবার তার তুই না কহিস্ গুণ । বাখানিস্ বৃহন্নলা ক্লাবে পুনঃ পুন । কোন ছার বৃহন্নলা বাখানিস তারে । তার মত কত জনা আছে মম পুরে ॥ .কবল সহায় তার হুইল সংগ্রামে । :কান গুণে প্রশংসা করিস নরাধমে ॥ শ্রবণে শুনিতে যোগ্য যেই কথা নহে । পুনঃ পুনঃ কহিস্ শরীরে কত সহে ॥ কহিতে কহিতে রাজা হৈল ক্রোধমতি । ছাতেতে আছিল পাশা মারে দ্রুতগতি ॥ অক্ষপাটি প্রহারিল ধৰ্ম্মের বদনে । ফুটিয়া শোণিত বাহিরায় সেইক্ষণে ॥ স্কটক্রাধী অজাত শত্র ধৰ্ম্মের নন্দন । &ই হাতে রুধির ধরেন সেইক্ষণ ॥ নিকটে আছিল। কৃষ্ণ বুঝি অভিপ্রায় । চমপাত্র শীঘ্ৰ লৈয়া যোগায় রাজশয় ॥ সই পাত্র করি রাজা ধরেন শোণিতে । ন দিলেন তাহ যত্নে ভুমেতে পড়িতে ॥ হেনকালে দ্বারেতে উত্তর উপনীত । দ্বাররে বলিল নৃপে জানাও ত্বরিত ॥ উত্তরের আজ্ঞা পেয়ে দ্বারী দ্রুতগতি । করযোড়ে বার্তা কহে মৎস্যরাজ প্রতি ॥ অবধান নৃপতি কুশল সমাচার । বৃহন্নলা সহ এল উত্তর কুমার ॥ তব আজ্ঞা হেতু রাজা আছয়ে দুয়ারে । আজ্ঞা হৈলে ভেটিবেন আসিয়া তোমারে । বার্তা পেয়ে বিরাট কছিল হরষিতে . বৃহন্নলা সহ পুত্র আনহ ত্বরিতে ॥ বিরাটের আজ্ঞা পেয়ে চলিল সারথি । নিকটে ডাকিল তারে ধৰ্ম্ম নরপতি ॥ নিঃশব্দে কহেন রাজা সারথির কাণে । দ্রুত গিয়া আন তুমি রাজার নন্দনে ॥ বৃহন্নলা হেথায় না আন কদাচন । সাবধানে কহিবে না হও বিস্মরণ ॥ এত শুনি সারথি চলিল সেইক্ষণে । কুমারে বলিল, চল রাজ সম্ভাষণে ॥ বৃহন্নলা এখন যাউক নিজ স্থানে । একেশ্বর চল তুমি রাজ-সম্ভাষণে ॥ বৃহন্নলা যাইবারে কঙ্কের বারণ । শুনিয়া করেন পার্থ স্বস্থানে গমন । উত্তরে লইয়া দ্বারা গেল সেইক্ষণ । বাপে নমস্কারি চাহে ধৰ্ম্মের বদন ॥ রক্তধার বহে মুখে দেখিয়া কুমার । সন্ত্রমে বাপেরে বলে হ’য়ে চমৎকার ; কহ তাত কেন দেখি হেন বিপরীত । ভূমিতে বসিয়া কেন কঙ্ক বিষাদিত ॥ বহিতেছে মুখে রক্তধারা কি কারণ । কোন হেতু কহ তাত হইল এমন ॥ মৎস্যরাজ বলে পুত্র শুনহ কারণ । তোমার প্রশংসা আমি করি যেইক্ষণ ॥ ! তোমার প্রশংসা কঙ্ক করে অবহেলা । পুনঃ পুনঃ ব:থfনয়ে ক্লাব বৃহন্নলা ॥ এই হেতু চি-২ ক্রোধ হৈল মম তাত । অক্ষপাটী প্ৰহারিক্ষু হৈল রক্তপাত ॥ উত্তর বলিল তাত কুকৰ্ম্ম করিলা । সামান্য ব্রাহ্মণ বলি কক্ষেরে জানিলা ॥,