পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նt» ঐইরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ક્લાન્ડ, ৯ঃই জুন অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাধে। যেমন ছেলেরা কাণমাছি খেলে। কিন্তু মা ডাকৃলেই খেলা থামায়। জীবের আলাদা কথl; যে কাপড়ে চোখ বাধা সেই কাপড়ে পিঠে আটট ইস্কুরুপ দিয়ে বাধা। অষ্ট পাশ। • লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক জুগুঙ্গা (নিলা) ঐ অষ্ট পাশ। গুরু না খুলে দিলে হয় না। গঞ্জ পরিচ্ছেদ বেলঘরের ভক্তকে শিক্ষা—ব্যাকুল হয়ে আর্জি কর ঠিক ভক্তের লক্ষণ বেলঘরের ভক্ত—আপনি আমাদের কৃপা করুন | প্রীরামকৃষ্ণ—সকলের ভিতরই তিনি রয়েছেন। তবে গ্যাস কোম্পানীকে আর্জি কর। তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি ( Prayer ) করতে হয়। এমনি আছে, তিন টান একসঙ্গে হলে, ঈশ্বর দর্শন হয়। “সস্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান ।” “ঠিক ভক্তের লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে ; বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শুনে ; কিন্তু কেউটে নয়। দার একটি লক্ষণ ; ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাচের উপর ছবির লগ পড়ে না, কিন্তু কালি মাখান কাচের উপর ছবি উঠে ; যেমন ফটোগ্রাফ ঃ ভক্তি রূপ কালি।

  • ঘৃণা, লজ্জা, ভয়ং শঙ্কা (শোক ?) জুগুপসা, চেতী পঞ্চমী ।

কুলং শীলং তথা জাতিরষ্টে পাশা; প্রকীৰ্ত্তিতাঃ –কুলাৰ্ণবতন্ত্র