পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী প্ৰণলেণপত্ৰ । - নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ সসৈন্তে যুধিষ্ঠিরের ছদ নিকটে গমন । মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন । দ্বৈপায়ন হ্রদে লুকাইল দুর্য্যোধন পাণ্ডবের সৈন্যগণ খুজিয়া বেড়ায় । দুৰ্য্যোধন রাজারে দেখিতে নাহি পায় ॥ আপন শিবিরে যান ধৰ্ম্ম নরবর। তুৰ্য্যোধনে খুজিতে পাঠান নিজ চর ॥ এত শুনি জিজ্ঞাসিল ঐ জনমেজয় । কহিলা অপূৰ্ব্ব কথা মুনি মহাশয় ॥ কুরুকুলপতি মহারাজ দুৰ্য্যোধন । ষ্ট্র মধ্যে কি প্রকারে রহিল তখন ॥ কি উপায় করিলেন পিতামহক্ষণ । শুনিবারে বাঞ্ছা বড় কহ তপোধন ॥ মুনি বলে অবধান কর নরপতি । যেইমতে হত দুর্য্যোধন দুষ্টমতি ॥ গদাপর্ব কথা কহি শুন নৃপবর। সেইমতে পুনরপি হইল সমর ॥ *ক্ৰজী লোক অপমানে কোপ মন । দ্বৈপায়ন হ্রদে প্রবেশিল দুৰ্য্যোধন ৷ গদার প্রহারে বীর সলিল বিদারি । গাতে পশিল রাজা হাতে গদা করি। ভ্ৰাতৃ বন্ধু সহিত নৃপতি যুধিষ্ঠির দুৰ্য্যোধন অন্বেষিতে যান বহু বার ॥ বন উপবন খুজিলেন নানা দেশ । না পাইয়। দুর্য্যোধনে ভাবেন বিশেষ ॥ মারিয়া বিপক্ষ করিলাম কোন কাৰ্য্য । পুনর্বার দুৰ্য্যোধন লইবেক রাজ্য । পুনৰ্ব্বার আসিয়া করিবে মহারণ । পলাইয়া আছে কোথা রাজ; দুৰ্য্যোধন ॥ এত কহি বলিয়া আছেন ধৰ্ম্মরায় ॥ হেথা তিন বীর দুৰ্য্যোধন কাছে যায় ॥ অশ্বথামা কৃতবৰ্ম্ম কৃপ স্থপণ্ডিত । হ্রদের নিকটে গিয়া হৈল উপনীত ॥ জলস্তন্তে দুর্য্যোধন আছেন নির্জনে । | | হ্রদের উপরে “কি ডাকে তিনজনে ॥ উঠ উঠ রাজা যুদ্ধে ন হ° বিমুখ । যুধিষ্ঠিরে জিনিয়া ভুঞ্জহ রাজ্যস্থখ ॥ পলাইয়া কেন তুমি পাও অধোগতি । রণেতে কাতর নহে ক্ষত্রিয় এ মতি ॥ পাণ্ডবের সৈন্য সব করিব সংহার । রাখিতে নারিবে কৃষ্ণ সহায় তাহার ॥ তা সবার বাক্য শুনি বলে দুৰ্য্যোধন । , বড় ভাগ্যে সংগ্রামে তরিলা তিনজন । ,