পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΨΨφΦ রক্তপদ্মবিনিষ্টান্ত রক্তাভরণভূষিতাং । [ अशखांब्रड । যুধিষ্ঠিরে কম্পমান দেখি শল্যরাজে। ক্ষত্ৰধৰ্ম্ম রাখিলে উভয়ে নাহি দোষ । চারিদিকে সাবধানে রণে সবে যুঝে ॥ গোবিন্দ সহায় পাছে বলেন ডাকিয়া । লাশছ মাতুলে উপরোধ কি লাগিয়া ॥ কৃষ্ণের বচনে যুধিষ্ঠির সাবধান । অকৰ্ণ পূরিয়া বাণ করেন সন্ধান ॥ ধৰ্ম্মরাজ ধৰ্ম্মমতি যুদ্ধে ধৰ্ম্ম রাখে । অন্যায় নাহিক দুই রথীর সম্মুখে ॥ জমুক্রমে মহাশর ছাড়ে মহীপতি । সেইমত কাটে শল্য ধৰ্ম্ম ক্রুদ্ধমতি ॥ কাঠেন শল্যের অস্ত্র মারি সাতবাণ । রধধবজ সহ ছত্রে হয় খান খান ॥ রখ লণ্ড ভণ্ড দেখি ক্রোধে মন্দ্রপতি । স্বলজ্জা করিয়া রথ আনে শীঘ্ৰগতি ॥ শল্য বলে ভাগিনেয় যুদ্ধে মহাবীর । যুদ্ধেতে এমত কেন দেখি যুধিষ্ঠির ॥ আত্মমত বলে দেখি বুদ্ধি যত যার । এতক্ষণে যুঝ তুমি অগ্ৰেতে আমার ॥ ধৰ্ম্মরাজ বলে যুদ্ধ করি উপরোধ । সব জানি মাতুল অতুল মহাযোধ 0 বিধিমত যুঝি আজি তোমার সংহতি । তোমারে জিনিলে জয় হইবে সম্প্রতি ॥ ক্ষম্রকুলে ধৰ্ম্মযুদ্ধ বিজয় ঘোষণা । ষম সম শক্র আর না করি গণন ॥ মম ভাগ্য হেতু তুমি হৈলে রিপুগত । ক্ষজ্ঞধৰ্ম্ম রাখিবারে সব হৈল হত ! এক্ষণে মাতুল তব হইবে বিনাশ । শমন ভবনে যাহ হইয়া নিরাশ ॥ অপরাধ না লইবে অস্ত্রের ঘাতনে । জাশীৰ্ব্বাদ কর মামা যাবৎ জীবনে ॥ শল্য বলে ধৰ্ম্মচারে তুমি সে প্রধান । তোমার বিজয় সত্য নাছিক এড়ান 0 পূর্বে তৰ দরশনে ইচ্ছা মম ছিল । পথে পেয়ে ছুৰ্য্যোধন আমারে বরিল ও দে সব বৃত্তান্ত দূত কৈল ভৰ আগে । অতএৰ হইলাম দুৰ্য্যোধন দিগে a সম্বন্ধের উপরোধে দূর কর রোষ । কহিতে কহিতে দোহে করে বাণ বৃষ্টি । প্রলয়ের মেঘ যেন মজাইতে স্থষ্টি । অসংখ্য বরিষে বাণ যেন জলধারা । খসিয়া পড়য়ে যেন আকাশের তারা । ধৰ্ম্মরাজে ডাকিয়া বলেন যোদ্ধাগণ । শল্যেয়ে মারহ ৰাণ পুরিয়া সন্ধান ॥ দুই বীরে মহাযুদ্ধ হয় বহুতর । দোহে দোহে বিন্ধিয়া করিল জর জর ॥ মহাবাণ বজ্র এড়িলেন ধৰ্ম্মস্থত । ধনু কাটি শল্যের কাটেন অশ্ব রথ ॥ আর ধনু ল’য়ে শল্য হৈল আগুসার । হইল প্রলয় যুদ্ধ বাণে অন্ধকার । ধনু কাটাকাটি পুনঃ হৈল পরস্পর । পুনঃ ধনু নিল দোহে করিতে সমর ॥ সন্ধানে সন্ধানে দোহে পরম সন্ধানী । দোহে দোহা বিনাশিব এই মনে জানি ॥ অসিমুখ বাণ শল্য এড়িলেক কোপে । বুকে বাজি ধৰ্ম্ম রছিলেন মৃতরূপে ॥ ক্ষণে মুচ্ছ ভঙ্গ হয়ে উঠে ধৰ্ম্মকারী। বাণগুটি ফেলেন কাটিয়া করে ধরি ৪ ভীমসেন ধনঞ্জয় সাত্যকি প্রভূতি । | বিনাশে কৌরব-সেনা করিয়া ছুৰ্গতি ৷ যুধিষ্ঠিরে অবসন্ন দেখি ভীম বীর । শল্যের সম্মুখে যুঝে হইয়া স্বস্থির ॥ ভীমের কবচ কাটি পাড়ে শল্য বাণে । শল্য-অশ্ব কাটে ভীম করিয়া সন্ধানে f : তাহা দেখি শল্য বীর মহাক্রোধ মনে । পঞ্চ বাণ ভীমসেন পুরিল সন্ধানে ? শল্য বাণে ভীমসেনে করিল জর্জর । নিবারিতে নাহি পারে পবন-কোঙর । তাহা দেখি পুনঃ যুধিষ্ঠির মহারাজ । সন্ধান পুরিয়া জালে সমরের মাৰু ? বাণেতে পড়িত শল্য দেখি যদুপতি । ধৰ্ম্মরাজে ডাকিয় বলেৰ শীঘ্ৰগতি ।