পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২° জৰ্বনামীশ্বর শিখেয় ধান মঞ্জস্বীপ* -এককালে এত শোক সহিতে না পারি । বুঝাইব আমারে কিরূপে হে মুরারী। পুত্ৰশোক-শেল সম বাজিছে হৃদয় । দেখাবার ছৈলে দেখাতাম মহাশয় ॥ ংসারের মধ্যে শোক আছয়ে যতেক ॥ পুত্ৰশোক তুল্য শোক নাহি তার এক । গর্ভধারী হয়ে যেই করেছে পালন । সেই সে বুঝিতে পারে পুত্রের মরণ ॥ . এ শোক সহিতে কেব৷ আছয়ে সংসারে । বিবরিয়া বাস্থদেৰ কহ দেখি মোরে ॥ সহিতে না পারি আমি হৃদয়ের তাপ । , ভাবিতে উঠয়ে মনে মহা মনস্তাপ ॥ अशयलदख अभ *८ङक नन्नन । কি দিয়া আমারে বুৰাইবা নারায়ণ ॥ মহারাজ দুৰ্য্যোধন লোটায় ভূতলে । চরণ পূজিত যার নৃপতিমণ্ডলে । ময়ূরের পাখে যার চামর ব্যঞ্জন । কুৰুর শৃগাল তারে করয়ে ভক্ষণ । দেখিতে ন পারি অামি এ সব যন্ত্রণা । শকুনি দিলেক যুক্তি খাইয়া আপন ॥ " যাত্রাকালে পুত্র মোরে জিজ্ঞাসিল জয় । যে কথা কহিমু তাহ শুন মহাশয় ॥ যথা ধৰ্ম্ম তথা কৃষ্ণ জয় সেইখানে । এই কথা আমি কহিলাম দুৰ্য্যোধনে ॥ না শুনিল মম বাক্য করি অনাদর। রাখিল ক্ষক্রিয় ধৰ্ম্ম করিয়া সমর ॥ কাতর না হুৈল রণে আমার নন্দন । সমর করিয়া সবে ত্যজিল জীবন ॥ । হৃদয়ে রছিল কিন্তু বড় এক ব্যথা । সংগ্রামে আইল দুৰ্য্যোধনের বনিত ॥ এই দুঃখ নারায়ণ না পারি সহিতে । ওই দেখ বধূগণ আত্মশাখা হাতে ॥ । অতএব ব্যগ্র বড় হইয়াছি আমি । আর এক নিবেদন শুন অন্তৰ্য্যামী ॥ । ছুৰ্য্যোধন না মানিল ছিত উপদেশ । কাৰ্যর উচিত ফল পাইল বিশেষ । -بی- ** | f:: - ," "క బ్ర్కొ: క్ష - يم تا - ۰ یا ... . . শকুনি আমার ভাই বড় ছুরাচার। । তাহার বুদ্ধিতে হৈল বংশের সংহার। । মরিলেক শত পুত্র বংশের সংহতি । বৃদ্ধকালে রাজায় হইবে কিবা গতি ॥ পাণ্ডুর নন্দন রাজ্য লবে আপনার । পুত্র নাহি কেব৷ আর যোগাবে আহার ॥ জলাঞ্জলি দিতে কেহ নাহি পিতৃগণে । ‘এই হেতু ক্ৰন্দন করি যে রাত্র দিনে ॥ এত বলি গান্ধারী হইল অচেতন । করুণ সাগর কৃষ্ণ করেন সাত্বন ॥ | কৌরব-বনিত কান্দে পতি-পুত্ৰশোকে । তা দেখিয়া পাণ্ডব আছয়ে অধোমুখে ॥ মৃতপুত্র কোলে করি করয়ে বিলাপ। যুধিষ্ঠির রাজার বাড়িল মনস্তাপ ॥ এমন সময়ে আসি দৌপদী স্বন্দরী। পুত্ৰশোকে কান্দে শিরে করাঘাত করি ॥ । বিরাটনন্দিনী কান্দে শোকে অচেতন । তাহা দেখি পাইলেন অর্জন বেদন ॥ উত্তর ধরিয়া অভিমমু্যর চরণ । লাজ ভয় ত্যাগ করি যুড়িল ক্ৰন্দন ॥ উত্তর বলিল মোরে বিধি প্রতিকুল । হেনজন মরে যার গোবিন্দ মাতুল ॥ ধনঞ্জয় পিতা যায় হেন জন মরে । এ বড় দারুণ শোক রহিল অন্তরে ॥ মোহেতে আকুল বড় রাজা যুধিষ্ঠির । বিলাপিয়া ভুমেতে পড়িল ভীমবীর ॥ শোকেতে অর্জন বীর করেন রেদিন । বিলপিয়া কান্দে দুই মাদ্রীর নন্দন ॥ কুন্তী যাজ্ঞসেনী দেহে শোকে অচেতন । মহা শোক-সিন্ধু মাঝে পড়ে সৰ্ব্বজন ॥ ফুকারিয়া কুম্ভীদেবী না পারে কান্দিতে । হইল অস্তরে দগ্ধ কর্ণের শোকেতে । বিলপিয়া উত্তরা যে যায় গড়াগড়ি । প্রাণনাথ কোথা ওহে গেলে মোরে ছাড়ি ॥ গোবিন্দ তোমার মামা পিতা ধনঞ্জয় । আৰু মৰিক্কোঞ্চলে অর্কুঞ্জ • భ్వీఫ్చే: