পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নপর্ব। ]


حسیحسابی দলংকচ অলক্ষুষ যুদ্ধে নাহি ডর।

নদী মায়ায় করে অন্ধকার ঘোর ॥ pe পাঞ্চালেতে যুদ্ধ অদ্ভুত কথন । আছে দোহ প্রতি করে বাণ বরিষণ ॥ লগতে উভয় সন্যৈতে যুদ্ধ হয়। ৮ লক্ষ সেনাপতি যায় যমালয় ॥ লেক শঙ্খবীর সবার সাক্ষাৎ । করবের বহু সেনা করিল নিপাত ॥ কোরব-সৈন্যে মহা কোলাহল । চ:শ্বযু। ধাইল তবে দ্রোণ মহাবল ॥ }সুবীর প্রতি গুরু বলেন বচন । rন্ত অহঙ্কার তোর বিরাট-নন্দন ॥ নঃসহায় পেয়ে সৈন্য মারিলে অনেক । ক্ষতে বুঝিব তব ক্ষমতা যতেক ॥ তক বলিয়া গুরু পূরিল সন্ধান । কেবারে প্রহারিল দশ গোটা বাণ ॥ হবেগে আসে শর গগন উপর । মৃগয়া ত্ৰাসিত হৈল যতেক অমর ॥ দেখি শঙ্খবার সন্ধান পূরিল। দ্রণের যতেক শর কাটিয়া ফেলিল ॥ স্ত্র ব্যর্থ গেল গুরু ক্রোধে হুতাশন । স্থির উপরে করে বাণ বরিষণ ॥ বাণে নিবারয়ে শঙ্খ ধনুৰ্দ্ধর । টলেক দ্রোণধ্বজ মারি পঞ্চশর ॥ কৰ্ণ পূরিয়া বীর করিল সন্ধান । ণের ধনুক কাটি করে খান খান ॥ পালটিতে গুরু আর ধনু নিল । ছি দিতে, শঙ্খ কাটিয়া ফেলিল ॥ ধর্ম সরিখ ফুটে আর চারি হয় । ই রথে চড়ে তবে দ্ৰোণ মহাশয় ॥ ইর বিক্রম দেখি কৌরব বিষাদ । খবর সৈন্যগণ ছাড়ে সিংহনাদ ॥ ই পুয়ে দ্রোণাচাৰ্য্য ক্রোধে হুতাশন । * ধরিয়া বলে তর্জন বচন ॥ ইয়ে কেন তোর এত অহঙ্কার । *াণে তোমারে দেখাব যমদ্বার ॥ 丐 |

নগ্ন

নারদাদ্যৈমুনিগণৈঃ সেবিতাং শিবমোহিণীম্‌ । (?やっ> এক অস্ত্র বিনা যদি অন্য অস্ত্র মারি । দ্রোণাচাৰ্য্য নাম তবে ব্যর্থ আমি ধরি। মন্ত্রে অভিষেক করি ব্রহ্ম অস্ত্র নিল । আকর্ণ পুরিয়া গুরু সন্ধান করিল ॥ যোদ্ধাগণ দেখি তাহ করে হাহাকার । সাত্যকি বলয়ে শুন বিরাট কুমার ॥ এ অস্ত্র কাটিতে তব না হইবে শক্তি । অৰ্জ্জুন নিকটে যাহ এই হয় যুক্তি ॥ সাতাকির প্রতি বলে শঙ্খ ধনুৰ্দ্ধর । ক্ষত্ৰধৰ্ম্ম ত্যজি কেন প্রাণেতে কাতর। সম্মুখ সংগ্রামে যদি হইব নিধন । হরলোক প্রাপ্ত হব না হবে খণ্ডন ॥ মহাতেজে আসে বাণ অগ্নি জ্যোতিৰ্ম্ময় । দেখিয়া সাত্যকি বড় মনে পায় ভয় ॥ রথ ল’য়ে চল যাই অর্জুন সাক্ষাতে । তবে যে পাইবে রক্ষা এ মহা উৎপাতে ॥ মহাক্রোধে বলে শঙ্খ বিরাট-তনয় । কি কারণে পলাইতে কহ মহাশয় ॥ সেনাপতি করিলেন প্রভু নারায়ণ । অপযশ রাখিব কি, করি পলায়ন ॥ এতেক বলিয়া বীর ধনু হাতে নিল । ব্ৰহ্ম-অস্ত্র কাটিবারে সন্ধান পূরিল ॥ ব্ৰহ্ম অস্ত্র তেজে বাণ ভস্ম হয়ে গেল । দেবগণ হাহাকার আকাশে করিল ॥ বড় অবিচার রণে করিলেন দ্রোণ। ব্ৰহ্ম-অস্ত্র বালকের প্রতি নিক্ষেপণ ॥ যেমন প্রলয়কালে আদিত্য প্রকাশে । তাদৃশ অস্ত্রের তেজঃ গজ্জিয়। আইসে । দেখিয়া সাত্যকি ভয়ে রথ ফিরাইল । লাফ দিয়া শঙ্খবীর ভূমেতে পড়িল a বুক পাতি রহে বীর হস্তে ধনুঃশর । ব্ৰহ্ম-অস্ত্র-তেজে ভস্ম হৈল কলেবর ॥ শঙ্খ বিনাশিয়া অস্ত্র ফিরিয়া আসিল । দেখি সব যোদ্ধাগণ আশ্চৰ্য্য মানিল । অর্জন ভীষ্মেতে যুদ্ধ নাহি পাঠান্তর। দোছে অতি শীঘ্ৰহস্ত মহাধনুৰ্দ্ধর ॥