পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্গারোহণপৰ্ব্ব । ] বরদাংশুভদাং পীতাং বারাহীং তাং নমাম্যহং । b-b-む তাহে বিরচিত কুণ্ড ত্রিভুবন সার । স্ফটিক সমান শুভ্র চন্দ্রের আকার ॥ কুণ্ডে নামি স্নানদান করি পঞ্চজন । দুই কুল কৌরবের করেন তপণ ॥ স্নান করি তিনবার প্রদক্ষিণ কৈল । মণিময় মহেশে দেখি তুষ্ট হইল ॥ বিমল ঈশ্বর শিব সাক্ষাতে দেখিয়। প্রণাম করেন সবে অঙ্গ লোটাইয়া ॥ কুমী কীট পশু পক্ষী যদি তথা মরে । রুদ্ররূপ ধরি তারা যায় রুদ্রপুরে ॥ এ সকল তত্ত্ব শুনি লোকের বদনে । পুনঃ পুনঃ প্রণাম করিল ছয়জনে ॥ ভক্তিভাবে ভোলানাথে মাগিলেন বর। ভূতনাথ ভূতাধীশ তুমি ভুতেশ্বর ॥ কুভিবাস কালীকান্ত দেহ এই বর । তোমার প্রসাদে যেন দেখি দামোদর ॥ বর মাগি ছয়জন চলে তথা হৈতে । পৰ্ব্বত কেদার পার হ’ল মহা শীতে ॥ যাইতে উত্তরমুখে পাণ্ডুর নন্দন । দুই জলাশয় তাহে দেখে স্থশোভন ॥ ধৰ্ম্মের নিৰ্ম্মাণ তাতে প্রফুল্ল কমল । হংস চক্রবাক ক্রীড়া করয়ে সকল ॥ অপসারী কিন্নরা তথা নানা ক্রীড়া করে । মুনিগণ তপ করে পর্ববত উপরে ॥ খেলয়ে মৰ্কটগণ পেয়ে দিব্য শাখী । বিবিধ বিধানে সুখ করে পশু পার্থী ॥ কতক্ষণ বিশ্রাম করিয়া তার তীরে । জল হেতু ভীমেরে পাঠান সরোবরে ॥ মুনি বলে শুনহ নৃপতি জন্মেজয় । উত্তরমুখেতে যান পাণ্ডুর তনয় ॥ যুধিষ্ঠির প্রভৃতি আইসে স্বর্গপথে । সমাচার জানি ধৰ্ম্ম আসিল ছলিতে ॥ জলচর পক্ষী হৈয়৷ রন সরোবরে । বসিলেন যুধিষ্ঠির পর্বত উপরে। পথশ্রমেতুষ্ণাযুক্ত রাজা যুধিষ্ঠির। জল হেতু চলিলেন বৃকোদর বীর ॥ আজ্ঞা পেয়ে সরোবরে গেল বৃকোদর। দেখিয়া ডাকিয়া বলে পক্ষী জলচর ॥ কিবা বার্তা কি আশ্চৰ্য্য কিবা সার পথ । কেবা সদা সুখে থাকে কই চারি মত ॥ পক্ষীর বচন ভীম মা শুনিল কাণে । শিলারাপ হইলেন জল পরশনে ॥ এইরূপে অৰ্জ্জুন নকুল সহদেবে। প্রশ্ন না কহিতে পারি lশলা হয় সবে ॥ অবশেষে আপনি চলেন ধৰ্ম্ম ভূপ। তীরে ধৰ্ম্ম জিজ্ঞাসেম মায়। পক্ষীরূপ ॥ কি বার্তা আশ্চৰ্য্য পথ কেব| সদা সুখী । জল থাবে পাছে অগ্ৰে কহ শুনি দেখি ॥ ধৰ্ম্ম বলিলেন এই বার্তা আমি জানি । মাস বর্ষ রূপে কাল পাক করে প্রাণী ॥ দিনে দিনে যমালয়ে যায় জীবগণ । শেষের জীবন আশা আশ্চৰ্য্য লক্ষণ ॥ শ্ৰুেতি স্মৃতি আগম অশেষ ধৰ্ম্মপথ । সেই পথ সার যেই সজ্জনের মত ॥ ফল মূল শাক যেই গায় দিবাশেষে । অপ্রবাদী অঋণী সে সদা সুখে বৈসে ॥ এই সত্য চারি অামি জানি মহাশয় । শুনিয়া সন্তুষ্ট ধৰ্ম্ম দেন পরিচয় ॥ চমৎকার হৈয় রাজা পড়িলেন পায় । ভ্রাতৃগণে উদ্ধারিয়া আনন্দিত কায় ॥ আশীৰ্ব্ববাদ করি ধৰ্ম্ম বলিলেন তবে । সৰ্ব্ব ধৰ্ম্ম শ্রেষ্ঠ তুমি এক স্বগে যাবে ॥ আর সব জন পথে পড়িবে নিশ্চয় । এত বলি ধৰ্ম্ম চলিলেন নিজালয় ॥ ভারত পঙ্কজরবি মহামুনি ব্যাস । পাচালী প্রবন্ধে লিরচিল কাশীদাস ॥ মেঘবৰ্ণ পধ্বসে পুণগুণদের গমন ও ভীমের হস্তে ভীষণ প্রক্ষিপীর মৃত্যু । মুনি বলে শুনহ নৃপতি জন্মেজয় । গেলেন উত্তরমুখে পাণ্ডুর তনয় ॥