পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిఫి শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ ( ১৮৮২, ১১ই মার্চ কিছুদিন পরে ( নভেম্বর ১৮৭৯ ) ৮কালীপূজার পরে রাম, মনোমোহন, গোপালমিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন । ১৮৮০ খৃষ্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম, মনোমোহন কমল-কুটীরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারি জানিতে ইচ্ছা, কেশব বাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশব বাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, "দক্ষিণেশ্বরের পরমহংস সামান্ত নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তৰ্পণে রাখতে হয় ; অযত্ন করলে এর দেহ থাকবে না ; যেমন সুন্দর মূল্যবান জিনিষ গ্লাসকেশে রাখতে হয়।” ইহার কিছুদিন পরে ১৮৮১ মাঘোৎসবের সময় জানুয়ারী মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনোমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। ১৮০৩ শক ১লা শ্রাবণ শুক্রবার ১৫ই জুলাই ১৮৮১ কেশব আবার স্ত্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে ষ্টীমারে তুলিয়া লন। ১৮৮১ নভেম্বর মাসে মনোমোহনের বাটতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয় তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। ১৮৮১ ডিসেম্বর মাসে ৮রাজেন্দ্র মিত্রের বাটীতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্ৰীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিট ঠনঠনে বেচু চাটুৰ্য্যের স্ত্রীটে। ৬/রাজেন্দ্র, রাম ও মনোমোহনের মেসোমহাশয় । রাম, মনোমোহন, ব্ৰহ্মভক্ত রাজমোহন, রাজেন্দ্র কেশবকে সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর ২৪শে অগ্রহায়ণ ৮ই ডিসেম্বর বৃহস্পতিবারে Lucknow নগরে দেহত্যাগ করেন । সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন সে কি ! পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাব না। অবশু যাইব । অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাবো ।