পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBDDD DDBBB BBBB BBBBBBB BBBB BBBBBB S ggg S _ فـ দান যজ্ঞ করে যেই ভজে নরায়ণে । পুণ্যবান জন করে গমন সেখানে ॥ ব্রাহ্মণেরে গাভী দান করে যেইজন। বিষ্ণু ভুল্য জানি বিপ্রে করয়ে সেবন ॥ সৰ্ব্বদ্বার দিয়া যায় যমের সদন । যমের বিচিত্র পুরী করে নিরীক্ষণ ॥ নবঘনশ্যাম অঙ্গ মোহন মুরারী । দেখিতে অপূৰ্ব্ব শোভা যেন চক্রধারী ॥ সম্ভাষ করিয়া যম চিত্রগুপ্তে বলে । পাপ পুণ্য বিচার করয়ে সেই কালে ॥ যোগ ধৰ্ম্ম সাধিয়া ভজয়ে নারায়ণ । বিধিমত ভক্তিভাবে করয়ে পূজন ॥ সেইক্ষণে ধৰ্ম্মরাজ বিবিধ প্রকারে । বিষ্ণুতুল্য করি পূজা করয়ে তাহারে ॥ বৈকুণ্ঠ হইতে তবে দেব নারায়ণ । দিব্য রথ পাঠাইয়া দেন সেটুক্ষণ ॥ যমেরে প্রণমি, রথে করি আরোহণ । দেব তুল্য হয়ে, করে বৈকুণ্ঠে গমন ॥ জলদান অন্নদাম করে যেই জন । আত্ম তুল্য অতিথিরে করয়ে সেবন ॥ রথে চড়ি যায় সেই বৈকুণ্ঠ ভুবন। কোনকালে তাহার না হইবে পতন ॥ তাম্বুল গুবাক দান করে যেইজন। দিব্যরথে যায় সেই যমের ভবন ॥ ঘৃত দান করে দ্বিজে করে অমব্রত । যমের নগরে যায় অরোহিয়া রথ ॥ ধান্য দান ব্রাহ্মণেরে দেয় যেইজন। বৃত্তিদান দিয়া যেই তোষেন ব্রাহ্মণ ॥ বিচিত্র বিমানে যায় যমের নগরে । নানা উপভোগ সেই ভুঞ্জয়ে সত্বরে ॥ ভূমিদান দিয়া যেই তোষয়ে ব্রাহ্মণে । পিতৃ-জঙ্গ দেব-অঙ্গ করে নিরীক্ষণ ॥ ব্রাহ্মণের সেবা যেই করে অনুত্রতে। ইন্দ্র আদি দেৰ পুজা করে শুদ্ধচিত্তে ॥ পথে-পথে ক্ষীর দান করিতে করিতে । দিব্যরথে চড়ি যায় ঘমের পুরেতে ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম ফলাফল কহিতে বিস্তার । সংক্ষেপে কহি যে কিছু শুন সারোদ্ধার ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম ভুঞ্জয়ে আপনি যমরাজে। ধৰ্ম্মাধৰ্ম্ম বিবেচনা তাহার সমাজে ৷ যে যেমন ধৰ্ম্ম করে সে তেমন পায় । সৰ্ব্বহুখে পূর্ণ হয়ে যমপুরে যায় ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম বিচারিতে কর্তা ধৰ্ম্মরাজ । অন্তকালে যায় জীব যমের সমাজ ॥ " ংসারের হুর্তা কর্তা দেব দামোদরে । যার নাম শ্রবণে অশেষ পাপ হরে ॥ । বিবিধ বিষ্ণুর ভক্তি বেদের বচন । কি কারণে তাহা নর না করে সাধন ॥ শুনহ গোবিন্দ-তত্ত্ব কঠিন না হয় । কি কারণে তাহে লোক মানে পরাজয় ॥ পরন্দ্রব্য হরে, করে হিংসা পরদার । চুরি হিংসা করিয়া পোষয়ে পরিবার ॥ বিপ্রে দান দেয় কিন্ত মনে অহঙ্কারে । অতিথির পূজা মাহি করে পুরস্কারে ॥ ব্রাহ্মণী হরণ করে কামে মত্ত হয়ে । প্রকার প্রবঞ্চ করে মন্দ মিথ্যা ক’য়ে ॥ এইমতে যত পাপ করয়ে অর্জন । বিষ্ঠাকুণ্ডে পড়ি, বিষ্ঠা করয়ে ভক্ষণ ॥ কান্দয়ে যতেক পাপী, করি হাহাকার । মস্তক উপরে করে মুদগর প্রহার। এইরূপে পাপ ভোগ করে পাপিগণ । ইতিহাস কথা এক শুনহ রাজন ॥ জগতের হর্তা কর্তা দেখ নিরঞ্জন । র্তার রূপ তার গুণ বেদের বচন ॥ এতেক ভাবিয়া চিত্তে ব্ৰহ্মার নন্দন । শীঘ্ৰগতি গেলেন যেখানে পদ্মাসন ॥ করযোড়ে স্তুতি নতি অনেক করেন । তুষ্ট হয়ে ব্রহ্মা নারদেরে জিজ্ঞাসেন । কি হেতু এ লক্ত্যলোকে তব আগমন । অসন্তোষ চিত্ত তব দেখি কি কারণ ॥ হরলোকে কিবা পরমাদ হইয়াছে । ইন্দ্রের ইন্দ্রস্ব কিবা অম্বর হীরেছে a .