পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীপৰ্ব্ব । ] আকণ্ঠশ্চ নরাকৃতি, ঘনশ্যামশ্চতুৰ্ব্বাহুঃ । ৭১৩ কেহ মরে বাল্যকালে, সকলি কৰ্ম্মের ফলে, কেহ কারে মারিতে না পারে । আমার বচন শুনি, শান্ত হও নৃপমণি, শোক আর না কর অন্তরে ॥ বিদুরের বাক্য শুনি, স্তব্ধ হইল নৃপমণি, কিন্তু শোকে দহয়ে শরীর । ন। শুনে বচন হিত, ধরিতে না পারে চিত, ধৈর্য্যকে ধরিতে নারে বীর ॥ তবে আসি ব্যাস মুনি, বিদুর সঞ্জয় গুণী, - আর যত সুহৃদ সকলে । শীতল সলিল সেচি, তালের বিউনী বিচি, চেতন করান মহীপালে ॥ সম্বিত পাইয়া পুনঃ, শোক করি চতুগুণি, কহে ধিক্ মনুষ্য-জনমে । পাই এত দুঃখ সব, ছার তনু নাহি যায় কেনে ॥ শত পুত্র বিনাশিল, একজন না রহিল, শ্ৰোদ্ধ শান্তি করিতে তপণ । অনিত্য এ সব দেহ, প্রাণ রাখি কিসের কারণ ॥ ধৃতরাষ্ট্র নরপতি, বিলাপ করয়ে অতি, পুত্ৰশোক সহিতে না পারে । ভাবয়ে বান্ধব-শোক, ক্ষণে ভাবে পরলোক, : নির্ণয় করিতে কিছু নারে ॥ হাহাপুত্র হূর্য্যোধনু, কোথা গেল দুঃশাসন, দুৰ্ম্মথ প্রভৃতি শত পুত্র । ধরিতে না পারি হিয়া, লহ মোরে উদ্ধারিয়া, শোকেতে দহিছে মোর গাত্র । ভারতের পুণ্যকথা, শুনিলে ঘুচয়ে ব্যথা, কলির কলুষ হয় নাশ । গোবিন্দ-চরণে মন, সমপিঞ্জী অনুক্ষণ, বিরচিল কাশীরাম দাস ॥ ধুতরাষ্ট্রের প্রতি ব্যাসের হিতোপদেশ । বিষাদ করয়ে নরপতি পুত্ৰশোকে । রাজারে বেড়িয়া কান্দে যত পুরলোকে ॥ পুত্ৰশোকে পরাভব, ; চিরজীবী নহে কেহু, : তবে ব্যাস কহিলেন শুন নৃপবর । গত জীব হেতু তুমি শোক কেন কর ॥ | আর শোক না করিহ শুনহ রাজন । | মন দিয়া শুন দুৰ্য্যোধনের কথন ॥ একদা গেলাম আমি ব্ৰহ্মার সভায় । নারদাদি মুনিগণ আছিল তথায় ॥ হেনকালে পৃথিবী করিল নিবেদন । পরিত্রাণ আমারে করছ পদ্মাসন ॥ হরি করিলেন যত দানব-সংহার । ক্ষত্ৰকুলে তাহারা জন্মিল পুনর্বার ॥ পৃথিবীর বাক্য শুনি দেব প্রজাপতি । আশ্বাস করিয়া তীরে কহিল ভারতী ॥ ধৃতরাষ্ট্র তনয় নৃপতি দুৰ্য্যোধন । কুরুবংশে জন্মিবে সে বড়ই দুৰ্জ্জন ॥ সে তোমার খণ্ডাইবে ভার গুরুতর । শুন বসুমতী তুমি আমার উত্তর ॥ শুনিয় কাশ্যপী স্তুতি অনেক করিলা । ষোড়হাত করি পুনঃ কহিতে লাগিলা ॥ কেমন প্রকারে মোর ঘুচিবেক ভার। কহ পিতামহ তার করিয়া বিস্তার ॥ ব্রহ্ম কন কুরু পাণ্ডু ভাই দুইজন । চন্দ্রবংশে উৎপন্ন হইবে বিচক্ষণ ॥ পাণ্ডুর তনয় পঞ্চজন তুল্য দেব। ধৰ্ম্ম ভীম অর্জুন নকুল সহদেব ॥ ধৃতরাষ্ট্র নৃপতির হইবে নন্দন। দুৰ্য্যোধন দুঃশাসন,আদি শত জন ॥ রাজ্য হেতু বিবাদ হইবে দুইজনে । পাণ্ডুর নন্দন যুধিষ্ঠির রাজা সনে ॥ আপনি সহায় কৃষ্ণ হবেন তাহার । কুরুক্ষেত্রে হইবেক ঘোর মহামার ॥ কুরুক্ষেত্রে ক্ষত্ৰ যত সংহার হইবে । শুন বহুমতী তব ভার নL থাকিবে ॥ যাহ যাহ বসুমতী আপনার স্থান । দুৰ্য্যোধন হেতু তব হবে পরিত্রাণ ॥ এত বলি পৃথিবীরে করিল বিদায় । | এই সব কারণ যে জানিমু তথায় ॥