পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જારિ શત્રુ গ্ৰথম পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণ সিতির ব্রাহ্মসমাজে ব্রহ্মভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্ৰীযুক্ত বেণী পালের মিতির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিতির ব্রাহ্ম সমাজের যথাসিক মহোৎসব। রবিবার, চৈত্র পূর্ণিমা, ১০ই বৈশাখ ; এপ্রিল ২২শে ১৮৮৩ খৃষ্টান্ধ, বৈকাল বেলা। অনেক ব্ৰহ্মভক্ত উপস্থিত ; ভক্তের ঠাকুরকে ঘেরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচাৰ্য ঐযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্ৰহ্মভক্তের ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। ব্ৰহ্মভক্ত—মহাশয়, উপায় কি ? শ্রীরামকৃষ্ণ-উপায় অমুরাগ, অর্থাৎ তাকে ভালবাসা। আর প্রার্থনা। ব্ৰহ্মভক্ত—আমুরাগ না প্রার্থনা ? ↔ শ্রীরামকৃষ্ণ—অতুরাগ আগে, পরে প্রার্থনা। ‘ডাক দেখি মন ডাকার মত, কেমন হ্যাম থাকতে পারে"ত্রীরামকৃষ্ণ সুর করিয়| এই গানটি গাইলেন। *আর সর্বদাই তার নামগুণগান কীৰ্ত্তন ও প্রার্থনা করতে হয়। পুরাত ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরা সংসার অনিত্য, এই বোধ।” I [ ব্ৰহ্মভক্ত ও সংসার ত্যাগ-সংসারে নিষ্কাম কৰ্ম্ম ] ব্ৰহ্মভক্ত-সংসার ত্যাগ কি ভাল ? স্ত্রীরামকৃষ্ণ—সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় তাদের সংসার ত্যাগ নয়। দু আনা মদে কি মাতাল হয়। க;