পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাপৰ্ব্ব ৷ ] সত্যনারায়ণের ধ্যান—ওঁ ধ্যায়েৎ সত্যং— Wっb^○ ইন্দ্রকে কছিল শুন দেবতার পতি । খে তুষ্টামুনি পুত্র করিছে অনীতি ॥ লুকাইয়া যজ্ঞভাগ দেয় মাতামহে। এতেক বচন ইন্দ্রে দেবগণ কহে ॥ শুনিয় কুপিল ইন্দ্র অগ্নির সমান । দেবগণে সাম্যবাক্যে কৈল সমাধান ॥ খড়গ দিয়া ত্রিশিরার কাটিলেন মাথা । শুনিয়া সন্তুষ্ট হৈল সকল দেবতা ৷ তুষ্ট মুনি পাইল সকল সমাচর । শচীপতি প্রতি রোষ করিল অপার ॥ যজ্ঞ করে ত্বষ্টা মুনি ইন্দ্রে কোপ করি । সঘনে অমরগণ কম্পে থরহরি ॥ যজ্ঞে পূর্ণাহুতি দিতে জন্মিল নন্দন । রত্রস্থির নাম তার অতি স্বলক্ষণ ॥ পরম তেজস্ব সেই বৃত্র মহাশয় । ত্ৰিভুবনে কোন জনে নাহি করে ভয় ॥ বিষ্ণুপরায়ণ হৈল পরম বৈষ্ণব । তার কৰ্ম্ম দেখি ভয়ে কঁপিয়ে বাসব ॥ মিলিল মনেক সৈন্য বৃত্রের সংহতি । ইন্দ্রস্তু লইল খেদাড়িয়া স্বরপতি ॥ সকল অমরগণে লণ্ডভণ্ড কৈল । স্বর্গের দেবতাগণ ভয়ে লুকাইল ॥ পলাইয়া গেল সব ব্রহ্মার সদন । ব্ৰহ্মারে কহিল গিয়া সব বিবরণ ॥ রত্রীস্ট্রর লইল সকল অধিকার । আপনি ইহার প্রভু কর প্রতিকার ) প্রজাপতি বলিলেন শুন দেবগণ । দেবের অবধ্য ত্বষ্ট মুনির নন্দন ॥ "রায়ণ স্থানে সবে করন্থ গমন । নিজ নিজ দুঃখ কথা কর নিবেদন ॥ এই বলি দেবগণে লইয়া সংহতি । "মায়ণ সমীপে গেলেন প্রজাপতি ॥ {"লোকধামেতে যথা দেব নারায়ণ । উপনীত হইলেন সহ দেবগণ । H করিল গিয়া অমর নিকর । "ত আদেশ করিলেন বিশ্বম্ভর । আদেশ পাইয়া সবে বসে সন্নিধানে । কহেন চতুরানন বিনয় বচনে ॥ শুন প্রভু নারায়ণ আমার বচন । তোমার চরণে কিছু করি নিবেদন ॥ মহাভারতের কথা সমান পীযুষ । যাহার শ্রবণে হয় নর নিষ্কলুষ ॥ গদাপর্ব ভারতের অপূৰ্ব্ব কথন । কাশীরাম দাসের পয়ার বিরচন ॥ দেবগণ কত্ত্বক বিষ্ণুর স্তব । ব্ৰহ্মা আদি স্বরগণ, একান্ত একাগ্রমন, স্তুতি করি হরির চরণে । শুন প্রভু নারায়ণ, যতেক দেবতাগণ, নিবেদন করে এক মনে ॥ হে মধুকৈটভ অরি, আমরা ভয়েতে মরি, বৃত্ৰাস্ত্রর নিল অধিকার । বৈসে ইন্দ্র সিংহাসনে, খেদাড়িল দেবগণে, অমরের নাহিক নিস্তার ॥ ইন্দ্রের ইন্দ্রত্ন নিল, ভয়ে ইন্দ্র পলাইল, অমরের নিল রাজদণ্ড । দেবতা ছাড়িল ধৰ্ম্ম, লইল অগ্নির কৰ্ম্ম, বরুণে করিল লণ্ডভণ্ড ॥ পবনের অধিকার, লইলেক দুরাচার, চন্দ্রার্কের কি কব দুৰ্গতি । বৃত্র করে পরাভব, ইন্দ্রাদি দেবতা সব, মনুষ্য সমান ভ্ৰমে ক্ষিতি ॥ দারুণ দৈত্যের ভয়, প্রাণ নাহি স্থির হয়, . দেবতার নাহিক নিস্তার । তুমি ত্রিলোকের পতি, সকল দেবের গতি, চিন্তহ ইহার প্রতিকpর ॥ রজোগুণে দিয়া দৃষ্টি, আপনি করিলা স্বষ্টি, সত্ত্বগুণে করছ পালন । স্বজন পালন নাশ, তব কৰ্ম্ম স্বপ্রকাশ, . তমোগুণে কর সংস্করণ ॥ ইত্যাদি অনেক স্তব, করিল দেবতা সব, শুনিয়া দুঃখিত ভগবান ।