পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বমেধপর্ব। ] স্বপ্রতিষ্ঠাঞ্চ স্বত্রতাম্, স্থপুত্রদাঞ্চ শুভদাং দয়ারূপাং জগৎপ্রসুম। ৮ চারিদিকে পুষ্পোদ্যান মধ্যে সরোবর। বকুলের বৃক্ষ শোভে পাড়ের উপর ॥ রম্যস্থান দেখি চন্দ্রহংস হরষিত । বসিল বকুল মূলে পাইয় পীরিতি ॥ পথশ্রমে চন্দ্রহংস বসিল সেখানে । নিদ্রা আকৰ্ষিল আসি তাহার নয়নে ॥ শুন শুন জন্মেজয় অপূৰ্ব্ব কথন । দৈবমায় বুঝিতে ন পারে কোনজন ॥ ধৃষ্টবুদ্ধি রাজার দুহিত রূপবতী । সঙ্গীসঙ্গে উপবনে আইল ঝটিতি ॥ পুষ্প তুলি সেই কন্য। শিবপূজা করে । স্নান হেতু উপনীত হৈল সরোবরে ॥ কতদূরে পুষ্প ল’য়ে আসে সখীগণ । একাকিনী তাসে কন্যা স্নানের কারণ ॥ বৃক্ষ তলে নিদ্রা যায় পুরুষ সুন্দর। কন্দপ জিনিয়া রূপ অক্তি মনোহর ॥ কামে বশ হৈল কন্যা তাহারে দেখিয়া । মস্তক উপরে পত্র দেখিতে পাইয়া ॥ পাত্র ল’য়ে পড়িল বসিয়া রূপবতী । বাপের লিখন দেখি মদনের প্রতি ॥ গতিমাত্র চন্দ্রহংসে বিষদান দিবে। কদাচ বিলম্ব এতে তুমি না করিবে ॥ লিখন পড়িয়া কন্যা করে মনস্তাপ । বিষয় বলিল বড় নিদারুণ বাপ ॥ দেখিয়৷ এমন রূপ দয়া না জন্মিল । বিষদান দিয়া এরে মারিতে বলিল ৷ বিষয়া বলিল মোরে মিলাইল ধাতা । নিশ্চয় হইব আমি ইহার বনিত ॥ পূজিলাম শিব পদ ইহার কারণে । চন্দ্রহংস হবে পতি বিচারিয়া মনে ॥ নয়ন-কজল নিল নখেতে করিয়t it "য়া" লিখিয়া পত্র দিল হরষিত হৈয়া ॥ মুদিত করিয়া পত্র রাখিল সেখানে । বিষয়া গেলেন ঘরে আনন্দিত মনে ॥ স্নান করি কন্যাগণ শিবপুজা কৈল । হেথা চন্দ্রহংস পরে নিদ্রাভঙ্গ হৈল ॥ দিবাশেষে উত্তরিল মদনের স্থানে । দিলেন মন্ত্রীর পত্র পরম যতনে ॥ মদন পড়িয়া পত্র সকল জানিল । বিষয়াকে দশম দিতে লিপি পাঠাইল ॥ চন্দ্রহংসে সমৰ্পিব বিষয় ইন্দরী । বাপের বচন আমি লঙ্ঘিতে ন পারি ॥ নানাবাদ্য হরিষে বাড়ায় রাজপুরে । বিষয়াকে সমপিল চন্দ্রহংস বরে ॥ নানা ধন কৌতুকে তুষিল তার মন । ক্ষীরভোগ অবশেষে কৈল দুইজন ৷ কুসুম শয্যাতে দোহে করিল শয়ন । ছেথা ধৃষ্টবুদ্ধি মন্ত্রী বিচারিয়া মন ॥ কলিঙ্গে করিল বন্দী নিল সৰ্ব্বধন । প্ৰজাগণে মহাপাপী করিল তর্জন ॥ রজনী প্রভাতে হেথা মদন উঠিয়া । বাদ্যোডাম করিলেন আনন্দিত হৈয়া ॥ আইল ভিক্ষুক যত ভিক্ষার কারণে । তা সবারে মদন তুমিল নানা ধনে ॥ পখেতে যতেক যায় হরষিত হৈয়া । মদন প্রতিষ্ঠ। যত কহিয়া কহিয়া ॥ হেনকালে মন্ত্রী আসে কৌণ্ডিষ্ঠ হইতে । নানা রত্ন গজবাজী লইয়া সহিতে ॥ মন্ত্রী দেখি আশীৰ্ব্বাদ কৈল দ্বিজগণ । শুভক্ষণে তব পুত্র জন্মিল মদন ॥ বিষয়াকে দিল দান চন্দ্রহংস বরে । তা সম সুন্দর নাহি সংসার ভিতরে । চক্ষু আছে মদনের বুঝি অভিপ্রায় । তুষিলেন নানা ধনে আমা সবাকায় ॥ তাহা শুনি ধুন্টবুদ্ধি অতি কোপে জ্বলে । আরক্ত করিয়া জাখি কটুবাক্য বলে ॥ আরে মম কুলে তুই কুপুত্র জন্মিলি । কার বাক্যে চন্দ্রহংসে মম কন্য। দিলি ॥ মদন বলিল তব পাইয় লিখন । চন্দ্রহংসে বিষয়া করিমু সমপণ ॥ মন্ত্রী বলে কোথা লিখিলাম আন দেখি । | মদন যোগায় পত্র হইয়া কৌতুকী ॥