পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে (to (রাজা) কিছু ন মানিলে, যদিও শুনেছিলে পাষাণী হয় মানবী, সেই রামের চরণে ॥ [ রাম নামে শ্রীরামকৃষ্ণ বিহবল—গোপী প্রেম ] শেষ গানটি শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন, আর বলিতেছেন,— ‘আমি ঝাউতলায় বাহে করতে গিয়ে শুনেছিলাম, নৌকার মাঝি নৌকাতে ঐ গান গাচ্ছে ; ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি ! আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এল । ৩। শুনেছি রাম তারক ব্ৰহ্ম, মাতুষ নয় রাম জটাধারী। পিতে কি নাশিতে বংশ, সীতে তার করেছ চুরি ॥ যে পদ ভাবেন সুর শ্রেষ্ঠ, বাল্মীকি আদি বশিষ্ঠ, যে নাম জপে পুরাণ ইষ্ট, তোমার ইষ্ট ত্রিপুরারী। কতগুণ রাম প্রকাশিল, রাম নামে শিলে ভাসিল, নামে বন্দী বনের পশু, কত গুণ র্তার মরি মরি। এখনও পারিলে চিনতে, থাকে না তোমার চিন্তে (চল) লক্ষ্মী দিয়ে লক্ষীকান্তে, শরণ লই তার চরণ ধরি ॥ অক্রুর শ্ৰীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন । র্তারা অক্রুরকে দোষ দিতেছেন। শ্ৰীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহ{ জানেন না । ৪ । ধোরোনা ধোরোনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্ৰী হরি, যার চক্রে জগৎ চলে। ধোরোনা ধোরোনা বাজী, এ বাজী নয় ভেল্কিবাজী ফুরালো প্রেমের বাজী, (আজ) বাজী ভোর হ’ল গোকুলে। মিছে দোষো রে সারথী, এ সারথী অসার অতি, বিনা রথীর অনুমতি, কার কোথা রথ আমি চলে। ঐরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি )—গোপীদের কি ভালবাসা কি প্রেম }