পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w8 শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩,২২শে সেপ্টেম্বর লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন। মেছুয়াবাজার ষ্ট্রীটে তাহার বাড়ীতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্তসঙ্গে আহারাদি করিয়াছেলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন। সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন । ( ১ম ভাগ ) । শ্ৰীযুত নরেন্ত্রের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। ঈশান পেন্সন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গাতীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বরচিন্ত করেন। সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরশ্চরণ করিবার ইচ্ছা ছিল। o আজ শনিবার, ২২শে সেপ্টেম্বর ৬ই আশ্বিন ১৮৮৩ খৃষ্টাব্দ হীরামকৃষ্ণ ( ঈশানের প্রতি )—তোমার সেই গল্পটি বলত ; ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান ( সহাস্তে )—একটি ছেলে শুনলে যে, ঈশ্বর আমাদের স্থষ্টি করেছেন। তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিছিল। ঠিকানা দিছিল, স্বর্গ। (সকলের হাস্ত )। শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—দেখলে! এই বালকের মত বিশ্বাস। তবে হয়। ( ঈশানের প্রতি )—আর সেই কৰ্ম্মত্যাগের কথা ? . ঈশান—ভগবান লাভ হলে সন্ধ্যাদি কৰ্ম্ম ত্যাগ হয়ে যায়। গঙ্গাতীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বললে, আমার অশৌচ হ’য়েছে, সন্ধ্যা + করতে নাই। মরণাশৌচ, আর জন্মাশৌচ, দুই-ই হয়েছে। অবিষ্ঠা মা'র মৃত্যু হয়েছে, আম্বারামের জন্ম হয়েছে।

  • The kingdom of heaven is revealed unto babes but is hidden from

, the wise and the prudent, Bible. o e + মৃত মোহময়ী মাতা জাতে বোধময়ঃ স্বত: । স্বতকদ্বয়সংপ্রাপ্তে কথং সন্ধ্যামুপাম্মহে। t হৃদাকাশে চিদাদিত্যঃ সদা ভাসতি ভাসতি । নাস্তমেতি ন চোদেতি কথং সন্ধ্যামুপাম্মহে ॥ -?ुराकाशैौ द्वॆ१iनेिश्वथ् २व चश्चाश्वि