পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ গ্রীযুক্ত অধরের বাড়ী রাখাল, ঈশান প্রভৃতি ভক্তসঙ্গে গ্রীরামকৃষ্ণ বালকের বিশ্বাস ; অপৃষ্ঠ জাতি-(the Untouchables) ও শঙ্করাচাৰ্য্য ; সাধুর হৃদয় ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ী শুভাগমন করিয়াছেন। ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকালবেলা। রাখাল, অধর, মাষ্টার: ঈশান * প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। শ্ৰীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর ভালবাসিতেন। তিনি Accountant General’s cffice-o ousa Superintendent ছিলেন। pension ( পেন্সন) লইবার পরে তিনি দান-ধ্যান ধৰ্ম্ম-কৰ্ম্ম

  • ঈশানের পুত্ৰগণ সকলেই কৃতবিদ্য। জ্যেষ্ঠ—গোপাল Distriot Megistrate হইল্পীছিলেন । মধ্যম—শ্ৰীশচন্দ্র Distaict Judge হইয়াছিলেন। শ্ৰীযুক্ত সতীশ নরেঞ্জের সহপাঠি, স্বন্দর পাখোয়াজ বাজাইতে পারিতেন। তিনি গাজীপুরে সরকারী কৰ্ম্ম করিতেন, তাহারই বাসায় নরেন্দ্র প্রত্ৰজ্যা অবস্থায় কিছুদিন ছিলেন ও সেইখানে থাকিয়া পাওহারী বাবাকে দর্শন করিয়াছিলেন । ... ',

ভ্রাতাদের মধ্যে অন্ততম খ্ৰীযুক্ত গিরীশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের Asstt. Registratএর । कांई] वtनक नेिन कर्द्विग्नांश्लिन । o ঈশান এত দান করিতেন যে, শেষে দেনাগ্রস্ত হইয়৷ অতি কষ্টে পড়িয়াছিলেন । উহার মৃত্যুরषनिक ९िणब्र शूंश् ७|श्ब्र शंङ्गीविग्घ्नीशं श्रॆश्वांछ्जि । ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন ভজন করিতেন ।