পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীষ্মপৰ্ব্ব । ] -صیسےے নরশয্যায় যেখানে আছে ভীষ্মবীর । প্ৰণাম করিয়া কহিছেন যুধিষ্ঠির ॥ gছ পিতামহ তুমি বলে বীরবর। দত্যবাদী জিতেন্দ্রিয় মৰ্য্যাদা সাগর ॥ ভূgরাম অভিশাপ দিলেন তোমারে । দুৰ্য্যোধন হেতু তাহ ফলিল সমরে ॥ শিশুকালে পিতৃহীন হইনু পঞ্চজনে । পিতৃশোক নাহি জানি তোমার কারণে ॥ ধিক্ ক্ষত্ৰধৰ্ম্ম মায়া মোহ নাহি ধরে । হেন পিতামহ দেবে মারিলাম শরে ॥ ওহে মহাশয় এই উপস্থিত কালে । নয়ন ভরিয়া দৃষ্টি করহ গোপালে ৷ হাসি ভীষ্ম মহাবীর নয়ন মেলিল । সাধু সাধু বলি ধৰ্ম্মপুত্রে প্রশংসিল ॥ মধুর কোমল স্বর অধিক গভীর। কহিতে লাগিল বার চাহি যুধিষ্ঠির ॥ এই যে দক্ষিণায়ন আছে যত দিন । তত দিন শরীর না হবে প্রভাহীন ॥ বল পরাক্রম যত সব পরিহরি । শরীর ছাড়িয়। আমি প্রাণ মাত্র ধরি ॥ রবির উত্তরায়ণ হইবে যখন । জানিও তখন আমি ত্যজিব জীবন ॥ রবির উত্তরায়ণ না হয় যাবৎ । শরের শয্যাতে আমি রহিব তাবৎ ॥ নিরখিয়া কৃষ্ণ মুখ হরিষ অন্তর । চাহি দুর্য্যোধনে রাজ বলেন উত্তর । শয্যায় আছয়ে মম সকল শরীর । মাথা লুট পড়িয়াছে দেখ কুরুবীর ॥ কোন বার আছে হেথা ক্ষত্ৰিয় প্রধান । মাথা যেন নাহি লুটে দেহ উপাধান ॥ শুনি দুর্য্যোধন রাজা ধাইল আপনে । দিব্য উপাধান আনি দিল সেইক্ষণে ॥ কিরিটাং তুঙ্গকুচাংনয়নত্রয়সংযুক্তং । (tఫి(t হাসিয়া বলেন ভীষ্ম শয্যা মম শর। হেন উপাধান কোন হেতু নরবর। ক্ষত্র হয়ে আপনি না বুঝহ সময় । এত বলি মাথা তুলি চাহে ধনঞ্জয় ॥ তবেত অর্জন বীর নিয়া ধনুঃশর । তিন বাণ মারি মাথা করেন সোসর ॥ মস্তক ভেদিয়া বাণ মৃত্তিকা ভেদিল । হেনমতে ভীষ্ম শরশয্যাতে রহিল ॥ আনন্দিত হৈয়া মনে ভীষ্ম মহাবীর । দুৰ্য্যোধনে ডাকি কহে হইয়া স্থ:স্র ॥ শুন দুৰ্য্যোধন রাজা আমার বচন । জল আনি দেহ মোরে তৃষ্ণ অনুক্ষণ ॥ শুনি দুর্য্যোধন রাজা অতি ব্যস্ত হৈয় । আনিল শীতল বারি ভুঙ্গারে পুরিয়t u স্থবৰ্ণ ভূঙ্গার দেখি ভাষ্ম মহাবীর । অৰ্জুনেরে নিরখিল নির্ভয় শরীর ॥ তবেত অর্জন বীর গা স্ট্রাব ধরিয়া । মারে পৃথতে বাণ আকর্ণ পূরিয়া ॥ পৃথিবী ভোদয়৷ বাণ অধঃ প্রবেশিল । ভোগবতী গঙ্গাজল তথায় উঠিল ॥ দুগ্ধধারা প্রায় পড়ে ভায়ের মুখেতে । দেখি জলপান করে মহা আনন্দেতে ॥ জল পান করি ভীষ্ম হ’য়ে তৃপ্তমন । দুৰ্য্যোধন চাহি পুনঃ বলেন বচন ॥ ভাই ভাই বরোধ না কর কদাচিত । যুধিষ্ঠিরে ভাগ দিয়া করহ সম্প্রীত ॥ দুৰ্য্যোধনে বলে মম প্রতিজ্ঞ। না নড়ে । বিনা যুদ্ধে সূচ্যগ্র না দিব পাণ্ডবেরে ॥ শুনি ভীষ্ম কম দিল আপিন অন্তরে । দৈবে যাহা করে ত৷হ কে খণ্ডিতে পারে ॥ গঙ্গাপুত্র মহাবার নীরব হইল । কৌরবেরা মিলি সবে শিবিরে চলিল ॥ ইতি ভীষ্মপৰ্ব্ব সমাপ্ত । _ _