পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বমেধপর্ব । ] হন মুনি আমারে না করিও প্রশংসা । দুই নিন্দিত আমি মন্দ মম দশ ॥ লাভের কারণে ধৰ্ম্মপথ পরিহরি । করিলাম অন্যায় যে কহিতে ন পারি ॥ পিতামহ ভীষ্মেরে করিলাম সংহার। আমার সমান কোন পাপী আছে আর ॥ গুরু দ্রোণাচার্য্য তিনি হয়েন ব্রাহ্মণ । নাশ করিলাম তীরে শুন তপোধন ॥ সহোদর কর্ণবীরে অপিষ্ণু শমনে । বধিলাম শত ভ্ৰাতৃ সহ দুর্য্যোধনে ॥ . আর যত স্বহৃদ বান্ধবগণ ছিল । রাজ্যলোভে আমা হৈতে যমদ্বারে গেল ॥ অভিমনু দ্রৌপদীর পঞ্চপুত্ৰগণ । রাজ্য হেতু নাশিলাম শুন তপোধন ॥ এমন নিন্দিত কৰ্ম্ম কেহ নাহি করে । না বুঝিয় মহামুনি প্রশংস আমারে ॥ ব্যাস বলিলেন শুন ধৰ্ম্মের নন্দন । শুনিলাম আমি যত তোমার কথন ॥ জ্ঞাতি গুরু ভ্ৰাতৃ বন্ধু মারিয়াছ তুমি । কিন্তু ক্ষত্ৰিয়র ধৰ্ম্ম শুন নৃপমণি ॥ ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য আর শূদ্র জাতি । এ সব ব্রহ্মার দেহে হৈল উৎপত্তি ॥ যথাযোগ্য ধৰ্ম্মে নিয়োজিল চারিজনে । সংগ্রাম ক্ষত্রিয় ধৰ্ম্ম লিখিত পুরাণে ॥ তুমি বল নিন্দ কৰ্ম্ম করিলাম আমি । কিন্তু ইহা স্মরণেতে মুক্ত হয় প্রাণী ॥ যুধিষ্ঠির পুনশছ কহেন মতিমান । শুন প্রভু ক্ষভ্রধৰ্ম্ম কহিলা প্রমাণ ॥ জ্ঞাতিবধ পাপে মম কাদিতেছে প্রাণ । কি করিব কহ মুনি ইহার বিধান ॥ কি কৰ্ম্ম করিলে পাপ যাইবেক দুর । অনুকুল হয়ে মুন কহিবে আমারে - কোন মন্ত্র জপিব করিব কোন ধ্যান । কোন যজ্ঞ করি কহ মুনি মতিমান । দ্রোণ জিজ্ঞাপিল করি আমাত বিশ্বাস । শুন মুনি তারে আমি কৰি মিথ্য ভাষ ॥ শিবাধিদৈবতং সুর্য্যং বহ্নিপ্রত্যাধি দৈবতং । ግኬጫ কিমতে এ সব পাপে পাব পরিত্রাণ । এ নহে ক্ষত্রিয় ধৰ্ম্ম শুন মতিমান ॥ ব্যাস বুলিলেন রাজ। দুঃখ ভাৰ কেনে । ক্ষত্ৰিয় প্রধান ধৰ্ম্ম বিদিত পুরাণে ॥ যুধিষ্ঠির বলিলেন শুন মহাশয় । পুণ্যকৰ্ম্ম ব্যতিরেকে পাপ নহে ক্ষয় ॥ জ্ঞাতিবধে পাপভয় হয় নিরস্তর । কি উপায় করিব বলহ মুনিবর ॥ তবে ব্যাস কছিলেন শুনহ রাজন । অশ্বমেধ যজ্ঞ কর ধৰ্ম্মের নন্দন ॥ অশ্বমেধ যজ্ঞে হয় পাপের বিনাশ । মন দিয়া শুন রাজা কহি ইতিহাস ॥ মহাবীর ছিল জমদগ্নির কুমার । নিঃক্ষত্রা করিল ক্ষিতি গীতন সপ্তবার ॥ পিতার আজ্ঞায় তেঁই বধিল জননী । বনপর্কেব সেই কথা শুনিয়াছ তুমি । , অশ্বমেধ যজ্ঞে তার পাপ গেল দূরে । - এ সব শাস্ত্রের কথা কহি যে তোমারে ॥ ত্রেতাযুগে প্রভু হইলেন অবতার। আপনি শ্ৰীৰাম দশরথের কুমার ॥ পালিতে পিতার সত্য চলিলেন বনে । বনে ভ্ৰমিলেন সতী লক্ষণের সনে ॥ আদ্যোপান্ত রামায়ণ শুনিয়াছ ভূমি । অশ্বমেধ করিলেন শ্রীরাম আপনি ॥ আর অশ্বমেধ করিলেন পুরন্দর । ব্ৰহ্মবধ পাপে মুক্ত র্ত র কলেবর ॥ তুমিও করহ রাজা অশ্বমেধ ক্রতু। জ্ঞাতবধ মহাপাপ এড়াবfর হেতু ॥ এত খপি কহিলেন ব্যাস তপোধন । ষোড়হস্তে বললেন ধৰ্ম্মের নন্দন ॥ অশ্বমেধে পাপ দূর কহলা আপনি । যজ্ঞ কৈল যত জন শুনিলাম আমি n তা সবার সম নহে আমার ক্ষমতা । শুন মহামুন ইহcন হয় সৰ্ব্বথা । নিৰ্দ্ধন নৃপতি আমি নাছি এত ধন । কিমতে হইবে মুনি যজ্ঞ সমাপন ॥