পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্রেমিকপৰ্ব্ব । ] প্ৰণাম মন্ত্র—আয়াহি বরদে দেবি ত্র্যক্ষরে ব্রহ্মবাদিনী । Ե-Օ Ֆ বিদুর সঞ্জয় দেহে বিচারিয়া মনে। ডাকিয় নিভৃতে কহে মাদ্রীর নন্দনে ॥ রাজার নন্দিনী কুন্তী রাজার গৃহিণী । জনম দুঃখেতে গেল হেন অনুমানি ॥ তোমরা উভয় তার অতি প্রিয়তর । কুন্তীরে প্রবোধ দেহ দুই সহোদর ॥ তোমা দোহাকার স্নেহ নারিবে ছাড়িতে । ঘাইতে নারিবে কুন্তী হেন লয় চিতে ॥ এত শুনি দুই ভাই চলিল তখন । জননীর গলে ধরি কন্দে দুইজন ৷ কোথায় যাইবে তুমি নিষ্ঠুর হইয়া । কিমতে বঞ্চিব মোরা তোমা না দেখিয়া ॥ যদি আমি দোহে ছাড়ি যাইবে কাননে । এখনি ত্যজিব প্রাণ তোমা বিদ্যমানে ॥ এত বলি কান্দে দোহে উচ্চরব করি । ব্যাকুল হইয়া চিত্তে ভোজের কুমারী ॥ কি করিবে ইহার উপায় নাহি দেখি । কহিতে লাগিল কুন্তী দ্রৌপদীরে ডাকি ॥ তুমি শুদ্ধ পতিব্ৰত। লক্ষী অবতার। এই বাক্য প্রতিপাল্য করিব। আমার ॥ এই দুই পুত্র মোর প্রাণের সমান । এদিগে পালিবা তুমি হৈয়া সাবধান । আমারে পাসরে যেন তোমার পালনে । অনুমতি কর মাত আমি যাই বনে ॥ এত বলি শিরোস্ত্ৰাণ করিল চুম্বন । প্ৰণমিয়া যাজ্ঞসেনী করয়ে রোদন ॥ পঞ্চপুত্র কোলে করি ভোজের নন্দিনী । শিরে চুম্ব দিয়া করে আশীৰ্ব্বাদ বাণী ॥ বিবিধ প্রকারে প্রবোধিয়া পঞ্চজনে । চলিলেন কুন্তীদেবী ধৃতরাষ্ট্র সনে । উচ্চৈঃস্বরে কান্দে সবে প্রবোধ না মানে । শোকের নাহিক অন্ত ভাই পঞ্চজনে ॥ যা মা বলি যুধিষ্ঠির ডাকেন সঘনে । নির্দয় নিষ্ঠুর মাতা হৈলা কি কারণে ॥ সহদেব নকুল এ ভাই দুইজনে । তিলেক না জীবে মাতা তোমার বিহনে ॥ | পূৰ্ব্বে যবে বনে পাঠাইল দুৰ্য্যোধন । মম সঙ্গে বনে গেল ভাই চারিজন ॥ ঝরিত নয়ন সদা তোমার বিহনে । তোমার ভাবনা বিনা না করিত মনে ॥ তদন্তরে তোমার পাইয়া দরশন । তিলেক বিচ্ছেদ নহে ভাই দুইজন ॥ কেমনে চলিলা মাতা নির্দয়া হইয় । এই দুই শিশু প্রতি না দেখ চাহিয়া ॥ আম সম ভাগ্যহীন নাহি অবনীতে । জনম অবধি মজিলাম দুঃখ চিতে ॥ ছার রাজ্য ধন মম ছার গৃহবাস । তোমা বিন হৈল মম সকল নিরাশ ॥ ধৃতরাষ্ট্র নৃপতির যত বধূগণ । দুঃশলা সুন্দরী আদি কান্দে সৰ্ব্বজন । হাহাকার করি সবে কান্দে উচ্চৈঃস্বরে। আমা সব ছাড়ি কোথা যাও নৃপবরে । |-হাহা বিধি কি উপায় করিব এখন। এত ক্লেশে পাপ প্রাণ রহে কি কারণ ॥ ! পাষাণে রচিত দেহ আমা সবাকার । এতেক প্রহারে তনু না হয় বিদার ॥ গড়াগড়ি যায় সবে ধূলায় ধূসর। চিত্তের পুত্তলি প্রায় ভূমির উপর ॥ দেখিয়া ব্যথিত হৈল বিছর সুমতি । ডাকদিয়া কহিলেন যুধিষ্ঠির প্রতি ॥ শোক ত্যজ শুন রাজা আমার বচন । আমা সবাকার শোক কর নিবারণ ॥ ইহা সবাকার প্রতি করহ আশ্বাস । F প্ৰবোধিয়া সবাকারে লহ গৃহবাস ॥ ধর্মের নন্দন তুমি ধৰ্ম্ম অবতার । তোমার এতেক মোহ অতি অবিচার ॥ সবারে সাত্বনা করি স্থির কর মন । তোমারে বুঝায় হেন আছে কোনজন ॥ এইরূপে বিদুর কহিল বহুতর । অনেক সান্তুনা করি পঞ্চ সহোদর ॥ ধৃতরাষ্ট্র কহিলেন বিদুর হুমতি । হেন অবধান কর বিদুরের প্রতি ॥