পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—হরিপাগলের ধ্যান—ওঁ উন্মত্তবেশং ط\ e ج6 গুরুর প্রসাদে বলি পাইল জীবন । বিধিমতে করে বলি গুরু আরাধন ॥ গুরু আরাধিয়া বলি পায় দিব্য বর । করিলেক শিক্ষা ব্ৰহ্মমন্ত্র ষড়ক্ষর ॥ মহামন্ত্র পেয়ে তবে বিচারিল মনে । অমর অজেয় আমি হৈব ত্রিভুবনে ॥ এতেক ভাবিয়া বলি সত্বরে চলিল । হিমালয় তটে গিয়া তপ আরম্ভিল ॥ করিল কটোর তপ লোকে ভয়ঙ্কর । পবন ভক্ষিয় রহে সহস্ৰ বৎসর ॥ তপে তুষ্ট হইয়া বলিরে দিতে বর । মাইলেন চতুৰ্ম্মখে মরাল উপর ॥ ডাক দিয়া বলিরে কহেন প্রজাপতি । তপসিদ্ধ হৈল তব শুন মহামতি ॥ তোমার তপেতে তুষ্ট হইলাম আমি । যেই বর মনে লয় মাগি লহ তুমি ॥ শুনিয় কহিল বলি করিয়া প্ৰণতি । বর যদি দিব। মোরে স্বষ্টি অধিপতি ॥ অজেয় অমর হব ভুবনমণ্ডলে । ত্রিভুবন হউক আমার করতলে ॥ স্বৰ্গ মর্ত্য পাতালেতে আছে যত জন । কারে হাতে ন হইবে আমার মরণ ॥ বর দিয়া স্বস্থানে গেলেন প্রজাপতি । তপোযোগ করি বলি করিল আরতি ॥ শুভকাল উদয় হইল আসি তার । সসৈন্য সাজিয়া বলি গেল নিজাগার ॥ ইন্দ্রের সহিত পুনঃ আরম্ভিল রণ। দোহাকার রণকথা না হয় বর্ণন ॥ গুরু আরাধিয়া বলি মহাবল ধরে । যুদ্ধে পরাভব করে অদিতি-কুমারে ॥ পবন শমন রুদ্র বরুণ তপন । ইন্দ্রাদি তেত্রিশ কাটি যত দেবগণ ॥ যুদ্ধে পরাভব বলি করিল সবারে । পলাইয়। দেবগণ গেল স্থানান্তরে ॥ দেবের সকল কৰ্ম্ম লইল অম্বরে । নররূপে দেবগণ ভ্ৰমে মহীপরে ॥ [ মহাভারত । শুক্র গুরু আসি তবে উপদেশ দিল ।T শত অশ্বমেধ বলি আরম্ভ করিল ॥ মহাযজ্ঞ আরম্ভ করিল দৈত্যশ্বরে। নররূপে দেবগণ সংসারে বিহরে ॥ অদিতি পুত্রের দুঃখ হৃদয়ে চিন্তিল । দেবের দেবত্ব বলি দৈত্য হরি নিল । পুনরপি কি প্রকারে নিজ রাজ্য পায়। চিন্তিল অদিতি মনে না দেখি উপায় ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান । অদিতির তপস্তা ও বিষ্ণুর প্রতি স্তব । হৃদে বিচারিল তবে দেবের জননী । উপায় না দেখি আর বিন চক্রপাণি ॥ ংসারের হর্ত কত্ত দেব নারায়ণ । বিশ্বস্রষ্টা পোষ্টা তিনি সংহার কারণ ॥ তাহ বিনা এ বিপদে কে করিবে ত্রাণ ! তিনি ভক্তজনে কৃপা করেন প্রদান ॥ বিনা তপে তুষ্ট নহিবেন ভগবান । ভাবিয়া ক্ষীরোদকূলে করিল প্রস্থান । করিল কঠোর তপ দেবের জননী । তিন দিনে খায় তবে তিন লোট পানি ॥ অনন্তরে মাস মধ্যে খায় একবার । তার পার পরিত্যাগ করিল আহার ॥ ধ্যান অবলম্ব হেতু করে নিরূপণ । উদ্ধ দৃষ্টে রছিলেন পবন অশন ॥ তার তপে সন্তাপিত-এ তিন ভুবন । দেখিয়া চিন্তিত হইলেন পদ্মাসন ॥ দেবগণে ডাকি বলিলেন পিতামহ । তপ পরীক্ষিত শীঘ্ৰ সকলেতে যাহ ॥ ব্রহ্মার আজ্ঞায় ইন্দ্র আদি দেবগণ । মায়ের সাক্ষাতে গেল পরীক্ষা কারণ এ ইন্দ্র বলিলেন মাতা শুন নিবেদন । আত্মাকে এতেক ক্লেশ দাও কি কারণ ! আমাদের দুঃখ সব অদৃষ্টে লিখন । শুভকাল সমাগতে হইবে খণ্ডন ॥