পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্ব.ে অমাবস্যায় ভক্তসঙ্গে—রাখালের । প্রতি (গাপালভাব ; ঠাকুর হীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাষ্টার প্রভৃতি দুই একটি ভক্তসঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার, ২৬শে ফাল্গুন, ৯ই মার্চ ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ, মাঘের অমাবস্তা, সকাল, বেলা ৮টা ১টা হইবে। મ অম্বাবস্তার দিন, ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, “ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। মা তার মহামায়ায় যুদ্ধ ক’রে রেখেছেন। মানুষের ভিতরে দেখ, বদ্ধ জীবই বেশী। এত কষ্ট-দুঃখ পায়, তবু ‘কামিনী-কাঞ্চনে আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দর দর ক’রে রক্ত | পড়ে, তবু আবার কাটা ঘাস খায়। প্রসববেদনার সময় মেয়েরা বলে, ওগো, আর স্বামীর কাছে যাব না ; আবার ভুলে যায়। 鸣 “দেখ, তাকে কেউ খোজে না। আনারস গাছের ফল ছেড়ে ষ্ট্ৰেকে তার পাতা খায়।” * ভক্ত—আজ্ঞা, সংসারে তিনি কেন রেখে দেন ? o *.[ সংসার কেন ? নিষ্কাম কৰ্ম্মদ্বারা চিত্তশুদ্ধির জন্ত f. & بحیے শ্রীরামকৃষ্ণ-সংসার কৰ্ম্মক্ষেত্র, কৰ্ম্ম করতে করতে তবে জ্ঞান হয় | {ു: ”་།། বলেছেন, এই সব কৰ্ম্ম করে, আর এই সব কৰ্ম্ম কোরো না। ు নিষ্কাম কৰ্ম্মের উপদেশ দেন। কৰ্ম্ম করতে করতে মনের ময়লা বে" o छे ভাল ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ হো " ", যায় । €~ 甲 নাড়লে জল

  • কেন তিনি সংসার থেকে ছাড়েন না ? রোগ সারবে, তা

'a “কৰ্ম্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।” গীত। —২৪৭