পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগীর চক্ষু শ্রীরামকৃষ্ণ (মণি অর্থাৎ মাষ্টার মহাশয়ের প্রতি )—যোগীর মন সৰ্ব্বদাই ঈশ্বরেতে থাকে,—সৰ্ব্বদাই ঈশ্বরেতে আত্মস্থ । চক্ষু ফ্যালুফেলে, দেখলেই বুঝা যায়। যেমন পার্থী ডিমে তা দিচ্ছে—সব মনটা সেই ডিমের দিকে, উপরে নাম মাত্র চেয়ে রয়েছে! আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পার ? মণি—যে আজ্ঞা, আমি চেষ্টা করবে। যদি কোথাও পাই। ১৮৮২, ২৪শে আগষ্ট, দক্ষিণেশ্বর। [ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত, ৩য় ভাগ-২৫ পৃষ্ঠা ] ι, ο