পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় খণ্ড গ্ৰথম গরিচ্ছেদ মণি মল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর গ্রীরামকৃষ্ণ ঠাকুর ত্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়া পটার বাটীতে ভক্তসঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্মসমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল, বেলা ৪টা হইবে। এখানে আজ ব্রাহ্ম-সমাজের সাম্বৎসরিক উৎসব। ২৬শে নভেম্বর, ১৮৮২ খৃঃ অঃ । শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম-ভক্ত আর শ্রপ্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্ত বন্ধুগণ আসিয়াছেন। মাষ্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্ৰীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্ৰহলাদ চরিত্র কথা হইবে। তৎপরে ব্রাহ্ম-সমাজের উপাসনা হইবে। অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্ৰীযুক্ত বিজয় এখন ব্রাহ্ম-সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই ! কথক মহাশয় প্রহ্লাদচরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু ছরির লিন্দা ও পুত্র প্রহ্নলাদকে বার বার নির্য্যাতন করিতেছেন। প্ৰহলাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, “হে হরি, পিতাকে সুমতি দাও”। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাদিতেছেন। ঐযুক্ত বিজয় প্রভৃতি ভক্তের ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। [ ঐবিজয় গোস্বামী প্রভৃতি ব্ৰহ্মভক্তদিগকে উপদেশ—ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা ] কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, "ভক্তিই সার। তার