পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কালীদাসী কঙ্কশপত্ৰ ح – كعتينيجنيفهاني يعكسدحت নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ কর্ণকে সঙ্গে করিয়া কৌরবগণের যুদ্ধ যাত্র । পুরাতন যোদ্ধা সব পড়িল সমরে । বৈর বিপাকে যেন বিধাতা সংহারে। শকুনি কহিল কর্ণ আছে মহামতি । সেনাপত্যে অভিষেক কর শীঘ্ৰগতি ॥ কৰ্ণ যুদ্ধ করুক বলিল বীরগণ । কৰ্ণ সহ যুঝিবেক পাণ্ডবের কেমিজম ॥ ཧྥ་མ་ যুদ্ধ জিনিবে চিন্তিল দুর্য্যোধন। সপ্তাপত্যে অভিষেক করে সেইক্ষণ । পরদিন প্রভাতে কর্ণের আজ্ঞা ধরি। অস্ত্র ল'য়ে বীর সব গেল অগ্রসরি ॥ গজবাজী ধ্বজছত্ৰ শত শত যায়। গছিল কৌরবগণ সমুদ্রের প্রায় ॥ * অস্ত্রে সাজি কৰ্ণ চড়ে গিয়া রথে । চলিল সংগ্রাম-ভূমি ধনুঃশর হাতে ॥ কটক চলিল বহু, রথী হৈল কর্ণ। "কী জিনিতে যেন চলিল স্বপণ ॥ এইণপুত্ৰ চলিল সে মহাধনুৰ্দ্ধয় । শত্ৰ ধরি অশ্বথাম সংগ্রামে প্রখর ॥ শিষ্ট রাজার যতেক অনুচর। গণ সংগ্রাম-ভূমি মূৰ্ত্তি ভয়ঙ্কর ॥ মধ্যে রাজা দুর্য্যোধন সংগ্রামে প্রচণ্ড । কৃতবৰ্ম্মা রহিলেন বামপাশে দণ্ড ॥ নারায়ণী সেনা আর কৃপ মহাশয়। রছিল দক্ষিণদিকে সংগ্রামে নির্ভয় ॥ ত্ৰিগৰ্ত্ত সোঁবল আদি যত মহাবীর। বামভাগে রহিলেন নির্ভয় শরীর ॥ সাজিল কৌরবদল দেখি যুধিষ্ঠির । অৰ্জ্জুনে কহেন তবে ধৰ্ম্মমতি ধীর ॥ দেবাহরে নাহি সহে যাহার প্রতাপ । | সেই কৰ্ণ আইল করিয়া বীরদীপ ॥ এই যে আইসে কর্ণ করিতে সংগ্রাম । দেবাম্বর ভয় করে শুনি যার নাম ॥ কর্ণের জিনিয়া ভাই ঝাটি যশ লও। ত্রিভুবন মধ্যে যদি মহাবীর হও । যুধিষ্ঠির-বাক্য শুনি ধনঞ্জয় বীর। অৰ্দ্ধচন্দ্র নামে বৃহ করিলেন স্থির ॥ বামপৃঙ্গে ভীমসেন সমরে দুর্জয়। দক্ষিণ শৃঙ্গেতে ধৃষ্টদ্যুম্ন মহাশয় ॥ মধ্যবর্তী ধনঞ্জয় বার ধনুৰ্দ্ধর। পৃষ্ঠে রাজা যুধিষ্ঠির দুই সহোদর। যুদ্ধসাজে রহিলেন দুই মহাবীর। অৰ্জ্জুনের কাছে রছে নির্ভয় শরীর ॥