পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o o o হস্তজৈৰ্দ্দধতীং ত্রিনেত্ৰ বিলসদ্রব্রুগরবিন্দশ্রিয়ং। [ মহাভারত ! –=ਡ਼ দ্রোণের সহিত অৰ্জুনের যুদ্ধ । মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । যেইমতে যুদ্ধ করে সব রাজগণ ॥ দ্ৰোণ ধনঞ্জয়ে যুদ্ধ কি দিব তুলনা । রাম রাবণের যুদ্ধ নাহি হয় সীমা ৷ দ্রোণ গুরু দেখি তবে বীর ধনঞ্জয় । করপুটে প্রণমেন করিয়া বিনয় ॥ অৰ্জুন বলেন গুরু কহ বিবরণ। যুধিষ্ঠিরে ধরিতে বলেন দুর্য্যোধন ॥ এমত প্রতিজ্ঞ কেন করিলা আপনে । আমি জীতে ধরিতে না পরিবে রাজনে ॥ এত শুনি দ্রোণাচাৰ্য্য সহস্তে বদন । অর্জনের প্রতি তবে বলিল বচন ॥ যুধিষ্ঠিরে আজি আমি ধরিব সমরে । দেখি তুমি রক্ষ কর কেমন প্রকারে ॥ দুৰ্য্যোধন রাজা হেতু করি মহারণ । প্রতিজ্ঞ। পালন আমি করিব সাধন ৷ এত শুনি অর্জন বলেন আরবার । যুধিষ্ঠিরে ধরিবেক এত সাধ্য কার ॥ এত শুনি হন গুরু ক্রোধে হুতাশন ; অৰ্জ্জুন উপরে করে বাণ বরিষণ ॥ শিষ্যস্নেহ উপরোধ আজি নাহি মনে । সম্বর, সংশয় আজি ঘুচাইব রণে ॥ এত বলি এড়ে বীণ অগ্নি অবতীর । হাসিয়া সম্বরে তাহ ইন্দ্রের কুমার ॥ দশ বাণ এড়ে গুরু পূরিয়া সন্ধান । , অৰ্দ্ধপথে অর্জন করেন খান খান ॥ বুণি ব্যর্থ দেখি গুরু ক্রুদ্ধ অতিশয় । গগন ছাইল তবে করি অস্ত্রময় ॥ তবে ধনঞ্জয় বীর পূরিয়া সন্ধান । নিমিষেতে নিবারেন আচার্য্যের বাণ ॥ অর্জন এড়েন বাণ যেন যমদণ্ড । ধনু কাটি দ্রোণের করেন-খণ্ড খণ্ড ॥ আর ধনু ল’য়ে দ্রোণ পূরিয়া সুন্ধান। অৰ্জুন উপরে মারে হুতাশন বাণ ॥ হইল সংগ্রাম স্থলে সব অগ্নিময় । পলায় সকল সৈন্য রণে নাহি রয় ॥ এড়িয়া বরুণ বাণ ইন্দ্রের নন্দন । নিমিষেকে নিবারেণ ঘোর হুতাশন । জলেতে হইল পূর্ণ সংগ্রামের স্থল । শোষকাস্ত্রে নিবারিল দ্রোণ মহাবল ॥ বায়ু অস্ত্রে সেনাগণে করিল অস্থির । আকাশাস্ত্রে নিবারেন পার্থ মহাবীর ॥ তবে অতি ক্রোধাবিষ্ট বীর ধনঞ্জয় । চারি বাণে কাটিলেন র্তার চারি হয় ॥ চারি বাণে ধ্বজ কাটি করিলেন খণ্ড । দুই বাণে কাটিলেন সারথির মুণ্ড ॥ আর দশ বাণ র্তার তারা হেন ছুটে । আচার্য্যের বুকে অর্জনের বাণ ফুটে । বাণাঘাতে দ্রোণাচাৰ্য্য হইল বিকল । হাহাকার শব্দ করে যত কুরুবল । আর রথ আনি তবে দ্রোণেরে লইল । রথ ল’য়ে সারথি সত্বর পলাইল । দ্ৰোণ ভঙ্গ দেথি তবে পার্থ মহাবীর । বাণবৃষ্টি করি সৈন্য করেন অস্থির ॥ ভীম দুর্য্যোধন দোহে হইল সমর । সব যোদ্ধাগণ দেখে হইয়া অন্তর ॥ গদাযুদ্ধ করে দোহে, দোহে গদাধর । হুহুঙ্কার শবদ ছাড়ে মহাভয়ঙ্কর ॥ বায়ুর সমান গদ ফিরায় মস্তকে । মহাক্রোধে দুইজন প্রহারে দোহাকে ॥ দেশহার প্রহার কারো নাহি লাগে গায় } কেবল হইল যুদ্ধ গদায় গদায় ॥ রাশি রাশি পড়ে খসি তাহাতে অনল । চমকিয় উঠে কুরু পাণ্ডবের দল ॥ পৰ্ব্বত পড়িল যেন পৰ্ব্বত উপর । দুইজনে দেখা যায় দুই মহীধর ॥ জর্জর হইল দেশহে খাইয়া প্রহর । নিস্তেজ হইল ধৃতরাষ্ট্রের কুমার ॥ যুদ্ধ ত্যজি দুৰ্য্যোধন পলাইয়া যায়। বৃকোদর বীর তার পাছে পাছে ধায় ॥