পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૨ ના যখন জন্ময়ে লোক এইত সংসারে । তখন আইসে প্রাণী যম অধিকারে ॥ রসিক জনাতে যেন সেবে মহারস । জর জীর্ণ মুখে থাকে নহে মৃত্যুবশ ॥ ধ্যানে নিরবধি থাকে তপস্বীর সনে ; শুন যুধিষ্ঠির তারে হরে লয় যমে ॥ আপনার শরীর রাখিতে নাহি পারি। কি লাগিয়া পর লাগি শোক ক’রে মরি ॥ . এত সব তত্ত্ব কথা সনক কহিল । অস্ত্ৰ নামে ব্রাহ্মণের সন্দেহ ভাঙ্গিল ॥ শোক ত্যজ যুধিষ্ঠির শুন নরপতি । মহাসুখে ভুঞ্জ সসাগর বহুমতী ॥ ব্যাসের বচন শুনি ধৰ্ম্ম নৃপবর । মৌনেতে রহেন কিছু না দেন উত্তর ॥ কৃষ্ণেরে কহেন তবে বীর ধনঞ্জয় । কত ক্লেশ পান রাজা কছিতে সংশয় ॥ জ্ঞাতিবধ পাপে মগ্ন রাজা যুধিষ্ঠির । বিশেষ আকুল বড় ভীম মহাবীর ॥ কেমনে পাইবে রাজ্য কহ ভগবান । বৃথা করিলাম তবে এতেক সংগ্রাম ॥ আপনি নিশ্চয় কহু রাজা যুধিষ্ঠিরে। তবে রাজ্য পাই প্রভু জানাই তোমারে ॥ দেশান্তরী হয়েছিনু রাজ্যের কারণে । স্মরিয়া সে সব কথা দুঃখ উঠে মনে ॥ বিরাট নগরে বঞ্চিলাম বৎসরেক । ইনকৰ্ম্ম করিলাম কহিব কতেক ॥ হেন রাজ্য ত্যজিতে চাহেন যুধিষ্ঠির । আপনি বুঝাও পুনঃ শুন যদুবীর ॥ রাজ্য হেতু জ্ঞাতিগণ হইল বিনাশ । যুধিষ্ঠিরে আপনি বুঝাও খ্ৰীনিবাস ॥ বিক্রম করেছি যত শুনহ শ্ৰীহরি। বুঝাও ধৰ্ম্মেরে তুমি মায়া দূর করি ॥ সকল তোমার সাধ্য শুন নারায়ণ । রাজ্য লাগি করিলাম যত পরাক্রম ॥ রাজ্য করিৰারে প্রভু বড় ইচ্ছা হয় । আপনি বিশেষ তাহা জান মহাশয় ॥ ভয়রে বিভূষিতং শূলডমরুহস্তঞ্চ ডমণ্ডলু মহাভারত। রাজ্য ধন নাছি চান ধৰ্ম্ম নৃপমণি । আমাকে চাহিয়, নৃপে বুঝাও আপনি ॥ অর্জনের বাক্য শুনি উঠেন গোবিন্দ । নয়ন প্রসম যেন বিকচারবিন্দ ॥ ভক্তি করি কাছে গিয়া বসেন আপনি । যুধিষ্ঠির হাতে ধরি কহেন তখনি ॥ । ! শোক ত্যজ মহারাজ শাস্ত কর মন । কেন নাহি শুন রাজা ব্যাসের বচন ॥ যে সব মরিল রণে জ্ঞাতি বন্ধুজন । শোক কৈলে পাবে হেন না হয় রাজন ॥ সেব্যমান উদ্বেগে কলহ কণ্ডু বাড়ে । শোকে মন দিলে রাজ। লক্ষমা তারে ছাড়ে ॥ আপনি নারদ পুনঃ সঞ্জয়ে কহিল । তবেত সঞ্জয় রাজ শোক পাসরিল ॥ হিতকথা কহিলেন ব্যাস মুনিবর। ! তাহাতে আপনি কেন না দেহ উত্তর ॥ এতেক কহেন যদি কমললোচন । কিছু না কহেন তবে ধৰ্ম্মের নন্দন ॥ পুনঃ ব্যাস মুনি তারে বুঝান বিস্তর । মৌনভাবে রাজা তারে না দেন উত্তর ॥ " কহিল নারদ মুনি নানা উপদেশ । না করিব শোক রাজ কহিনু বিশেষ। জ্ঞাতিবধ বলি নাহি ভয় কর চিতে । শোক নিবারিয়া রাজা চল হস্তিনাতে ॥ শ্রাদ্ধ শাস্তি কর দুৰ্য্যোধন আদি করি। দূর কর মৃত্যুশোক হও দণ্ডধারী ॥ ধৰ্ম্মকথা নিরবধি করহ শ্রবণ । , তবে শোকহীন হবে শাস্ত কর মন ॥ গঙ্গা হৈতে জাত ভীষ্ম শান্তনু তনয় । তার দরশনে পাপ হইবেক ক্ষয় ॥ মহাবলবান ভীষ্ম শান্তনু-নন্দন । র্তার দরশনে পাপ হবে বিমোচন | শ্রবণ করিতে বেদ অভ্যাস করিল। ব্ৰহ্মার তনয় হৈতে স্বশিক্ষা পাইল ॥ মার্কণ্ডেয় মুনি হৈতে ধৰ্ম্মের নন্দন । । পরশুরাম হৈতে পাইল অস্ত্রগণ ॥