পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- Ե-Գ e শক্তি তুলি হানে কেহ কাহার উপর । শেল জাঠা শক্তি মারে ভুষণ্ডী তোমর ॥ আপন পাসরি সবে কোপে অচেতন । পাথর তুলিয়া মারে ঘোর দরশন । মুদগর তুলিয়া কেহ মারে কার’ মাথে । রথ অশ্ব সারথি মারেন এক ঘাতে ॥ অ্যাকড়ি করিয়া কেহ ধরে রথখান । সিংহনাদ ছাড়ি ফেলে দিয়া এক টান ॥ প্রহারে না করে ভয় অভেদ্য শরীর । অতুল সাহস সবে রণে মহাবীর ॥ হেনমতে যুঝে যত যাদব-কুমার । শূন্য কর হৈল কার অস্ত্র নাহি আর ॥ যতেক বিক্রম কৈল কিছু না হইল । যাদবগণের অঙ্গ তিল না ভেদিল ॥ উপায় করেন তবে দেব ভগবান । নিকটে খাগড়ার বন দেখি বিদ্যমান ॥ মুষল ঘর্ষণে পূর্বে সলিল যে হ’ল । তাহাতে খাগড়া নল বন উপজিল । যদুগণে দেখাইয়া কন দামোদর। নল বৃক্ষ ফেলি মার সবে পরস্পর ॥ এই উপদেশ যদি যদুগণে পায়। শীঘ্ৰগতি নলবন উপাড়িতে যায় ॥ নল খাগড়ার গাছ ধরি যদুগণ । অন্যে অন্যে প্রহার করয়ে জনে জন ॥ অস্ত্রেতে না ভেদে যেই যাদব শরীর । নল খাগড়ার ঘায় পড়ে সব বীর ॥ অঙ্গে পরশিবামাত্র পড়ে সেইক্ষণ । ব্ৰহ্মশাপে ধ্বংস হয় যত যদুগণ ॥ জনে জনে মারামারি অতিশয় ক্রোধ । ভাই ভাই খুড়া জ্যেঠা নাহি উপরোধ ॥ হেনমতে যদুগণে হয় মহারণ । দারুকে ডাকিয় কন শ্ৰীমধুসুদন ॥ সত্বরে দারুক যাহ মথুরানগরে । মম রথে করি লহু বজ মহাবীরে ॥ মথুরায় রাখ নিয়া প্রপৌত্র আমার । অস্ত গেল যদুকুল কিবা দেখ আর ॥ কগুলুন্ধর বামে ব্রহ্মাণী হংসমাস্থিত ॥ [ মহাভারত সে কারণে বজ্ৰ লৈয়া যাও মথুরায় । স্ত্রীগণ লইয়া পিছে যাইজে তথায় ॥ আমিও পৃথিবী ছাড়ি যাব নিজ স্থানে । আজি হৈতে সপ্তম দিবস পরিমাণে ॥ কাৰ্ত্তিকী পূর্ণিমা হবে কৃত্তিকানক্ষত্র। সেই দিনে দ্বারাবতী গ্রাসিবে সমুদ্র ॥ এই সব বিবরণ কহিবে সবারে । ব্ৰহ্মশাস্ত্র বুঝাইবে শোক নাশিবারে ॥ তথা হৈতে হেথায় আইস শীঘ্ৰগতি । পুনঃ যাইবারে হবে হস্তিনা বসতি ॥ পাণ্ডবগণেরে দিয়া মম সমাচার । আনিবেক প্রিয়সখী অর্জন আমার ॥ এত বলি দারুকেরে দিলেন বিদায় । বজে ল’য়ে দারুক গেল মথুরায় ॥ প্রদ্যুম্নের পৌত্র অনিরুদ্ধের তনয় । উষার উদরে জন্ম বজ্র মহাশয় ॥ মধুপুরে রাখি তারে কৃষ্ণের আদেশে । সবাকারে সমাচার দিলেক বিশেষে ॥ দারুক বচনে সবে হৈল চমৎকার। আকাশ ভাঙ্গিয়া শিরে পড়ে সবাকার ॥ অস্থির হইয়া সবে ভূমিতলে পড়ি । চিত্রের পুত্তলি প্রায় যায় গড়াগড়ি ॥ অচেতন দেখিয়া দারুক সবাকারে । ব্ৰহ্মশাপ বুঝাইল বিবিধ প্রকারে ॥ . ব্রহ্মে মন নিযুক্ত করিয়া সবাকার । শ্ৰীকৃষ্ণের নিকটে চলিল পুনর্বার ॥ আসিয়া দেখিল সেই প্রভাসের তীরে ॥ ভূমিতলে পড়িয়াছে যত যদুবীরে ॥ একজন নাহি কেহ বৃষ্ণি যদুকুলে । অন্যে অন্যে মারি সবে হইল নিৰ্ম্মলে। ধূলায় ধুসর তমু অবনী লোটাই । কেবল আছেন রামকৃষ্ণ দুই ভাই ॥ শোকেতে আকুল হৈল দারুক সারথি । মুর্চিস্থত হইয়া সেই পড়িলেক ক্ষিতি ॥ প্ৰবোধিয়া গোবিন্দ কহেন দারুকেরে । সত্বরে দারুক যাহ হস্তিনানগরে ॥