পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

一ー・ママ・。--、。 শাপ্তিপর্ব। ] প্ৰসন্নবদনং দেৰং কক্ষগুহক লেন্তিং । ዓፃ:ጭ হাস্য পরিহাস করি অনেক কছিল । , ময়ূরের পুচ্ছ তার শিৱে আরোপিল । অতি স্থশোভন দেখি জটার উপর । , দেখি তবে হৈল মুনি সক্রোধ আস্তর । না জানি আমারে দুষ্ট কর বিড়ম্বন। ইহার উচিত শাপ দিব এইক্ষণ । শকুনি পতগ পাখা মম শিরে দিলে। হইয়া গৃধিনী পক্ষী জন্মহ ভূতলে । এত শুনি তবে দ্বিজ বলিল বচন । স্মৃতি ভঙ্গ মোৰু যেন ন হয় কুখন । এত শুনি ছুঃখচিত্ত হৈল তপোধন । সেইক্ষণে পঞ্চস্থ পাইল সে ব্রাহ্মণ ॥ শরীর ত্যজিয়া দ্বিজ গৃপ্ররূপ হৈল। নিবাস করিয়া সেই বনেতে রহিল ॥ এইরূপে কত দিনে আছয়ে বনেতে । এক দিন ব্যাধ তারে দেখে আচম্বিতে ॥ আকর্ণ পূরিয়া বাণ পক্ষীরে মারিল। অত্যন্স বাজিল বাণ কিছু ন হইল ॥ উঠিয়া সঘনে পক্ষী যায় পলাইয়া । পাছে পাছে ব্যাধপুত্ৰ চলিল ধাইয়া ॥ কত দূরে গিয়া পক্ষী নিজীব হইয়ে । উড়িয়া পড়িল পক্ষী দেবালয়ে গিয়ে ॥ ধেয়ে গিয়া ব্যাধ সেই পক্ষীরে ধরিল । প্রদক্ষিণ করি শীঘ্র শরীর ত্যজিল ॥ সাতবার প্রদক্ষিণ দেবালয় করি । পঞ্চস্থ পাইল পক্ষী দিব্যমূৰ্ত্তি ধরি ॥ বিষ্ণুপুরে প্রবেশিল বিমানে চড়িয়ে । নিজ গৃহে গেল ব্যাধ মল্লা পক্ষী ল’য়ে ॥ পাইল নিৰ্ম্মল মুক্তি দেব নারায়ণে । প্রদক্ষিণ মহিম কে কহিবারে জগনে ॥ ব্ৰহ্মার বচনে আমি মানিমু সংশয় । সেই হ’তে প্রদক্ষিণ করি দেবালয় ॥ দওবং প্রণাম করিল বহু স্ততি । জানাই তোমারে ইন্দ্র পূর্বের ভারতী ॥ डौऋा कन पञवथांन कब्रह ब्रांख्न । এত শুনি সবিস্ময় সৰস্ৰলোচন ॥ সেই হৈতে ছৈল ইন্দ্র প্রদক্ষিণে রত। কছিনু তোমারে রাজ পুরাণের মত । মহাভারতের কথা অমৃতের ধার । শুনিলে পবিত্র ছয় জন্ম নাহি অার ॥ সাধুসঙ্গ প্রসঙ্গোপলক্ষে উতঙ্কোপাখ্যান । বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয় । এতেক শুনিয়। তবে ধর্মের তনয় ॥ মায়। মোহ তেয়াগিয়া হ’লেন স্বস্থির । পুনরুপি ভীষ্মে জিজ্ঞাসেন-ৰুধিষ্ঠির । কিরূপে এ ঘোর মায়া ত্যজে জ্ঞানিজন । কিরূপে জনম সেই করয়ে খণ্ডন ॥ কিরূপে সাধুসঙ্গ করয়ে জীবগণ । সংসারের মায়াজাল করয়ে খণ্ডন । সাধুসঙ্গ করি কিবা ভক্তি পায় নর। ইহার বৃত্তান্ত কহ ওহে কুরুবর ॥ ভীষ্ম বলিলেন ভাল জিজ্ঞাস রাজন। ঈশ্বরের মায় খণ্ডে আছে কোন জন । সকলের আত্মা হন এক তগবান । কারো শক্র মিত্র নহে কারে ভিন্ন জ্ঞান ৷ মায়ার প্রভাবে সব অখিল মোহয় । জ্ঞানিজন মায়াজাল জ্ঞানেতে ছেদয় ॥ জ্ঞানরূপ ভগবান মায়ার নিদান । কহিব তাহার কথা শুন মতিমান ॥ ঈশ্বর মায়ায় বিমোহিত চরাচর । । भांग्नt खप्रदब्नाद पञदचिहङ नां८यांनद्र ॥ মায়াতে হইয়া বন্দী রহে মুঢ়জন । মম ঘর মম বাড়ী মম পরিজন ॥ এ সব সম্পত্তি মম, মম ভ্রাতৃগণ । এ সব চিন্তিত হয় মায়ার কারণ ॥ মায়ার প্রভাবে কাম বাড়ে অতিশয় । চুরি হিংসা পরিবাদ ক্ৰোধ লজ্জা ভয় ॥ কখন মরিব বলি চিত্তে নাহি করে । মায়াজালে বদ্ধ হ’য়ে ভ্ৰময়ে সংসারে । ঈশ্বর লিখিত সব না জানে অজ্ঞানে । , আমার আমার করি মরে অকারণে ॥ .