পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুষলপৰ্ব্ব । ] সকল তোমার অঙ্গ কেহ ভিন্ন নহে । অন্যরূপে বিলাসে তোমার সর্বব দেহে ॥ অপার তোমার লীলা কে বুঝিতে পারে । আপনি করিলা লীলা দানব সংহারে ॥ - ক্ষিতিভার হেতু পূর্বে করিলে গোহারি। এই হেতু পৃথিবীতে এলে ত্বর করি ॥ অস্থর বধিয়া খণ্ডাইলা পৃথ্বীভার । ধৰ্ম্ম সংস্থাপন আর অস্থর সংহার ॥ চিরদিন শূন্ত আছে বৈকুণ্ঠভুবন । সবাই প্রার্থনা করে তব আগমন ॥ নররূপ ধরিয়া রহিলে ক্ষিতিতলে । কৃপা করি যত লোক কৃতাৰ্থ করিলে ॥ দারুণ দুরন্ত দৈত্যগণ দুষ্টমতি । লীলায় সংহারি, ভার খণ্ডাইলে ক্ষিতি ॥ অপার তোমার লীলা কহে বেদকৃতী । রিপুভাবে দৈত্যগণে দিলা উৰ্দ্ধগতি ॥ এমন তোমার দয়া কে বুঝিতে পারে । মিত্রামিত্র ভাব নাই তোমার বিচারে ॥ কৃপায় করিলে পার যত পাপীগণে । পতিতপাবন নাম ইছার কারণে ॥ এইরূপে বিধাত কহিল স্তুতিবাণী । হাসিয়া উত্তর দেন দেব চক্রপাণি ॥ অচিরে বৈকুণ্ঠে যাব শুন বিধিবর। নিজ নিজ গৃহে যাও যতেক অমর ॥ ভার নিবারিতে আমি আসি পৃথিবীতে । ততোধিক ভার ক্ষিতি হৈল আমা হৈতে । মন্ত্রবংশ বৃদ্ধি হৈল আমার কারণ ॥ অন্তরূপে নাহি হয় সব নিবারণ ॥ ব্ৰহ্মশাপ লক্ষ্য করি সংহারিব ভার । অচিরে যাইব আমি স্থানে আপনার ॥ অতএব নিজ স্থানে করহ গমন । যথামখে বিহার করহ দেবগণ ॥ শুনিয়া সানন্দ ব্ৰহ্মা আদি দেবগণ । প্রদক্ষিণ করি বন্দে শ্ৰীহরি-চরণ ॥ তবে যত দেবগণে লইয়া সংহতি । গেলেন বিদায় হৈয়া দেব প্রজাপতি ॥ > e:S-=') > e স্বরূপকং অন্তঃ কৃষ্ণং বহিগৌরং দ্বিভূজংকরুণাময়হ। bూ\96t বলভদ্র সহ হরি করিয়া বিধান । পুত্ৰগণে ডাকিয়া করিল আজ্ঞ দান ॥ বিবিধ উৎপাত দেখ হ’ল বারে বার । সবে মেলি করহ ইহার প্রতিকণর ॥ প্রভাস তীর্থেতে সবে করহ প্রয়াণ । আপদ খণ্ডিবে সব তাহে কৈলে স্নান ॥ শীঘ্ৰগতি সজ্জ কর সব পুত্ৰগণ । সবে চল যদুবংশে আছে যত জন ॥ স্ত্রীগণ কেবল মাত্র রহিবেক ঘরে । হরির আদেশে সবে চলিল সত্বরে ॥ প্রভুর আদেশ পেয়ে যত যদুগণ । প্রভাসে যাইতে সজ্জ করে সর্বজন ॥ পুত্ৰগণে আদেশ করিয়া দুই ভাই । শীঘ্ৰগতি আইলেন মাতাপিতা ঠাই ॥ তত্ত্বকথা নিভৃতে কহেন দুইজন । মায়াজাল ছাড়ি দেহ শুনহ বচন ॥ পুত্র পরিবার বন্ধু দেখ যত জন । মায়াময় ফৰ্ণল এই নিগুঢ় বন্ধন | হেন মায়াজাল এড়ি তত্ত্বে দেহ মন । ংসারের মায়ামদ ত্যজ জুই জন ॥ নিজ নিজ কৰ্ম্মার্জিত ভুঞ্জে দুই কালে । স্থখ দুঃখ আপন অর্জিত কৰ্ম্মফলে ॥ ইহা জানি ব্রহ্মজ্ঞান কর আচরণ । পাইবা উত্তম গতি শুন দুইজন ॥ এত বলি প্ৰবোধিয়া জনক-জননী । প্রভাসেতে যাত্র করিলেন চক্রপাণি ॥ উগ্রসেনে সম্বোধিয়া দেব দামোদর । দারুকে বলেন রথ আনহ সত্বর ॥ আজ্ঞামাত্র দারুক রথের সহজ করি । শুভক্ষণে আরোহণ করেন শ্ৰীহরি ॥ মুঘল পর্বের্বর কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ সপরিবারে ক্রীকৃষ্ণের প্রভাস তার্থে গমন । কৃষ্ণ সঙ্গে চলিলেন যত যদুগণ । বলভদ্র কৃতবৰ্ম্ম সাত্যকি সারণ ॥