পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র, সম্পূর্ণ কাশীদাসী মহাভারত। ੇਿਡ਼sou O鲁<>挚O নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্।” দেবী সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ পঞ্চপুত্রের-মৃত্যু শ্রবণে যুধিষ্ঠিরাদির খেদ । জন্মেজয় বলিলেন কহ তপোধন । ধৃষ্টদ্যুম্বে বধি গেল দ্রোণের নন্দন ॥ " শুনিয়া কি করিলেন ধৰ্ম্মের নন্দন । বিস্তারিয়৷ সেই কথা কহ তপোধন ॥ মুনি বলে শুন পরীক্ষিতের তনয় । সৰ্ব্ব সৈন্য বধি গেল রজনী সময় ॥ শোকাবেশে রজনী হইল স্বপ্রভাত । ডাকে কাক কোকিল উদয় দীননাথ । ধৃষ্টদ্যুম্ব সারথি আছিল নিশাকালে । জীবন রাখিয়াছিল মড়ার মিশালে । প্রলয় মানিয়া মনে পাইল তরাস । দেখিল নিভৃতে রছি সকল বিনাশ ॥ রবির প্রকাশে নিশা প্রসন্ন দেখিয়া । যুধিষ্ঠিরে বার্তা দিতে চলিল ধাইয়া । আছে বা না আছে ধৰ্ম্ম মনের ভাবনা । উরুতে চাপড় মারে রোদন বিমন ৷ কান্দিতে কান্দিতে গেল যথা ধৰ্ম্মরাজ । উপনীত হইয়া কহিছে সভামাঝ ॥ অবধান কর রাজা ধৰ্ম্মের নন্দন । নিশাকালে বধি গেল সব সেনাগণ ॥ ধৃষ্টদ্যুম্ন আদি করি যত বীর ছিল । দ্রৌপদীর পঞ্চপুত্র সহিত মারিল ॥ নিশাতে আসিয়া দুষ্ট দ্রোণের নন্দন । অকস্মাৎ শিবিরেতে করিল গমন ॥ নিদ্রায় কাতর ছিল যত সেনাগণ । একে একে মারিলেক নাহি একজন ॥ মৃত সঙ্গে ছিনু আমি করিয়া প্রকার । বার্তা দিতে আসিয়াছি অগ্ৰেতে তোমার ; শুনিয়া করেন খেদ ধৰ্ম্মের নন্দন । সকলি করিল নষ্ট দ্ৰোণি দুষ্টজন ॥ কিরূপে এমন যুদ্ধ হৈল কহ শুনি । সূতপুত্র বলে অবধান নৃপমণি ॥ ইহার বৃত্তান্ত রাজা কি বলিব আর । কালি নিশাকালে সৈন্য করিল সংহার ৪ কোন দেবে সহায় করিয়া কি আইল । কোন দেবতায় সাধি এ বর পাইল a ধৃষ্টদ্যুহ্ম শিখণ্ডী প্রভূতি ৰীরবর। ংগ্রামের পরিশ্রমে শ্রান্ত কলেবর ॥ শিবিরে নিশাযু সবে আছিল শয়নে । আসিয়া দ্রোণের পুত্ৰ বধিল জীবনে ॥ যার যত সেনা ছিল স্বহৃঙ্গ বান্ধব । একাকী বধিয়া গেল দেখি অসম্ভব ॥