পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ বিশ্বরূপং স্বরূপঞ্চ শব্দরূপং মহেশ্বরং ॥ [ মহাভারত । রাহুত মাহুত নান, সঙ্গে ল’য়ে নানা সেনা, মহা হস্তী সব যুথে যুথে ॥ সাত্যকি প্রদ্যুম্ন আর, সঙ্গে ল’য়ে পরিবার, বাদ্য কোলাহলে যদুপতি । গেলেন ভীষ্মের স্থান, দেখি ভীষ্ম মতিমান, আদর করেন সব প্রতি ॥ যার যেই যোগ্যাসন, বসিলেন ক্ষত্ৰগণ, প্ৰণমিয়া ভীষ্মের চরণে । একভিতে বিপ্ৰগণ, আনন্দে বসিল সেই স্থানে ॥ যুধিষ্ঠির নরপতি, ভ্রাতৃগণ সহ শোকমনে । লোটায় ধরণী:পরে, বসিলেন বিষণ্ণবদনে ॥ যথাযোগ্য সম্ভাষণ, দ্বিজ ক্ষত্র বৈশ্য সৰ্ব্বজনে । দেখিয়া অমরগণ, সাধুবাদে গঙ্গার নন্দনে ॥ ভারতের পুণ্যকথা, পুণ্য বৃদ্ধি পাপের বিনাশ । কমলাকান্তের স্থত, হেতু স্থজনের প্রীত, বিরচিল কাশীরাম দাস ॥ যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের যোগ কথন । ভীষ্মেরে কহিল পরে রাজা যুধিষ্ঠির । তোমার বিয়োগে চিত্ত নাহিক স্বস্থির ॥ আমী সম পাপ আত্মা নাহিক সংসারে । রাজ্য হেতু প্রহার করেছি আপনারে ॥ পাপী আমি নরাধম আতি দুরাচার । জ্ঞাতিবধ করিয়া পাতক কৈলু সার ॥ রাজ্য হেতু জ্ঞাতি বন্ধু সকল বধিয়া । করিলাম বেদশাস্ত্র বহিভূত ক্রিয় ॥ কল্পতরু পিতামহ আপন বিনাশ । করিলাম বধিয়া ধনের অভিলাষ ॥ দ্রোণাচাৰ্য্য গুরু আদি সুহৃদ স্বজন । তি বন্ধু পরিবার বহু রাজগণ ॥ পাতি দিব্য কুশাসন কৰ্ণ সোমদত্ত আদি বাহিলক নৃপতি । দ্রুপদ স্থশৰ্ম্ম আর বিরাট প্রভূতি ॥ কৰ্ণ হেন ভাই মম দ্রোণ হেন গুরু । অভিমনু্যু ঘটোৎকচ আদি পুত্র চারু ॥ আমার কারণে সবে পড়িল সমরে । আম হেন পাপী নাহি এ ঘোর সংসারে ॥ রাজ্যপদ ছাড়ি আমি যাব দেশান্তর । , অনশন্স করিয়া নাশিব কলেবর ॥ রাজ্যপদে কাৰ্য্য মম নাহি প্রয়োজন । ভীমে রাজ্য দিয়া আমি প্রবেশিব বন ॥ চিত্তে দুঃখ হ’য়ে অতি, , তপস্যা করিয়া কায় করিব শোধন । যোগবলে আত্মা আমি করিব নিধন ॥ মুখে নাহি বাক্য সরে, । করে ভাষ্ম মহাজন, । প্রশংসিল সৰ্ব্বজন, । এত বলি অধোমুখে কান্দেন রাজন । ক্ৰন্দন নিবৃত্ত ভীষ্ম বলেন বচন ॥ শোক দূর কর রাজা, স্থির কর মন ; ইতিহাস কছি এক করছ শ্রবণ ॥ সহস্ৰেক ফল শান্তিপর্বের্বর কথন । শান্তিকথা কহি শান্ত হইবে রাজন ॥ শ্রবণে বিনাশে ব্যথা, : জ্ঞাতিবধ পাপ আদি সব হ’বে ক্ষয় । মহাযোগ ফল পাবে নাহিক সংশয় ॥ সৰ্ব্বত্র মঙ্গল হবে সৰ্ব্বত্র বিজয় । হৃদয় স্বস্থির করি শুন মহাশয় ॥ ংসারের হর্তা কর্তা দেব নিরঞ্জন । স্বজন পালন তিনি করেন নিধন ৷ কে কারে মারিতে পারে, কার কি শকতি । কৰ্ম্মবন্ধে ভোগ যত করে কৰ্ম্মগতি ॥ কৰ্ম্মবন্ধে গতায়াত করে সংসারেতে । পুনঃ মরে পুনঃ জন্মে পাপ পুণ্য হতে ॥ পাপেতে পাপীর পাপ বৃদ্ধি হয় নীতি । যেন পাপ অর্জে তেন ভুঞ্জয়ে দুৰ্গতি ॥ মিথ্যা বলি চুরি করি কলুষ অর্জয় । কালদণ্ডে যমরাজা তাহারে পীড়য় ॥ সহস্ৰ শতেক আছে যমের যাতনা | তাহাতে মরয়ে লোক ন জানে আপন ॥ i অনিত্য শরীর রাজা অনিত্য ভাবন । নিত্য বস্তু না জানিয়া পাসরে আপন ॥