পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোণপৰ্ব্ব | ] -ص سے নকরে সিন্ধুরাজ দুই হাত কোলে । কোলে মুণ্ড তার হস্তে ল’য়ে ফেলে । নদ পেয়ে মুণ্ড গোট ভূমিতে ফেলিল । সেইকণে তার মুণ্ড খণ্ড খণ্ড হৈল ॥ :ছনমতে সিন্ধুরাজ হইল নিধন । থে সহ গেল যমের সদন ॥ . অঞ্চম বলেন কৃষ্ণ কহিলা বিধান। কৃপা করি কহ জয়দ্ৰথ উপাখ্যান ৷ ভম মুণ্ড ফেলিলে সে মরে সেইক্ষণে । eেন বর কেবা দিল সিন্ধুর নন্দনে ॥ ব্লকৃষ্ণ বলেন শুন বীর ধনঞ্জয় । ক্তযুদথ হয় সিন্ধুরীজের তনয় ॥ বহুকাল জয়দ্ৰথ সেবিল শঙ্করে। স্থনাছারে তপ করে অরণ্য ভিতরে ॥ মন উপহার দিয়া সেবিল মহেশ । তুষ্ট হয়ে বর তারে যাচেন বিশেষ ॥ বর মাগ জয়দ্ৰথ নেই মনোনীত । এত শুনি জয়দ্ৰথ হৈল আনন্দিত ॥ সরুদ্রথ বলে যদি মোরে দিব বর । এক নিবেদন করি তোমার গোচর ॥ ম শির কাটি ঘেই ফেলিবে ধরণী । হরি মুণ্ড খণ্ড খণ্ড হইবে তথনি ॥ *ঙ্কর বলেন এই বর লহ তুমি । স মরিবে তব মুণ্ড যে ফেলিবে ভূমি ॥ হর প্রণমিয়। বীর অনিন্দিত মন । আপনার দেশে গেল সিন্ধুর নন্দন ॥ স কারণে ধনঞ্জয় তোমা কহিলাম । তব রক্ষা হেতু এইরূপ করিলাম ॥ ইম মুণ্ড ফেলি তার জনক মরিল । “মশচয় জানিছ ইহা যেরূপ হইল ॥ এ শুনি ধনঞ্জয়ে লাগে চমৎকার । , সঞ্চর চরণে করিলেন নমস্কার ॥ #ত করিলেন পার্থ যোড় করি কর । এক নিবেদন করি শুন গদাধর । ! তোমা বিনা গতি মম নাহি নারায়ণ । এখত বিপদে মোরে করিলে তারণ ॥ করস্থিত কপালেনভীষণেনোতিভীষণম্। | ააა:)Y তোমার কারণে হয় প্রতিজ্ঞা পূরণ । তোমার প্রসাদে আমি দেখি বন্ধুজন ॥ তোমার কৃপায় জয় হইল সকল । তোমার ভরসা আমি করি হে কেবল ॥ শুন কৃষ্ণ তুমি মম হ ও বুদ্ধি বল । তোমার কারণে আমি পাইব সকল ॥ তোমার কারণে কত দিন রব ক্ষিতি । তোমার কৃপায় করি ভোগ বহুমতী ॥ তোমার দয়ায় কৃষ্ণ করিব সমর । তোমার কৃপায় তরি সঙ্কট সাগর ॥ কাণ্ডারী করুণাময় তরাইতে সিন্ধু । অখিলের নাথ কৃষ্ণ অনাথের বন্ধু ॥ অগতির গতি তুমি দেব নারায়ণ । তোমার রাজীব পদে লইনু শরণ ॥ দীননাথ দয়াময় চাহ দীনজনে । সদা মন রহে যেন তোমার চরণে ॥ শ্ৰীকৃষ্ণ বলেন সথে তুমি বিচক্ষণ । চিনিলে আমারে তুমি ইন্দ্রের নন্দন ॥ তোমা হৈতে প্রিয় মম নাহিক সংসারে । নিশ্চয় জানিহ য়ে কহিলfম তোমারে ॥ তোমা পঞ্চজনে মম প্রতি আতিশয় । অতএব তব কাৰ্য্য করি ধনঞ্জয় ॥ কায়মনোবাক্যে নেই চিন্তয়ে আমারে । অনুক্ষণ তারে রাখি বিপদ সাগরে ॥ অনুক্ষণ নাম মোর লয় যেই জন । তাহার নাহিক ভয় বমের সদন ॥ জল ভেদি পদ্ম যেন উঠে ক্রমে ক্রমে । সেই মত মুক্ত আমি করি ভক্তগণে । তুমি প্রিয়বন্ধু মম ইন্দ্রের নন্দন । অতএব তব কাৰ্য্যে করি প্রাণপণ ॥ এত শুনি ধনঞ্জয় হয়ে পূর্ণকাম । গোবিন্দের পদে ধার করেন প্রণাম ॥ জয়দ্ৰথ বধ কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥