পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\b{3 о পিনাকি ধমুরাকার ক্রলতাং পরমেশ্বরং ॥ [ মহাভারত । ভগদত্ত সহ যুঝে পাঞ্চাল ঈশ্বর। বাণবৃষ্টি পরস্পর দোহার উপর ॥ পৰ্ব্বত আকার হস্তী করি আরোহণ ॥ দ্রুপদ সহিত যুঝে নরক-নন্দন ॥ প্রাণপণে দিব্য অস্ত্র এড়িল দ্রুপদ । কাটি পাড়ে ভগদত্ত যেন তৃণবৎ ॥ বাণ ব্যর্থ দেখি তবে পাঞ্চলে ঈশ্বর । ভগদত্তে প্ৰহারিল তীক্ষ পঞ্চ শর ॥ কবচ ভেদিয়া বাণ অঙ্গে প্রবেশিল । ভগদত্ত অঙ্গ হ’ভে শোণিত বহিল ॥ " স্থির হয়ে ভগদত্ত পূরিল সন্ধান । দ্রুপদের ধনু কাটি করে দুই গান ॥ শীঘ্ৰগতি ভগদত্ত এড়ি দুই বাণ । সারথি তুরঙ্গ কাটি পাড়ে ততক্ষণ ॥ অৰ্দ্ধচন্দ্র এড়ে ভগদত্ত নৃপবর। দুই খান করি কাটে পাঞ্চাল ঈশ্বর ॥ তারপর ভগদত্ত পঞ্চদশ বাণে । মারিল পাঞ্চালরাজে বিশিষ্ট সন্ধানে ॥ দ্রুপদ পড়িল দেখি রাজা যুধিষ্ঠির । ‘মহাশোকে হইলেন নিতান্ত অস্থির ॥ হাহাকণর শবদ করে যত সেনাগণ । পিতৃশোকে ধৃষ্টদ্যুম্ন হৈল অচেতন ॥ আনন্দিত কুরুসৈন্য ছাড়ে সিংহনাদ । পাণ্ডবের দলে বড় হইল বিষাদ ॥ মহাভারতের কথা অমৃত-সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ বৈষ্ণবাক্সের উপাখ্যান ও ভগদত্ত বধ । অৰ্জ্জুন বলেন কৃষ্ণ কর অবধান । হের দেখ ভগদত্ত অনল সমান ॥ সৈন্যগণ ক্ষয় মম করিল বিস্তর। অতএব রথ তুমি চালাও সত্ত্বর ॥ আজি আমি রণে তারে করির নিধন । নিশ্চয় প্রতিজ্ঞ মম শুন নারায়ণ ॥ এত শুনি শ্রীগোবিন্দ হ’য়ে আনন্দিত । ভগদত্ত বধে রথ চালান ত্বরিত ॥ | --~ বায়ুবেগে চলে রথ পবন সমান । ভগদত্ত সম্মুখে আইল সেইক্ষণ ॥ অর্জনে দেখিয়া ধায় ভগদত্তবীর । বাণবৃষ্টি করে যেন মেঘে ফেলে নীর ॥ তর্জন করিয়া বলে অর্জনের প্রতি । আজি যুদ্ধ কর পার্থ আমার সংহতি ॥ | অবশ্ব করিব আজি তোমাকে সংহার। নিতান্ত প্রতিজ্ঞা এই জানিবে আমার ॥ এত শুনি কোপবন্ত পার্থ ধনুৰ্দ্ধর । ডাকিয়া বলেন গৰ্ব্ব ত্যজহ বর্বর্বর ॥ কোন কৰ্ম্ম করি তোর এত অহঙ্কার । আমার অগ্ৰেতে হেন প্রতিজ্ঞ তোমার ॥ এইক্ষণে সাক্ষাতে দেখিবে যোদ্ধাগণ । অবশ্য পাঠাব তোরে যমের সদন ॥ অৰ্জুনের কটুবাক্য শুনি ভগদত্ত । মহাকোপে চালাইয়া দিল গজমত্ত ॥ বায়ুবেগে হস্তী পড়ে রথের উপর । দেখিয়া চিন্তিত হইলেন দামোদর ৷ তথা হৈতে রথ রাখিলেন একভিত । রাজ যুধিষ্ঠির হইলেন আনন্দিত ॥ পুনরপি দুইজনে হইল সমর । তীক্ষ অস্ত্র এড়ে দোহে দোহার উপর ॥ কোপে ভগদত্ত বীর পূরিল সন্ধান । , অর্জনেরে প্রহারিল চোখ চোখ বাণ ॥ তবে ধনঞ্জয় বীর পূরিয়া সন্ধান । ভগদত্ত বাণ করিলেন খান খান ॥ কাটেন সকল অস্ত্র পার্থ কুতুহলে। নারাচ মারিল বীর করি কুম্ভস্থলে ॥ দারুণ প্রহারে করী বিকল হইল । বজ্রাঘাতে যেন গিরিশৃঙ্গ বিদারিল ৷ হস্তী যদি পড়িল দেখিল ভগদত্ত । হেনকালে সারথি যোগায় এক রথ ॥ ষাটি ষাটি হস্তী সেই রথখান বহে ॥ বিস্ময় মানিয়া সৰ্ব্ব যোদ্ধাগণ চাহে ॥ হেন রথে ভগদত্ত চড়ি সেইক্ষণ । ’ অতি কোপে করিলেন বাণ বরিষণ ॥